ফোকাস মিউজিক||

in আমার বাংলা ব্লগ7 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

man-5859643_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে কি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা পোস্টের টাইটেল দেখে বুঝতে পারছেন না নিশ্চয় বন্ধুরা।ফোকাস মিউজিক নামটি একটু কেমন লাগছে না আপনাদের ।আমিও যখন জেনেছিলাম আমারও অদ্ভুত লেগেছিল।তবে আমি ইউটিউব থেকেই এটি জেনেছিলাম।তাই আজকে কি বিষয় নিয়ে লিখবো ভাবতেই এই বিষয়টি মাথায় আসলো। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।

আমরা অনেকেই আছি যারা শব্দ দূষণ একদমই সহ্য করতে পারিনা।শুধুমাত্র শব্দ দূষণ না আমাদের আশেপাশে সাউন্ড করে কথা বলা আবার স্টুডেন্ট যারা আছি তাদের পাশে কেউ উচ্চস্বরে পড়লে আমাদের নিজেদের কোনো কাজে মনোযোগ দিতে খুবই সমস্যা হয়।এজন্য এই ফোকাস মিউজিক গুলো ব্যবহার করতে পারি আমরা এধরনের সমস্যাগুলো থেকে বাঁচতে।

যেকোনো মিউজিক শুনতে আমাদের চেতন মন এবং অবচেতন মন উভয়েই কাজ করে।কিন্তু এই স্টাডি মিউজিক বা ফোকাস মিউজিক গুলো আমাদের অবচেতন মনকে ব্যবহার করেনা।তাই আমরা খুব সহজেই এই মিউজিক গুলোর সাহায্যে চেতন মনকে কাজে লাগিয়ে যেকোনো কাজ সহজেই করতে পারি।বিশেষ করে যারা মেস বা হোস্টেলে থাকে তাদের এই মনোযোগ বিচ্ছিন্নতা সমস্যাগুলো বেশি রকম দেখা যায় আশেপাশের শব্দগুলোর কারণে।তারা চাইলেই খুব সহজেই এই মিউজিক গুলো ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন।এই মিউজিক গুলো হেডফোন ব্যবহারের মাধ্যমে কানে লাগিয়ে আপনারা খুব সহজেই যেকোনো পড়া বা কাজে মনোযোগ দিতে পারবেন।

এই মিউজিক গুলো শুধুমাত্র প্রাকৃতিক সাউন্ড সিস্টেম দিয়ে করা।আপনারা যারা বৃষ্টি পছন্দ করেন,তারা বৃষ্টির মিউজিক টি ডাউনলোড করে নিবেন।আর যারা প্রাকৃতিক সাউন্ড পছন্দ করেন তারা সেটি ডাউনলোড করে নিবেন।এজন্য ফোকাস মিউজিক বা স্টাডি মিউজিক লিখে ইউটিউবে সার্চ করলেই আপনি অনেক রকম অপশন দেখতে পাবেন তখন নিজের পছন্দ অনুযায়ী ডাউনলোড করে নিবেন।তো বন্ধুরা এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ফোকাস মিউজিক নিয়ে।আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 11th March,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রকাশ মিউজিক সম্পর্কে আমি এর আগে কখনো শুনিনি তবে আপনার এই পোস্ট পড়ে যা বুঝতে পারলাম তা হচ্ছে ফোকাস মিউজিক এমন একটা জিনিস যা প্রাকৃতিক সকল প্রকার সাউন্ড দিয়ে তৈরি করা হয় আর এটা শোনার পরে সবকিছুতে মনোযোগ ভালো ভাবে রাখা যায় , বাহ চমৎকার একটা সিস্টেম।

Posted using SteemPro Mobile

 7 months ago 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার পোস্ট দ্বারা অনেকটাই উপকৃত হলাম। বিভিন্ন প্রকৃতির সাউন্ড কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয় বা কোন চ্যানেলে পাওয়া যাবে সেটা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ওহ আসলে তো বেশ সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন আপনি ৷ এটা ঠিক যে শব্দ দূষন পড়াশুনা মনোযোগ সবকিছু তে বিরুপ প্রভাব পরে ৷ ফোকাস মিউজিক ব্যবহার করাই যায় ৷ বেশ দারুন একটা আইডিয়া ভাবছি একবার ট্রাই করেই দেখবো ৷ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ৷ ভালো থাকবেন এমনটাই প্রত্যাশা ৷

 7 months ago 

জি ভাইয়া ট্রাই করে দেখতে পারেন,ভালো লাগবে আশা করি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন আপু। ফোকাস মিউজিক ব্যবহার করে তো আমরা তাহলে বেশ উপকৃত হতে পারবো। আসলেই আশেপাশের শব্দ দূষণের কারণে অনেক সময় কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া যায় না। প্রয়োজনে অবশ্যই ফোকাস মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে নিবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 7 months ago 

ফোকাস মিউজিক বা স্টাডি মিউজিক আমার ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী ছিল, একটা সময় আপু। আমি যদিও সবসময় পড়ার সময় এই ফোকাস মিউজিক শুনতাম না, তবে যখন ম্যাথমেটিক্স করতাম তখন কানে হেডফোন দিয়ে এই ফোকাস মিউজিক বেশি শুনতাম। কনসেন্ট্রেশন খুবই সুন্দর পাওয়া যায় এই গুলো শুনতে শুনতে পড়াশুনা করলে ।

 7 months ago 

জি ভাইয়া আমিও মাঝে মাঝে ম্যাথ করার সময় শুনি,ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62720.27
ETH 2447.07
USDT 1.00
SBD 2.64