নতুন সমাজে যুবকদের সাহায্যের প্রয়োজন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নতুন সমাজে যুবকদের সাহায্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


kids-29730_1280.webp



লিংক

আসলে আমাদের সমাজটা আমরা এখন দেখতে পাচ্ছি যে দিন দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সমাজের বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে এখন। যারা এই সমাজটাকে সুশৃংখল ভাবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছে তারা কিন্তু এখন বয়সের শেষ সীমা এসে পৌঁছে গেছে। কিন্তু এখন যদি সমাজের দায়িত্ব বর্তমানে যুবক সমাজ গ্রহণ না করে তাহলে আমাদের সমাজটা আর কখনো উন্নতির দিকে এগিয়ে যাবে না। কেননা বর্তমান কালের যুবকরা হলো জ্ঞানের দিক থেকে এবং ধৈর্যের দিক থেকে অনেক বেশি এগিয়ে। এছাড়াও তারা বর্তমান সময়ের বিভিন্ন ধরনের আধুনিক জ্ঞান গ্রহণ করে তারা খুব অল্প সহজে কোন বিষয় সমাধান করতে পারে। আসলে আগেরকার শিক্ষা থেকে বর্তমানে শিক্ষাটা অনেক বেশি এগিয়ে। কেননা আধুনিক সমাজের সব কিছুই এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায়।


কিন্তু প্রথম কার দিকে শিক্ষা ব্যবস্থাটা তেমন ভালো না থাকলেও মানুষ কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে এই সমাজটাকে ভালো পথের দিকে এগিয়ে নিয়ে যার জন্য। আসলে তাদের প্রচেষ্টার ফলে কিন্তু বর্তমান সমাজে আমরা বসবাস করতে পারছি এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছি। আমার মনে হয় যে প্রতিটা সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আইন থাকে। আসলে সেই আইনগুলো কিন্তু পূর্বের লোকেরা তৈরি করে গেছেন। আর এই আইন কানুন মেনে চললে সমাজে কখনো কোন ধরনের অরাজকতার সৃষ্টি হয় না। এইসব ব্যক্তিরা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এসব আইন-কানুন প্রণয়ন করেছে। আর এর হলে আমরা বর্তমান সমাজে কোন ধরনের বিশৃঙ্খলতা দেখতে পাই না এবং সবাই মিলে মিশে একসাথে বসবাস করার চেষ্টা করে।


কিন্তু এই সমাজের দায়িত্ব প্রতিটা জেনারেশনদের অবশ্যই নেয়া উচিত। কেননা সব জেনারেশন গুলো কিন্তু একটা সময় এসে এই সমাজটাকে গড়ে তুলে তাদের কাজ শেষ হয়ে যায়। অর্থাৎ তারা একটা সময় ধরে এই সমাজের জন্য কাজ করে এবং তারা যখন বয়স হয়ে যায় তখন তারা কিন্তু তাদের যারা যুবক সমাজ রয়েছে তাদের উপরে পুনরায় এই সমাজের ভার অর্পণ করে দেয়। আর এর ফলে এই নতুন জেনারেশন গুলো তাদের মত করে সমাজটাকে পরিচালনা করার চেষ্টা করে। কেননা প্রতিটা যুগে যেমন মানুষের পরিবর্তন হয় তেমনি মানুষের নিয়ম-কানুনেরও অনেক বেশি পরিবর্তন হয়। আর তাদের মন মানসিকতার সাথে সাথে তারাও তাদের সমাজটাকে তাদের সুন্দর জ্ঞানের মাধ্যমে সুন্দরভাবে সাজাতে পারবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।


আর এই জন্য আমাদের যুবক সমাজকে অবশ্যই সমাজের নিয়ম-কানুন সম্পর্কে জেনে সমাজটাকে যেভাবে ভালোভাবে চালানো যায় সেই প্রচেষ্টা করতে হবে। আর তারা যদি তাদের সঠিক জ্ঞান দিয়ে এই সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু সমাজে বসবাসকারী লোকেরা সবাই সকল ধরনের সুযোগ-সুবিধা পাবে এবং সমাজে কোন ধরনের কোন সমস্যা সৃষ্টি হবে না। আসলে কোন কিছু নতুন ভাবে তৈরি করতে গেলে সর্বপ্রথম জ্ঞানের প্রয়োজন হয়। কেননা জ্ঞান একজন মানুষের মনের বুদ্ধিকে বিকশিত করতে সাহায্য করে। আর এর ফলে আস্তে আস্তে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তাদের নিজেদের মতো করে একটা সুন্দর সমাজ পরবর্তী জেনারেশনদের উপহার দিতে পারবে। আর এভাবে আস্তে আস্তে আমাদের দেশটাও কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32