কালো জাদুর প্রভাবে বৃষ্টির জীবনের সমাপ্তি||

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


black-2941843_1280.jpg

ছবির উৎস


আকাশ আর বৃষ্টি দুজনে পড়াশুনা করতো বাংলাদেশের নামকরা দুইটি বিশ্ববিদ্যালয়ে।তাদের পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রাম থেকে।তারপর বন্ধুত্ব অতঃপর প্রেম।তাদের প্রেমের সম্পর্ক প্রথমের দিকে বাড়ির সদস্যরা মেনে নেয় না।কিন্তু তাদের প্রেম টা পিউর ছিল।তাই তারা দুজন দুজনকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেনি।তাদের সম্পর্কের কিছুদিনের মধ্যেই তাদের বিবাহ সম্পন্ন হয়।বৃষ্টির বাড়ি থেকে মেনে নেয় তাদের দুজনকেই।আকাশ বৃষ্টিকে তাদের বাড়িতে নিয়ে যায়।আকাশের পরিবার বৃষ্টিকে মেনে নেয়।কিন্তু আকাশের মা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারেনা বৃষ্টিকে।সবার সামনে দেখায় যে সে মেনে নিয়েছে।এভাবে কিছুদিন যেতেই আকাশের একটি প্রাইভেট ফার্মে চাকরি হয়ে যায়।তারপর আকাশ বৃষ্টিকে নিয়ে কর্মস্থল যেখানে সেখানে বাসা নিয়ে থাকতে শুরু করে।এভাবে দুই বছর কেটে যায় তাদের সম্পর্ক ভালোই চলছিল। কিছুদিন পর পর আকাশ বৃষ্টি দুজনে মিলে তাদের বাবা মাদের দেখতে গ্রামের বাড়ি যায়।

সবকিছু ঠিকঠাক চলতে থাকে তাদের পরিবার সুখের মধ্যে দিয়েই যায়।কিন্তু আকাশের মায়ের মনে তো শান্তি নেই।সে বৃষ্টিকে কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারেনা।একদিন আকাশের মা কালো জাদু করেন এমন এক কবিরাজের বাড়ি যায় এবং সেখান থেকে বৃষ্টির জন্য একটি গাছ নিয়ে আসে।এজন্য যে ওই গাছটি বৃষ্টিকে খাওয়াতে পারলে তার ছেলের জীবন থেকে সরিয়ে দেওয়া যাবে।বৃষ্টিকে যেহেতু তারা মেনে নিয়েছে তাই তাদের উপর কোনো ধরনের সন্দেহ থাকেনা বৃষ্টির।আকাশের মা বৃষ্টিকে পায়েসের মধ্যে গাছটি মিশিয়ে খায়িয়ে দেয়।তারপর বৃষ্টি গ্রাম থেকে বাসায় যাওয়ার কিছুদিন পরেই অসুস্থ হয়ে যায়।আকাশ বিভিন্ন ডাক্তার দেখায় বৃষ্টিকে সুস্থ করতে কিন্তু কোনকিছুতেই কোনো কাজ হয়না।


এভাবে ছয় মাস কেটে যায় বৃষ্টির সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই শরীর একদম শুকিয়ে যায় দিনদিন।একপর্যায়ে গিয়ে বৃষ্টিকে তার বাবা মা বাড়িতে নিয়ে যায়।তারা গ্রামের এক ভালো কবিরাজের কাছে নিয়ে যায় বৃষ্টিকে।সেখানে গিয়ে জানতে পারে বৃষ্টিকে বিষাক্ত গাছ খাওয়ানো হয়েছে কোনো একটা মিষ্টান্নের মধ্যে মিশিয়ে।তারপর বৃষ্টি আকাশের মায়ের পায়েস খাওয়ানোর কথা বলে সবাইকে। কবিরাজসহ সকলেই বুঝে নেয় বৃষ্টির এই হালের জন্য দায়ী ব্যক্তি কে।একদম শেষ সময়ে তার কাছে নিয়ে আসা হয়েছে বৃষ্টিকে এখন আর কিছু করার নেই,জানিয়ে দেয় কবিরাজ।কবিরাজের বাড়ি থেকে আসার দুই সপ্তাহের মধ্যেই বৃষ্টি মারা যায়।কিন্তু পুরো বিষয় জেনেও কিছু করতে পারেনা বৃষ্টির বাবা মা।কারণ বৃষ্টির পারিবারিক অবস্থা খুব একটা ভালো না নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের। বৃষ্টির অকালে চলে যাওয়ায় আকাশ অনেকটা ভেঙে পড়ে।আকাশ তার চাকুরি টাও ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়।এভাবে এক বছর কেটে যায়।তারপর আকাশকে আবার বিয়ে দেন আকাশের মা।আকাশ তার নতুন স্ত্রী নিয়ে বৃষ্টির বাবা মায়ের সাথে দেখা করতে যায়।তখন বৃষ্টির বাবা মা আকাশকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে দেয়।এভাবেই কালো জাদুর মাধ্যমে বৃষ্টির নিষ্পাপ জীবন শেষ হয়ে যায়।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু ।আর হ্যা, এটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প ছিল।তাই সকলে সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন। আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 10 months ago 

যখনই এই জাতীয় ঘটনাগুলো চোখের সামনে আসে তখনই বেশ খারাপ লাগে। আর মনে হয় আমাদের দেশ আজ ও এই কুসংস্কার আসন্ন কার্যকলাপের মধ্যে ডুবে রয়েছে। যেখানে মানুষকে বাঁচার সুযোগ দেবে কিনা বরঞ্চ তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সেই কৌশল গুলো অবলম্বন করে। মানুষ সামান্য দুই দিনের জন্য পৃথিবীর বুকে আসে কিন্তু তারপরে কত প্রতিহিংসা তা বলে বোঝানো যায় না।

 10 months ago 

জি ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

গল্পটা পড়ে সত্যিই ভীষণ খারাপ লাগলো, বৃষ্টি এবং আকাশ বেশ ভালোভাবেই সংসার করছিল তা আকাশের মার সহ্য হলো না। কালো জাদু করে মেয়েটিকে কিভাবে শেষ করে দিল। তবে আকাশ বিষয়টি জেনেছিল কিনা জানতে পারলাম না ।আসলে যে যায় সেই যায় ।আকাশের কি হলো সে আবার নতুন একটি বউ পেয়ে গেল। আকাশে মায়ের কোন শাস্তিও হলো না। যাইহোক গল্পটি বেশ ভালো ছিল ।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

তারপর কি হয়েছিল আর জানা নেই আপু আমার।ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38