সবাইকে ইংরেজি ২০২৪ নববর্ষের শুভেচ্ছা ||

in আমার বাংলা ব্লগ6 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


ai-generated-8471374_1280.jpg

ছবির উৎস

আজকে ইংরেজি নববর্ষ ২০২৪ সাল শুরু হলো । একটি বছর শেষ হয় ১২ টি মাসকে বিদায় দিয়ে।পৃথিবীতে আর বিগত বিদায় নেওয়া বছর ফিরে আসবে না কখনো।তাই বিগত বিদায়ের বছরের ল্যাকিংস গুলোকে বাদ দিয়ে নতুন করে জীবনটাকে উপভোগ করতে চেষ্টা করতে পারাটাই ভালো।নতুন বছরকে গতকাল লাল নীল আলোকসজ্জা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে রাত ১২ টায় বিভিন্ন দেশে।

আমাদের দেশেও ঠিক একইভাবে বিভিন্ন আতস বাজি,ফানুস ইত্যাদি দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।তবে এটি হয়তো গতকাল আমাদের কে ক্ষণিকের আনন্দ দিয়েছে।কিন্তু পাখিদের জন্য গতকালের দিনটি খুবই কষ্টের ছিল।অনেক পাখি নতুন বছরের এই আলোর ভিড়ে নিজের জীবনটাই হয়তো হারিয়েছে ওই রঙ বেরঙের ফানুসের আগুনে।

বছর বরণ রঙিন বর্ণিল সাজে ঠিক তবে কারো জীবন বিপন্ন করে নয়।পৃথিবীটা শুধুমাত্র আমাদের মানুষ জাতির না,সবাইকে ঘিরেই আমাদের পৃথিবী।তাই নিজেদের সংযত রাখা উচিত এই ধরনের অসুস্থ আনন্দের থেকে । কারো মৃত্যু দিয়ে নতুন বছর শুরু করার কোনো যুক্তি নেই,যাতে শোকের ছায়া থাকে।কেননা শোক কখনো আনন্দ জাগায় না হৃদয়ে।বিশেষ করে শহরগুলোতে এই ধরনের আয়োজন বেশি করা হয়ে থাকে। গ্রামের দিকে খুব একটা ফানুস উড়ানো হয়না শুধুমাত্র আতস বাজি ছাড়া।কিন্তু শহরের দিকে এটি ছাড়া যেন তাদের উৎসব চলেনা।

এই একটি বছর বিদায় দিয়ে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করে নিতে সবার বিভিন্ন চেষ্টাগুলো সফল হোক।পুরনো বছরে তাদের সকল দুঃখ, কষ্ট গ্লানিকে বিদায় দিয়ে নতুন আশায় নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-1st January,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

আতশবাজি আর রঙিন ফানুস শুধুমাত্র পাখিদের নয় বাচ্চা এবং বয়স্ক লোকদের জন্য খুবই অসুবিধা হয়। কালকে রাত বারোটার পরে তো আতশবাজির শব্দে বাচ্চা বারবার ঘুমের মধ্যে কেঁপে উঠছিল। আসলে অন্যকে কষ্ট দিয়ে কোন আনন্দই আসলে আনন্দদায়ক নয়। যাই হোক আপু আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

 6 months ago 

জি আপু,আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 6 months ago 

আপনাকে যারা ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। পুরনো বছরের সকল দুঃখ কষ্ট গুলো ভুলে নতুন করে জীবনকে সাজানোর কাজে নিশ্চয়ই আমরা সকলেই নতুন উদ্যমে কাজ শুরু করব। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57893.29
ETH 3130.56
USDT 1.00
SBD 2.44