অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অকাল মৃত্যু (শেষ পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


জাফর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে সে প্রতিদিনের মতো টিউশনি করতে চলে যায়। টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে সে খেয়াল করে তার পিছন পিছন দুটি ছেলে আসছে। ছেলে দুটো অনেক খোঁজ যাবত তার পিছনে লেগে রয়েছে। ছেলে দুটো তাকে ফলো করছে কিনা এটা বোঝার জন্য জাফর মাঝে মাঝেই এদিকে ওদিকে গিয়েছে। তখনও সে ছেলেগুলোকে তার পিছনে থাকতে দেখেছে। তারপরে জাফর মোটামুটি নিশ্চিত হয়েছে ছেলেগুলো তাকে ফলো করছে। যখন জাফর নিশ্চিত হলো ছেলেগুলো তাকে ফলো করছে তখন তার বেশ ভয় করতে লাগলো। কারণ এর আগেও তাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে ঝামেলায় জড়িয়ে একজনকে প্রাণ হারাতে হয়েছে।


workout_20240430_151246_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

জাফর বুঝতে পারার সাথে দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। ছেলেগুলো জাফরের পিছে পিছে তার বাসার গলির মাথা পর্যন্ত এলো। তারপর তারা চলে গেলো। এভাবে পরের দিন ও একই ব্যাপার ঘটলো। তখন জাফর চিন্তা করতে লাগলো তার এখন কি করা উচিত? একবার সে চিন্তা করলো তার সেই বন্ধুর সাথে পরামর্শ করবে। আবার পরবর্তীতে তার মাথায় চিন্তায় এলো পুলিশের কাছে যাওয়ার। তবে সে চিন্তা ভাবনা করে দেখলো পুলিশের কাছে গিয়ে কোন লাভ হবে না। কারণ এলাকার এই মাদক ব্যবসা গুলোর সাথে পুলিশ সরাসরি জড়িত থাকে। পুলিশকে টাকা না দিয়ে মাদক ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারে না।

তাই পরদিন জাফর গেলো তার সেই বন্ধুর সাথে দেখা করতে। কিন্তু তার বাড়ি থেকে জানালো সে কয়েকদিনের জন্য কক্সবাজার ঘুরতে গিয়েছে। খবরটা শুনে জাফর একটু টেনশনে পড়ে গেলো। তখন জাফর চিন্তা করল ঠিক আছে আর দু একটা দিন দেখি কি হয়। কিন্তু পরদিন একই ঘটনা ঘটলো জাফরের সাথে। তখন জাফর মনে করলো তারা সম্ভবত জাফরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কারণ যদি তারা জাফরকে মারতে চাইতো তাহলে প্রথম দিনই মারতে পারতো। জাফর এর ভেতরে ওর বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করে। ফোনে বন্ধুকে সবকিছু জানালে সে বলে আমি আগামীকাল বাড়িতে ফিরছি। তার আগ পর্যন্ত তুই সাবধানে থাক। আমি ফিরে দেখি ওদের সাথে তোর মিউচুয়াল করিয়ে দেবো।

তখন জাফর কিছুটা স্বস্তি পায়। সেদিন বিকেলে যখন টিউশনি করার সময় হয় জাফর একবার চিন্তা করে আজকে টিউশনি করতে যাবো না। বন্ধু ফিরুক তারপর ওর সাথে কথাবার্তা বলে তখন সবকিছু স্বাভাবিকভাবে করা যাবে। কিন্তু পরক্ষণেই তার মাথায় চিন্তা আসে তার ছাত্রের তো পরশুদিন পরীক্ষা। পরীক্ষার আগে বাদ দেয়া ঠিক হবে না। এই কথা চিন্তা হতেই জাফর তৈরি হয়ে টিউশনির উদ্দেশ্যে রওনা দেয়। পরীক্ষার আগে সে ছাত্রকে বেশ অনেকটা সময় ধরে পড়ায়। সেদিন পড়ানো শেষ হতে হতে প্রায় রাত নটা বেজে যায়। টিউশনি শেষ করে অন্যান্য অন্যান্য দিনের মতো জাফর বাড়ির দিকে ফিরতে থাকে। ছাত্রের বাসা জাফরের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। এজন্য জাফর হেঁটেই যাতায়াত করে। সেদিন ছাত্রের বাসা থেকে বের হয়ে জাফর ধীরে সুস্থে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলো। খেয়াল করে দেখে অন্যান্য দিন তাকে যে ছেলে দুটো ফলো করতো সেই দুটো আজকে আর নেই।

