||হরেক রকম জবা ফুলের ফটোগ্রাফি-by @raihanul2512|| [10% @shy-fox & 5% @abb-school]

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
২০শে আষাঢ়,১৪২৯
4 July,2022

হরেক রকম জবা ফুল


আমি মো: রায়হানুল ইসলাম @raihanul2512 । আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের সামনে কয়েক ধরনের জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনারা ভালোভাবেই উপভোগ করবেন।

GridArt_20220704_154958499.jpg

ফুল আমাদের মনকে প্রফুল্ল রাখে। প্রতিটি ফুলের মধ্যেই যেন সতেজতা কাজ করে। আমাদের যখন মন ভালো থাকে না তখন যদি আমরা সুন্দর সুন্দর ফুলের সান্নিধ্যে যাই তাহলে অনেকাংশে মন ভালো হয়ে যায়। ফুলের সার্থকতাই তো এখানে।
আমি বন্ধুদের সাথে শিক্ষকদের কোয়ার্টারের দিকে ঘুরতে গেছিলাম। সেখানে কয়েক ধরনের জবা ফুলের গাছ দেখতে পেলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল। সাথে সাথে কিছু ফটোও তুলে নিলাম। তখন মনে হল আমি আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করি। তাদেরও ভালো লাগবে। নিচে আমি ফটোগ্রাফি গুলো শেয়ার করছি।

20220703_142248.jpg

20220703_142255.jpg

এগুলো ছিল লাল জবা ফুল। সচরাচর সব জায়গাতেই দেখা যায়।

20220703_142123.jpg

20220703_142146.jpg

এগুলো গোলাপি রঙের জবা। দেখতে অনেক সুন্দর লাগছে।

20220703_142039.jpg

20220703_142105.jpg

এগুলো সাদা রঙের জবা ফুল। সবগুলো ফুল শিক্ষকদের বাসার আশেপাশেই পেয়েছিলাম।

20220704_114026.jpg

20220704_113955.jpg

এগুলো গোলাপি রঙের জবা ফুল। তবে এগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। আগের জবা ফুল গুলোর পাপড়ি পাঁচটা করে ছিল। তবে এই জবা ফুলের পাপড়ি একটু বেশিই।
ফুলগুলো কেমন লাগলো জানানোর চেষ্টা করবেন। এত ধৈর্য সহকারে ফুলগুলো দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফারraihanul2512
ডিভাইসgalaxy A12
লোকেশনশিক্ষক কোয়ার্টার,বাকৃবি,ময়মনসিংহ।

🌸ধন্যবাদ🌸


Sort:  
 2 years ago 

আপনার এক্টিভিটিস একেবারে নেই বললেই চলে। আপনি বিগত ৯ দিন ধরে অ্যাক্টিভ নন। আপনি কি কোন সমস্যার মধ্যে পড়েছেন? যদি সমস্যা করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের কমিউনিটির একটি নিয়ম আছে সেই নিয়মেই সবাইকে চলতে হবে।

 2 years ago 

ভাই, আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নিয়মিত নন। আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই টিকিটে আমাকে জানাবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কয়েক ধরনের জবাফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি আসলে এত ধরনের জবাফুল আগে দেখিনি। আমি শুধু আগে রক্ত লাল লাল রঙের জবা ফুল দেখেছি। তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক ধরনের জবাফুল দেখলাম সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে জবা ফুল গুলো।

 2 years ago 

জবা ফুলের এত রূপ দেখে বেশ ভালো লাগছে।
ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। সাদা রংয়ের জবা ফুলটি আমি কখনো দেখিনি। এত রঙের জবা ফুল একসাথে দেখে আমার বেশ ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ জানাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

জবা ফুলের সব রং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে লাল জবাটি একটু বেশি ভালো লাগে। আপনি দারুন দারুন জবা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার পোষ্টের মাধ্যমে আমরা সব ধরনের জবা ফুল একসাথে দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুলের অনেক রকম জাত রয়েছে, তার মধ্যে কয়েকটি যাতের জবা ফুলের ফটোগ্রাফি আপনি আজকে আমাদের সাথে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সবসময়।

 2 years ago 

জবা ফুল সবার কাছেই খুবই প্রিয়। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে জবা ফুলের এই ফটোগ্রাফি গুলো করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটি ছবির নিচের লোকেশন এবং ডিভাইসের নাম দিতে হবে এবং আপনার লেখার পরিমাণ আরো একটু বাড়াতে হবে। কমপক্ষে সাতটি ভিন্ন ভিন্ন ছবি দিয়ে পোস্ট করতে হবে।

 2 years ago 

ঠিক আছে ভাই। এরপর ফটোগ্রাফি পোস্ট করার সময় অবশ্যই আপনার বলা বিষয়গুলোর দিকে খেয়াল রাখব। এভাবে আপনাদের নির্দেশ মত চললে আশা করি ভালো কিছু করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিভিন্ন ধরনের জবা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সাদা রঙের জবা ফুলটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্ন রকমের জবা ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন ।ফুলের সৌন্দর্য তা দেখতে আমি খুবই পছন্দ করি আপনার করা ফটোগ্রাফির মাধ্যমে যেটা উপভোগ করলাম ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67202.29
ETH 2597.64
USDT 1.00
SBD 2.66