টার্গেট ডিসেম্বর সিজন-৪||পাওয়ার আপ-১০ স্টিম||

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগবাসি? আশা করছি সবাই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি।আজকে আমি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা। স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।আজকে আমি সেই ধারাবাহিকতায় নিজের একাউন্টকে কিছুটা সমৃদ্ধি করতে চলে এলাম। আমি মনে করি এভাবে সকলের উচিত পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্টকে প্রতিনিয়ত সমৃদ্ধি করে তোলা।

@rahnumanurdisha.jpg

পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার ছিল ২৭৬৪.৯৫৮

IMG_20240305_195743.jpg

আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি

IMG_20231213_142310.jpg

পাওয়ার আপের পরে আমার স্টিম পাওয়ার হলো ২৭৭৪.৯৫৮

IMG_20240305_195730.jpg

বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি২৭৬৪.৯৫৮
পাওয়ার আপ১০স্টিম
বর্তমান এসপি২৭৭৪.৯৫৮

ধন্যবাদ সবাইকে।আজকের মতো এখানেই শেষ করছি। আমার পাওয়ার আপের পোস্টটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা। আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-5th March,2024


image3.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

আপনি টার্গেট ডিসেম্বর সিজন ৪ এ ১০ স্টিম পাওয়ার আপ পোস্ট করেছেন এবং এক ধাপ সামনের দিকে এগিয়ে গিয়েছেন দেখে, আমার কাছে খুবই ভালো লাগলো। নিজের একাউন্টের শক্তি আরো অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন এবং কি সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন পাওয়ার আপের মাধ্যমে। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য ও কিন্তু পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আশা করছি আপনি এরকম ভাবে পাওয়ার আপ করার ফলে, খুব তাড়াতাড়ি লক্ষ্য অর্জন করতে পারবেন।

 3 months ago 

জি আপু,পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপু পাওয়ার আপ পোস্ট দেখতে আমার বেশ ভালো লাগে। কারন কেবলমাত্র পাওয়ার আপ করার মাধ্যমে আমরা আমাদের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে পারি। আপনি আস্তে আস্তে আপনার লক্ষ্যে পৌঁছে যাচেছন।আপনার জন্য দোয়া রইল।

 3 months ago 

জি আপু একাউন্টকে উন্নত করতে চেষ্টা করেছি,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

স্টিমিট প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। নিজের অবস্থানকে শক্তিশালী করতে পাওয়ার আপের কোনো বিকল্প নেই। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আশাকরি আপনি এভাবেই নিজের সাধ্য মতো পাওয়ার আপ করে যাবেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

এভাবে পাওয়ার বৃদ্ধি করে যান আশা করি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবেন এবং আমরা এমনিতেও জানি পাওয়ার বৃদ্ধি অর্থাৎ নিজের শক্তি কে বৃদ্ধি করা এটা আসলেই অনেক চমৎকার।

 3 months ago 

জি একদম ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমাদের প্রত্যেকের উচিত হবে তার বৃদ্ধি করা। যে যত বেশি পাওয়ার বৃদ্ধি করতে পারবে তার জন্য ততই মঙ্গল। প্ল্যাটফর্মে আমাদের অবস্থান করতে হলে অবশ্যই পাওয়ারের গুরুত্ব অনেক। আশা করব এভাবে আপনি পাওয়ার বৃদ্ধি করে আপনার ক্ষমতাকে আরো সামনে এগিয়ে নিবেন।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি ক্ষমতার অর্জন। দশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে ক্ষমতার জনের দিকে আরেকভাবে গিয়ে খেলেন দেখে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 3 months ago 

জি যত বেশি পাওয়ার আপ তত বেশি ক্ষমতা অর্জন ঠিক বললেন ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৪ সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। স্টিমেট এই প্লাটফর্মে নিজের অবস্থান শক্ত করতে হলে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। নিজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন আশা করি খুব দ্রুত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 months ago 

নিজের অবস্থান শক্ত করতে পাওয়ার আপের বিকল্প নেই,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু ৷ আসলে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করার জন্য পাওয়ার আপের গুরুত্বপূর্ণ অপরিসীম ৷ এভাবেই এগিয়ে যান , ধারাবাহিতা বজায় রেখে ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

পাওয়ার আপ মানেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিন কাজ করতে গেলে পাওয়ার আপের প্রয়োজনীয়তা অনেক বেশি।আপনি এ সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো । এভাবে নিয়মিত পাওয়ার আপ করতে থাকলে আপনি বেশ ভালো ফলাফল পাবেন।আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

জি আপু,ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66548.53
ETH 3594.05
USDT 1.00
SBD 2.91