ক্ষমতার অপব্যবহার
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা কে না ক্ষমতা ভালোবাসি। বিশেষ করে আমরা মানুষ হিসেবে সব সময় এটাই চেয়েছি। কিন্তু আমরা মানুষ হিসেবে সবসময় এটাই চেষ্টা করতে থাকি, যেনো আমরা যতোটা সম্ভব ততোটা যেনো ক্ষমতা পাই। আর আমরা যতোটা চেষ্টা করি। তার জন্য আসলে আমরা অনেকটা ক্ষমতা পেয়ে ও যাই। অর্থাৎ কথায় আছে কষ্ট করলে কেস্ট মেলে। ব্যাপারটাও ঠিক তেমন। ক্ষমতার জন্য আমরা আসলে যতোটা ডেডিকেটেড থাকি। আমরা যদি সেই ক্ষমতাটি ব্যবহার করার সময় ততোটাই ডেডিকেশন দিতাম। তাহলে হয়তো আমাদের দেশের চিত্র বর্তমানে ভিন্ন হতো।
আসলে ক্ষমতার অপব্যবহার ব্যাপারটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। তাই যে কোনো ক্ষমতার অপব্যবহার দেখলে আমাদের এখন আর খারাপ লাগে না। আর এই খারাপ না লাগার মূল কারণ হলো আমরা ক্ষমতার অপব্যবহার দেখতে দেখতে এতোটাই অভ্যস্ত হয়ে গিয়েছি যে, ক্ষমতার অপব্যবহারটাকে আমাদের এখন একেবারে স্বাভাবিক মনে হয়। অর্থাৎ ধরুন, আপনি যদি আপনার জীবনে কোনো একটা অপরাধকে প্রতিদিন করেন। তাহলে একটা সময় কিন্তু আপনার কাছে সেটা আর অপরাধ হিসেবে মনে হবে না।
আমাদের দেশেও ঠিক তেমনটাই হচ্ছে। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার বাড়তে বাড়তে এখন ক্ষমতার কোনো ভালো ব্যবহারই আমাদের চোখে পরে না। আর এভাবেই যদি পুরো দেশটি ক্ষমতার অপব্যবহার করতে থাকে এবং পুরো দেশের সব নেতা কর্মীরাই ক্ষমতার অপব্যবহার করতে থাকে। তাহলে আসলে আমাদের দেশের ভালো আর কোনোভাবেই হবে না।
ক্ষমতা অনেকটা নেশার মতোন। আর এই নেশাকে মানুষ কতোটা লিমিট এর মধ্যে রাখবে। সেটাও তার একেবারেই নিজের ব্যাপার। অর্থাৎ এই নেশাটা যদি খারাপ দিকে চলে যায়। তাহলে একটা জীবন যেমন ধ্বংস করে দিতে পারে। ঠিক তেমনটাই এই নেশাটা যদি ভালো দিকে যায়। তাহলে আসলে পুরো একটা পৃথিবী বদলে দিতে পারে মানুষ। কিন্তু তা আর হচ্ছে কই!
Sort: Trending
[-]
xpilar.witness (56) 4 months ago
আপনার ধর্মীয় বা নৈতিক অনুভূতি দ্বারা, এই দেশে সেটা হচ্ছে তা মনে পরলে আপনি যেমন অভিজ্ঞতা নিয়েছেন, আর আরো সাহস করে এই চরমটি দূর করার ব্যাপার। আপনার নিজের ছোঁতা অনুভূতি দিয়ে আমাদের চরমটি একটু বাড়ালেও সবার জন্য, আরো ভালো হতে পারে।