Club100 📒the diary game ||21january||simple day||30%for@hive-138339🇧🇩

in Steem Bangladesh3 years ago


সকাল



হ্যালো বন্ধরা,

শুভ সকাল। আপনারা সকলেই কেমন আছেন। নিশ্চয়ই ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ঘুমটা ভেঙেছিলো সকাল ৬ টায়।ঘুম থেকে উঠেই নিয়মমাফিক ব্রাশে টুথপেষ্ট নিলাম।প্রায় ৫মিনিট ধরে ব্রাশ করার পর ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর প্রতিদিনের চিরায়ত সেই অভ্যাস হালকা কিছু নাস্তা করে নিয়েই চায়ের কাপে একটা চুমুক। হাতে নিলাম খবরের কাগজটা। আওয়াজ করে নয়, মনে মনেই এক নজরে দেখে নিলাম সারা দেশের ঘটমান বিষয়াবলী। অতঃপর কিছুক্ষণ বাইরে রাস্তায় ব্যায়াম স্বরূপ হাঁটতে লাগলাম। যা প্রতিটি সকালেই একটি গুরুত্বপূর্ণ কাজ।ব্যায়াম শেষে তখন প্রায় ৭টা বেজে ৩০ মিনিট।এরপর সকালের নাস্তা শেষে চলে গেলাম জমিতে।সেখানে গিয়ে কাজ করলাম।

Location:

https://w3w.co/relationship.ripping.disallowed



দুপুর



কাজ শেষে করে বাসায় এসে গোসল করে দুপুরের খাওয়া-দাওয়া করি।এরপর চাচাতো ভাই সহ দুজনে একসাথে সৈয়দপুর যাই সেখানে বন্ধর সাথে দেখা করি।এরপর আমরা প্লাজায় গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নাস্তা করি।

IMG_20220122_154340.jpg

Location:

https://w3w.co/relationship.ripping.disallowed



বিকাল



আজ বিকেলে, ভ্রমণ করেছিলাম সৈয়দপুর শহরের উদ্দেশ্যে।আমরা যাত্রা শুরু করি ভবের বাজার এলাকা থেকে। বেশ কিছুদূর গিয়ে পথিমধ্যেই দেখতে পেলাম দাগলাগঞ্জ এলাকায় অবস্থিত একটি বিশাল মসজিদ। মসজিদটি দেখার পরেই আমরা সেখানে একটু যাত্রাবিরতি দিলাম। সেখানে মসজিদটি ঠিক মেইন রাস্তার পাশেই ছিলো। মসজিদটিতে আমরা দেখতে পেলাম বিস্ময়কর একটি মিনার রয়েছে। মিনারটি ছিলো ঠিক আকাশচুম্বী। সেটা দেখে মনে হচ্ছিল এটিই বোধহয় এই এলাকার সবচেয়ে বড় একটি মসজিদ।

IMG_20220112_123608.jpg

Location:

https://w3w.co/seated.irritable.negativism



রাত



রাতে ঠিক টার দিকে বাসায় ফিরলাম। সারাদিন ঘোরাঘুরি শেষে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তারপর আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। বসে পড়লাম খাওয়ার টেবিলে।আজকে মা রান্না করেছিল আমার পছন্দের খাবারটিই।আর খাবারটি হলো আলু দিয়ে মলা মাছের ভাজি। অতঃপর আমি খাওয়া শেষ করি। খাওয়ার পরে বিছানার বালিশে একটু মাথা দিয়ে টেলিভিশনে একটি গানের অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি।

IMG_20220122_211817.jpg

সকলের জন্য রইলো শুভকামনা। সকলেই সুস্থ থাকবেন। সতর্ক থাকবেন করোনা মহামারীতে।আমরা সকলেই স্বাস্থ বিধি মেনে চলব। নিজে ভাল থাকব,অন্যকে ভাল রাখার চেষ্টা করব। সকলেই ভাল থাকবেন আশা রাখি।আর আমার ব্লগ পরিদর্শন করার জন্য ধন্যবাদ।

Sort:  


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER:

 3 years ago (edited)

শাপলা ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল। মসজিদের মিনারগুলো দেখার মত ছিল । সুন্দর লিখেছেন ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

আপনাদের ডাব গাছ নাকি? ডাব খাওয়াবেন তাহলে। নাইস ডায়েরি।

 3 years ago 

খাওয়ামু সমস্যা নাই কা।♥️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62094.36
ETH 2436.39
USDT 1.00
SBD 2.50