||লেভেল-৩ হতে আমার অর্জন -by @raihanul2512|| [10% @shy-fox and 5% @abb-school]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম
১লা আষাঢ়,১৪২৯
15 June,2022

লেভেল-৩ হতে আমার অর্জন


আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি লেভেল-৩ এর ভাইভা পরীক্ষা সম্পন্ন করেছি। এখন লিখিত পরীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করছি।

20220615_075802.jpg

প্রফেসরগণের দেওয়া লেভেল-৩ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর:

•প্রশ্ন: মার্কডাউন কি?

উত্তর: কোন পোষ্টের লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং দৃষ্টিনন্দন করতে কিছু কোড ব্যবহার করতে হয়,সেগুলোকে মার্কডাউন বলে।

•প্রশ্ন: মার্কডাউন কোড এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: মার্কডাউন কোডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, লেখাকে সুন্দরভাবে উপস্থাপন, লেখার মধ্যে নির্দিষ্ট পয়েন্ট হাইলাইট, লেখাকে বোল্ড-ইতালিক, লেখার হেডিং ছোট-বড়, টেবিল তৈরি ইত্যাদি করতে মার্কডাউন কোড ব্যবহার করা হয়।

•প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউন কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায়?

উত্তর: কোডগুলোর আগে চারটি স্পেস দিলে পোস্টের মধ্যে মার্কডাউন কোড এর প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো যায়।

•প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে এবং তার মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন।

উত্তর: মার্কডাউন কোডগুলো হল:
|User|Post|Steem power|
|---|---|---|
|User-1|10|500|
|User-2|20|900|

ফলাফল:

UserPostSteem power
User-110500
User-220900

•প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি?

উত্তর:[সোর্স](লিংক)

সোর্স

•প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর:
# খুবই বড় সাইজ
## বড় সাইজ
### মিডিয়াম সাইজ
#### ছোট সাইজ
##### খুব ছোট সাইজ
###### টিনি সাইজ

ফলাফল:

খুবই বড় সাইজ

বড় সাইজ

মিডিয়াম সাইজ

ছোট সাইজ

খুব ছোট সাইজ
টিনি সাইজ

•প্রশ্ন: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোডটি লিখুন।

উত্তর: টেক্সট জাস্টিফাই কোড:

<div class="text-justify"></div>

•প্রশ্ন: কনটেন্ট এর টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত?

উত্তর: কনটেন্ট এর টপিক নির্বাচনে যে বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত তা হল:
🔸জ্ঞান
🔸অভিজ্ঞতা ও
🔸সৃজনশীলতা।

•প্রশ্ন: কোনো টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর জ্ঞান থাকা জরুরি কেন?

উত্তর: কোনো একটি বিষয়ে ব্লগ লিখতে চাইলে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হয়। তাছাড়া সেই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা যায় না এবং অন্যদের কাছে ও সেটা ভালো লাগবে না। তাই সেই টপিকস এ জ্ঞান থাকা জরুরি।

•প্রশ্ন: ধরুন,প্রতি STEEM কয়েনের মূল্য $0.5। আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $(USD) রিওয়ার্ড পাবেন?

উত্তর: যেহেতু আমি ভোট দিলাম সেহেতু আমি একজন কিউরেটর। কিউরেটররা স্টিম পাওয়ার পায়। আমি $7 ভোট দিলে সেক্ষেত্রে এর অর্ধেক $3.5 সমমূল্যের স্টিম পাওয়ার পাব।
আমি($3.5÷0.5)=7 স্টিম পাওয়ার পাব।
তাহলে,আমি পাচ্ছি 7 SP রিওয়ার্ড।

•প্রশ্ন: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল হলো:
🔸কোয়ালিটি সম্পন্ন পোস্টে ভোট দেওয়া।
🔸পোস্ট করার ৫ মিনিট থেকে ৬ দিন ১২ ঘণ্টার মধ্যে ভোট দেওয়া।
🔸ট্রেন্ডিং পোস্টে ভোট দেওয়া।
🔸পোস্ট করার প্রথম পাঁচ মিনিট এবং সাত দিনের শেষ ১২ ঘণ্টার মধ্যে ভোট দেওয়া থেকে বিরত থাকা।

•প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @heroism ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তর: @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। যদি আমাদের স্টিম পাওয়ার এর নির্দিষ্ট একটি অংশ @heroism এ ডেলিগেশন করি এবং @heroism থেকে কোনো পোস্ট এ ভোট দেওয়া হয় তাহলে বেশি আর্ন হবে।

@alsarzilsiam ভাই সহ....

💚 ধন্যবাদ সবাইকে 💚

Sort:  
 2 years ago 

ভাই আপনি পরীক্ষা দেওয়ার সময় বলেছিলেন এখন থেকে নিয়মিত কাজ করবেন কিন্তু আপনি দুইদিন থেকে কোন পোস্ট করছেন না, আপনার কোন একটিভিটিস নেই, অন্যের পোস্টে কমেন্ট করছেন না। আসলে ভাই আপনার কথার সাথে কাজের কোন মিল পাচ্ছি না। আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে টিকিট কেটে জানাবেন।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আশা করি আপনি এবিবি স্কুলের সকল লেভেল সফলতার সঙ্গে অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হবেন। লেভেল-৩ হতে আপনার অর্জন ভালো ছিল বলা যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago (edited)

আপনি দক্ষতার সাথে লেভেল ৩ এ শেখানো প্রত্যেকটি বিষয় আয়ত্ত করেছেন যা আপনার পোস্ট দেখেই বুঝতে পেরেছি। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে লেভেল ৩ এ শেখানো বিষয়গুলো আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। খুব জলদি ইনশাআল্লাহ level3 ব্যাজ অর্জন করতে পারবেন। শুভকামনা রইলো।

 2 years ago 

লেভেল ৩ তে দক্ষতার সাথে উত্তীর্ণ হয়েছেন দেখে খুব ভালো লাগলো। আর খুবই সুন্দর করে আপনি আপনার পোস্টে যা শেখানো হয়েছে এগুলো উপস্থাপন করেছেন অনেক অনেক শুভকামনা আপনার পরবর্তীতে লেভেলের জন্য।

 2 years ago 

দেখে বোঝা যাচ্ছে যে আপনার level3 সম্পর্কে খুব ভালো ধারণা পেয়েছেন। খুব সুন্দর করে level3 লিখিত পরীক্ষায় আমাদের সামনে তুলে ধরেছেন। দেখে অনেক ভালো লাগলো। আশা করছি অতিদ্রুত আপনি সবগুলো লেভেল পেরিয়ে ভেরিফাইড মেম্বারের চলে আসবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের সহযোগিতায় বহুদূর যেতে পারবো ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রত্যেকটি প্রশ্নের সঠিক ভাবে উত্তর দাওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।।

 2 years ago 

ভাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভালো লিখেছেন, যথেস্ট এফিসিয়েন্ট বোঝা যাচ্ছে, আর মাত্র একটা হার্ডল সামনে তারপরেই আপনি ভেরিফায়েড হবেন। ভালো করে ক্লাস করুন, হ্যাংআউট গুলো আটেন্ড করুন। আগামি কয়েকদিনের মধ্যেই আপনার লেবেল ৪ হয়ে যাবে আশা করি।
ভালো থাকুন ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67202.29
ETH 2597.64
USDT 1.00
SBD 2.66