পেন্সিল আর্ট||একটি সার্কেল দৃশ্য||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি সার্কেল আর্ট পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের আর্টটি হচ্ছে সার্কেলের মধ্যে গ্রামীণ বাড়ির দৃশ্য।এধরনের চিত্রগুলো দেখতে অনেক ভালো লাগে।পোস্টে ভিন্নতা আনতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সব ব্লগ শেয়ার করে থাকি।আর এই নতুনত্ব ধরে রাখতে এসকল আর্ট পোস্ট গুলোর জুড়ি নেই।এই আর্ট গুলো করতে বেশ সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।আমি অনেকটা সময় নিয়েই আর্টটি করেছিলাম।যেহেতু এই চিত্রগুলো আমার ভালো লাগে,তাই চেষ্টা করেছি আনন্দের সাথে অনেকটা সহজেই আর্টটি করার।আমি যেভাবে আর্ট করেছি,আপনাদের মাঝে আর্ট এর ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।

একটি সার্কেল দৃশ্য


IMG20231006160155.jpg


উপকরণসমূহ-

  • সাদা অফসেট কাগজ
  • পেন্সিল 6B
  • রবার
  • স্কেল
  • কম্পাস

ধাপ-১

প্রথমে সাদা কাগজে একটি পেন্সিল এবং কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।তারপর বৃত্তের নিচের অংশে থেকে খাড়াভাবে একটি দাগ কেটে নিয়েছি।তারপর ঘরের ছাউনী এঁকে নিয়েছি ছবির মতো করে।

IMG20231006151234.jpg

IMG20231006151505.jpg

IMG20231006151549.jpg

ধাপ-২

এবার নিচের আড়াআড়ি দাগগুলো কেটে নিয়েছি।তারপরও ঘরের জানালা এঁকে নিয়েছি।

IMG20231006151831.jpg

IMG20231006152056.jpg

ধাপ-৩

এবার উপরের বাম দিকের ডিজাইন গুলো করে নিয়েছি।

IMG20231006153116.jpg

IMG20231006153200.jpg

IMG20231006153642.jpg

ধাপ-৪

এবার নিচের আড়াআড়ি দাগগুলো অর্থাৎ বাঁশের বেড়া এবং ঘরের অংশ গাঢ় করে নিয়েছি পেন্সিল দিয়ে।

IMG20231006154110.jpg

IMG20231006155203.jpg

ধাপ-৫

এবার নিচের ঘাস এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।

IMG20231006155544.jpg

IMG20231006155546.jpg

IMG20231006155639.jpg

IMG20231006155703.jpg

ধাপ-৬

এবার নিজের সাইনের মাধ্যমে আর্ট শেষ করে নিয়েছি।

IMG20231006155920.jpg

IMG20231006160013.jpg

IMG20231006160026.jpg

IMG20231006160155.jpg

আর্টটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং আর্টিস্ট@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আর্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️ আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year (edited)

এরকম আর্ট আমিও করতে অনেক বেশি ভালোবাসি। আসলে পেন্সিলের আর্টগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনি ঠিকই বলেছেন আপু পেন্সিল দিয়ে এ ধরনের আর্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 last year 

সিম্পলের মধ্যে বেশ এঁকেছেন। আর পেন্সিল আর্ট করার সুবিধা হলো ভুল হলে সংশোধন করা যায়। আপনি পেন্সিল দিয়ে বেশ সুন্দর একটি আর্ট করেছেন । দেখতে বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু এই আর্ট গুলো করতে অনেক সময় লাগে। আর নতুনত্ব সৃষ্টি করা যায়। আপনি অনেক সময় নিয়ে এই সুন্দর একটি আর্ট করেছেন দেখে ভালো লাগলো। পেন্সিল আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপু,আমার আর্ট টি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পেন্সিল আর্ট এর মাধ্যমে একটি সার্কেল দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যেকোন ধরনের আর্ট তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বাঁশের বেড়া । ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year (edited)

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সার্কেলের মধ্যে এই ধরনের আর্টগুলো আমার কাছে ভালই লাগে। আপনি সার্কেলের মধ্যে খুব সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন আপু। পেন্সিল আর্ট টি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু মূল্যবান মতামতের জন্য।

 last year 

গ্রামীন পরিবেশের স্কেচটি আঁকা দুর্দান্ত হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে দৃশ্যটি। । আশা করছি পরবর্তী নতুন কিছু আর্ট দেখতে পাবো কারণ এমন দৃশ্য দেখতে খুবই ভালো লাগে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

একটি বৃত্তের মাঝে দারুন চিত্র অঙ্কন করে দেখিয়েছেন আপনি। আসলে বৃত্তের মধ্যে কোন চিত্র অঙ্কন করলে সেগুলো বেশি সুন্দর হয়ে থাকে এবং যথেষ্ট মানসম্মত হয়। খুবই ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দারুন একটি আর্ট এর কাজ সম্পন্ন করেছেন দেখে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

চমৎকার মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপু আপনি ঠিকই বলেছেন, এ ধরনের আর্ট গুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তাইতো আপনার একটি সার্কেল দৃশ্য অংকন দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেকটা সময় ও অনেকটা পরিশ্রম করে, পেন্সিলের সাহায্যে একটি সার্কেল দৃশ্য অঙ্কন করে, আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

আপু আপনি আজকে খুব চমৎকার পেন্সিল আর্ট তৈরি করেছেন। এই সার্কেলের দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সার্কেল তৈরি দৃশ্যের ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনাও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87