বর্তমান নারী পাচার একধরনের সামাজিক ব্যাধি||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে লিখতে যাচ্ছি সেটা নিশ্চয়ই পোস্টের টাইটেল দেখে বুঝতে পারছেন বন্ধুরা।বর্তমান সময়ে নারী পাচার শব্দটির সাথে আমরা সকলেই কমবেশি পরিচিত।আর এই নারী পাচারের মূলে রয়েছে বিভিন্ন দালাল চক্র।এক দেশ থেকে অন্য দেশে কিশোরী থেকে তরুণী মেয়েদের পাচার করায় তাদের প্রধান কাজ।কাজটির মাধ্যমে তারা মোটা অংকের টাকা পারিশ্রমিক পেয়ে থাকে।আর এই পরিক্রমা চলে বছরের পর বছর।বিশেষ করে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে থাকে এই প্রতারক চক্র।টাকা উপার্জনের জন্য গ্রাম থেকে শহরমুখী হয় যেসকল কম বয়সি মেয়েরা তাদের এই ধরনের ফাঁদে পড়তে বেশি দেখা যায়।কেননা শহর সম্পর্কে তাদের খুব একটা ধারণা থাকেনা।গ্রামের লোকদের মতো তারা সবাইকেই সহজ সরল ভেবে বিশ্বাস করে এবং অতঃপর নিজদের জীবনে দুর্ভোগ ডেকে নিয়ে আসে।
এছাড়া স্কুল,কলেজ ছাত্রীরাও ভিকটিম হয়ে থাকে এই চক্রের। সাধারণত প্রেমের প্রলোভন দেখিয়ে দালাল চক্র এধরনের কর্মকান্ড গুলো ঘটিয়ে থাকে।বিশেষ জরিপে দেখা গিয়েছে ৭৫ শতাংশ নারী পাচার হয়ে থেকে প্রেমের প্রতারণার মাধ্যমে,১৫ শতাংশ এক জায়গা হতে অন্যত্র যাওয়ার সময় বিভিন্ন চক্রের হাতে পড়ে ,আর বাকি ১০ শতাংশ রাগ করে বাড়ি ছেড়ে বন্ধুদের বা আত্মীয়ের প্রতারণার শিকার হয়ে।আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে এধরনের ঘটনাগুলো।বর্তমান এই অপরাধমূলক ঘটনাগুলো পরিণত হচ্ছে সামাজিক ব্যাধিতে।আজকাল টিভি নিউজ চ্যানেল গুলোতে প্রায় দেখতে পাওয়া যায় এই বিষয়গুলো।আমাদের সমাজকে নারী পাচারের মতো সাংঘাতিক কর্মকান্ড গুলো থেকে রক্ষা করতে হলে অবশ্যই গার্ডিয়ান পক্ষ কে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।তাদের মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে।এছাড়া কোনো ধরনের সন্দেহজনক কিছু সামনে আসলে অবশ্যই সতর্কতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।সবাইকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date- 16th May,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
নারী পাচার আমাদের দেশের বর্তমান অহরহ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এটি একটি দ্বন্দ্বনীয় অপরাধ। দালাল চক্ররা বিশেষ করে লক্ষ্য রেখে গ্রাম থেকে উঠে আসা শহর মুখী নারীদের কেননা এরা অতটাও বেশি চালাক থাকে না। তাছাড়াও অন্যান্য ক্ষেত্র মোতাবেক এরকম নারী পাচার হয়ে আসছে। এই বিষয়গুলোকে নির্মূল করার জন্য আমি মনে করি গার্ডিয়ান এবং দেশে সর্বত্র সর্বোচ্চ আইন জারি করা। যাতে এরকম কোন চক্রকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী সাথে সাথে কঠোর শাস্তি প্রদান করে। শতকতা মূলক একটি পোস্ট উপহার দিয়েছেন আপনি ধন্যবাদ।
জি ধন্যবাদ ভাইয়া।
গ্রামের মানুষজন সাধারণত এই সমস্যা গুলো বেশি ফেস করে। আর এই প্রতারক চক্র সেসব মানুষদেরকে টার্গেট করে। নারী পাচার ঘটনা এখন অনেক দেখা যায়। তাই আমাদের নিজেদের জায়গা থেকে সবাইকে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। সুন্দর কিছু কথা লিখেছেন আপু।
জি আপু একদম ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে।
গ্রামের সহজ সরল মেয়েরা যখন শহর মুখী হয় তখন বিপদের সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রথম অবস্থায় তারা ভালো মন্দ অনেক কিছু বুঝতে পারে না। আর খারাপ লোকের পাল্লায় পড়ে বিক্রি হয়ে যায়। এটা ঠিক বলেছেন বর্তমানে এই সমস্যা অনেক বেড়ে গেছে। সবাইকে সচেতন হওয়া উচিত।
জি গ্রামের মেয়েরা বেশিরভাগ ভিকটিম হয়ে থাকে।
সমাজে এখনো নারী পাচারের প্রবণতা রয়েছে। তবে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই সমস্যা সৃষ্টি হচ্ছে প্রেমের প্রলোভন দেখিয়ে আর চাকরির প্রবণ দেখিয়ে। আর এই জায়গায় বেশি শিকার হচ্ছে নারীরা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আর উঠতি বয়সের প্রেম অনুভূতিতে জাগ্রত। যাইহোক আমাদের সমাজটাকে আরো সুন্দরভাবে গড়তে হবে আর এর জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।
জি ভাইয়া ,ধন্যবাদ আপনাকে।
একটি টিকেট ক্রিয়েট করবেন
ওকে আপু।