জাফর মনে মনে একটু স্বস্তি পায়। কিন্তু কিছু দূর আগাতেই জাফর তার ভুল বুঝতে পারে। জাফরের ছাত্রের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে একটা জায়গা যেখানটা বেশ নির্জন এবং অন্ধকার। জাফর দেখতে পায় সেখানে আট দশটা ছেলে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। তারা জাফরকে দেখার সাথেই জাফরকে ঘিরে ফেলে। জাফরকে দুটো ছেলে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন জাফর দেখতে পায় তার সামনে সেই ছেলেটা এসে দাঁড়িয়েছে যাকে সে থাপ্পড় মেরেছিলো। ছেলেটা জাফরের সামনে দাঁড়িয়ে বলতে থাকে আমার গায়ে হাত দিয়ে তুই ভালো করিস নি। এখন এর ফল তোকে ভোগ করতে হবে। তোকে এমন ভাবে মারবো যাতে আর কেউ কোনদিন আমার দিকে তাকাতে সাহস না পায়। এই কথা বলে ছেলেটা একটি ছুরি বের করে জাফরের বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। শুধু বুকের ভিতর ঢুকিয়েই সে ক্ষান্ত হয় না। সে ছুরি দিয়ে জাফরকে বারবার আঘাত করতে থাকে। যখন তারা পুরোপুরি নিশ্চিত হয় জাফর মারা গিয়েছে তখন তারা সেখান থেকে চলে যায়। আর অন্ধকার রাস্তায় জাফরের নিথর দেহটা পড়ে রয়। পরদিন সকালে খবরের কাগজে খবর আসে ছিনতাই কারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র নিহত। (শেষ)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 25 days ago 

ভীষণ আবেগঘন লোমহর্ষক কষ্টকর পোস্ট করেছেন আপনি।আসলে অন্যায়ের প্রতিবাদ করার ফলে এরকম ঘটনা ঘটার কারণে আর কেউ অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায় না।জাফর সেরকম পরিস্থিতির স্বীকার। জাফরেকে খুন করার মূহুর্ত টি ভীষণ লোমহর্ষক। পোস্ট টি ভাগ করার জন্য ধন্যবাদ।

 25 days ago 

জাফরের মত এভাবে অনেক মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অকালে মৃত্যুবরণ করে। দুনিয়াটা যেন খারাপ মানুষের অধীনস্থ হয়ে গেল, ভালো মানুষগুলো তাদের হাতের পুতুল পরিণত হলো। ওরা যা ইচ্ছা তা করার ক্ষমতা রাখে আর তার প্রতিবাদ করলে বিনিময় তাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চলে। আপনার পোস্টটি পড়ে খুবই কষ্ট লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 days ago 

জাফরের শেষ পরিণতির কথা জেনে ভীষণ খারাপ লাগলো। জাফরের বন্ধু যদি এলাকায় থাকতো,তাহলে হয়তোবা সে কিছু একটা করতে পারতো। কিন্তু জাফরের কপাল খারাপ যে, জাফরের বন্ধু তখন কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। যাইহোক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপদে পরতে হয় বলেই তো এখন কেউ প্রতিবাদ করে না। গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65634.72
ETH 3493.40
USDT 1.00
SBD 2.51