ডাই প্রজেক্ট|| কাগজের নকশা||

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটি কাগজের নকশা ডাই নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।সাদা কাগজের তৈরি নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে।সাদা কাগজ দিয়ে এই নকশাগুলো তৈরি করতে অনেকটা সহজ হয় রঙিন কাগজের তুলনায়।রঙিন কাগজ গুলো তুলনামূলক একটু মোটা হওয়ায় কাটতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। আশা করছি আমার আজকের কাগজের নকশাটি আপনাদের ভালো লাগবে।আমি নকশা খুব সহজেই তৈরি করেছি। আপনাদের মাঝে ডাই তৈরির সমস্ত ধাপ তুলে ধরার চেষ্টা করেছি।


কাগজের নকশা


IMG20231214122942.jpg


উপকরণসমূহ-

  • কাগজ
  • পেন্সিল
  • কেচি

আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।

ধাপ-১

প্রথমে চতুর্ভুজ আকৃতির কাগজটিকে মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।

IMG20231214121755.jpg

ধাপ-২

এবার দুই পাশ দিয়ে ত্রিকোণাকার ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20231214121937.jpg

ধাপ-৩

এবার পেন্সিল দিয়ে ডিজাইন আর্ট করে নিয়েছি।

IMG20231214122228.jpg

ধাপ-৪

এবার কেচি দিয়ে ডিজাইনটি কেটে নিয়েছি।

IMG20231214122614.jpg

ধাপ-৫

এবার ভাজটি খুলে আমার কাঙ্খিত ডিজাইনটি পেয়ে গিয়েছি।

IMG20231214122642.jpg

IMG20231214122744.jpg

IMG20231214122940.jpg

IMG20231214122941.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর
তারিখ১৪ ডিসেম্বর,২০২৩
ধন্যবাদ সবাইকে।আমার তৈরি করা নকশাটি কেমন লেগেছে আপনাদের বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ডাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

🖤 আল্লাহ হাফেজ🖤

Sort:  
 9 months ago 

ঠিক বলেছেন আপু রঙ্গিন কাগজ দিয়ে এ ধরনের কাগজ এর ডিজাইন করতে বেশ কস্ট হয়।এ ধরনের ডিজাইন করার জন্য পাতলা কাগজ বেশ ভালো। তবে সাদা কাগজ দিয়ে করা আপনার ফুলের ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 8 months ago 

হ্যা,ধন্যবাদ আপু।

 9 months ago 

সাদা কাগজ কেটে অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। এ ধরনের নকশাগুলো দেখতে এবং তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন আপু সাদা কাগজের থেকে রঙিন কাগজগুলো একটু মোটা হয় যার কারণে কাটতে একটু অসুবিধা হয়। আপনার তৈরি নকশাটা ভীষণ ভালো লাগলো অবশ্যই চেষ্টা করবো এরকম করে একটি নকশা তৈরি করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

জি আপু রঙিন কাগজ কাটতে একটু অসুবিধা হয়ে যায়,ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

কাগজ দিয়ে ধরনের নকশা গুলো করতে আপনি অনেক বেশি ভালোবাসেন জেনে খুশি হলাম আপু। এ ধরনের নকশাগুলো তৈরি করতে খুব একটা সময়ের প্রয়োজন না হলেও বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 9 months ago 

কাগজ কেটে দারুন একটি নকশা তৈরি করেছেন আপু। কাগজ গুলো কিভাবে কেটেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

কাগজের নকশাগুলো দেখলে অনেক ভালো লাগে। আসলে রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করি না কেন আমার কাছে অনেক ভালো লাগে। আপনার নকশাটা চমৎকার হয়েছে। ধাপ গুলো সুন্দরভাবে দেখিয়েছেন, ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

জি এটি আমি সাদা কাগজ দিয়ে তৈরি করেছি,ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

কাগজ কেটে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কাগজের নকশা অনেকদিন থেকে করা হয়না। তবে এই ধরনের কাগজের নকশা দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আপু আপনি অনেক পরিশ্রম করে এই কাগজের নকশা তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

 8 months ago 

জি আপু , ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

কাগজের নকশা এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক দক্ষতা লাগে এবং ভাঁজগুলি ঠিকঠাক ভাবে নাহলে কখনোই সম্পূর্ণ হয়ে ওঠে না কাজটি এবং আপনি দারুণভাবে ভাঁজটি ঠিক করেছেন ও আপনি অংকনটি করে নিয়েছেন তারপর ভালো করে কেটে নিয়েছেন। দুর্দান্ত ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া ।সবসময় সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 9 months ago 

কাগজের নকশা গুলো দেখতে আমার খুব ভালো লাগে। তবে কাগজের নকশা গুলো কখনো তৈরি করা হয়নি। কিন্তু চিন্তা ভাবনা রয়েছে একদিন কাগজের নকশা তৈরি করব। আপনি খুব সুন্দর করে ডাই প্রজেক্ট তৈরি করলেন কাগজের নকশা কেটে। আপনার শেয়ার করা কাগজের নকশা দেখতে খুবই সুন্দর হয়েছে।

 8 months ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 9 months ago 

বাহ দারুণ হয়েছে কাগজের তৈরি নকশা টি।কাগজের তৈরি নকশা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি কাগজের তৈরি নকশা শেয়ার করার জন্য। তবে আপনার নকশা টি দারুণ হয়েছে আপু। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58495.14
ETH 2461.74
USDT 1.00
SBD 2.36