নাটক রিভিউ-যেন তোমারই জন্য||

in আমার বাংলা ব্লগ25 days ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম।অনেকদিন পর আজকে আপনাদের সাথে নাটকের রিভিউ পোস্ট শেয়ার করতে চলেছি।গতকাল নাটকটি দেখেছিলাম স্বল্প দৈর্ঘ্যের নাটকটি বেশ ভালো লাগলো।মাত্র চার দিনেই সাত মিলিয়ন ভিউ ক্রস করেছে নাটকটি।ইরফান সাজ্জাদ অভিনীত নাটক বেশ অনেকদিন পর দেখলাম।তার অভিনীত নাটক গুলো বেশ শালিন হয় আপনারা চাইলে দেখতে পারেন নাটকটি।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার নাটকের রিভিউ পোস্ট।

IMG_20240602_093744.jpg


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামযেন তোমারই জন্য
রচনা ও পরিচালনাজুবায়ের ইবনে বকর
টাইটেল ,সম্পাদনা এবং কালারসালাহ্ উদ্দিন
অভিনয়েসাদিয়া আইমান,ইরফান সাজ্জাদ, রকি খান আরও অনেকে
চিত্রগ্রহণএম ডি সাগর
প্রধান সহকারি পরিচালকআইমান হোসেন শুভ
মুক্তির তারিখ৩০-০৫-২০২৪
দৈর্ঘ্য৪০ মিনিট ১৫ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


নাটকটিতে অভিনীত নায়ক এর চরিত্রের নাম রাহাত আর নায়িকার নাম সোফিয়া।দুজনেই এক হোটেলে কাজ করেন।এখানে সোফিয়া হোটেলটিতে ম্যানেজার পদে এবং রাহাত ওয়েটার পদে কাজ করেন।রাহাত নতুন জয়েন করেন এখানে সোফিয়া পুরোনো ।যেহেতু রাহাত নতুন ,তাই কোনো কাজ ঠিকভাবে করতে পারছিলেন না।তাই কাস্টমারদের সাথে একটু ঝামেলায় পড়ে।যদিও এই ঝামেলার জন্য কাস্টমার নিজেই দায়ী।সোফিয়া এসে পুরো বিষয়টি ম্যানেজ করে।তারপরের সিনে দেখায়,হোটেলের চেয়ারম্যান রাহাতকে ডেকে অনেক কিছু বলছে সে সবকিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারছেনা।তারপর সোফিয়া এসে রাহাতকে ডেকে নেয় অন্য কাজের জন্য।তারপর দুজন একসাথে বেরিয়ে যায় বাড়ির পথে ।সেখানে যেতে যেতে তেলেভাজার দোকান থেকে সোফিয়ার পছন্দের চপ খায় দুজনে।তারপর সোফিয়া দাওয়াত করে পরের দিন তার বাসায় চা খেতে।

IMG_20240602_093405.jpg

IMG_20240602_093440.jpg

IMG_20240602_093454.jpg

IMG_20240602_093508.jpg

IMG_20240602_093520.jpg

রাহাত সোফিয়ার বাসায় ফুলের বুকে নিয়ে যায়।তারপর সোফিয়ার তৈরি বিভিন্ন ডেজার্ট আইটেম ট্রাই করে।কিছুক্ষণের মধ্যে বাড়িওয়ালা এসে সোফিয়ার বাসায় রাহাতকে উল্টাপাল্টা কথা বলে চা খেতে চায়। তারপর সোফিয়া তাকে চলে যেতে বলে।তিনি রাহাতের চলে যাওয়ার সময় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেন তখন রাহাত তাকে থাপ্পর বসিয়ে দেয় এবং সোফিয়া কে সম্মান করতে বলে।পরের দিন সোফিয়া রাহাতকে বাড়িওয়ালার পরিবর্তনের কথা বলে দুজনে একসাথে লাঞ্চ করে।

IMG_20240602_093532.jpg

IMG_20240602_093548.jpg

IMG_20240602_093619.jpg

IMG_20240602_093631.jpg

তারপর সোফিয়া ও রাহাতের মধ্যে ভালো বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক হয়।একদিন সোফিয়ার বাসায় তার বান্ধবী এসে রাহাতের পরিচয় জানান।রাহাত আসলে সোফিয়ার অফিসের চেয়ারম্যানের ছেলে।কিন্তু এই কথা রাহাত গোপন করে সোফিয়ার থেকে।সোফিয়া অনেক কষ্ট পায় সেজন্য রাহাতের সাথে আর কথা বলতে চায়না পরের দিন অফিসে গিয়ে।কারণ সোফিয়া ভাবে রাহাত তার সাথে টাইম পাস করেছে শুধুমাত্র।সেদিনই সোফিয়াকে চাকরি থেকে বরখাস্ত দেন চেয়ারম্যান তাদের প্রেমের সম্পর্ক ভাইরাল হয়ে যাওয়ায়।সোফিয়া তাকে বলে সে জানত না রাহাতের পরিচয়।কিন্তু কোনো কাজ হয়না।

IMG_20240602_093647.jpg

IMG_20240602_093700.jpg

এরপর রাহাত তার বাবাকে তাদের দুজনের প্রেমের কথা বলে ।কিন্তু রাহাতের বাবা মেনে নিতে চায়না।কারণ সোফিয়া রাহাতের চেয়ে অনেক দক্ষ।সে চায়না তার করা সম্রাজ্যে অন্য কেউ রাজত্ব করুক।কারণ তার ছেলে খুব একটা দক্ষ না।রাহাত তার বাবাকে বলে আমি আর বাড়ি ফিরতে চায়না।তুমি তোমার অর্থ সম্পদ টাকা পয়সা নিয়েই থাকো। জীবনের মানেই তুমি বুঝতে পারলে না।জীবন মানে শুধু কাজ নয়।তারপর সোফিয়ার কাছে গিয়ে রাহাত সোফিয়ার মান ভাঙায় ।এরপর দুজনে বিয়ে করে একটি রেস্টুরেন্ট ওপেন করে সেখানে রাহাতের বাবা আসে এবং তাদের শুভেচ্ছা জানায়।এখানেই নাটক শেষ হয়।

IMG_20240602_093757.jpg

IMG_20240602_093834.jpg

সবগুলো স্ক্রিনশর্ট- ইউটিউব থেকে নেওয়া হয়েছে

ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।এখানে একটি বিষয় হাইলাইট করা হয়েছে।জীবনের মানে শুধুমাত্র টাকা ,পয়সা না।সবসময় কর্মব্যস্ত সময় পার করতে গিয়ে পরিবারের সদস্যদের পাশে না থাকাটা একধরনের বোকামি।কারণ মানুষ তার কাছের মানুষের থেকে সময় চায়।জীবনটা উপভোগ করতে হলে অবশ্যই কাজের পাশাপাশি পরিবারের পাশে থাকতে হবে।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৮/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-2ndJune,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 25 days ago 

নাটক রিভিউ করতে আমার যেমন ভাল লাগে ঠিক অন্যের নাটক রিভিউ পড়তেও আমার খুবই ভালো লাগে। ঠিক তেমনি একটা সুন্দর নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন আপু আপনার সুন্দর এই নাটক রিভিউ দেখে আমি মুগ্ধ। বিশেষ করেন শিক্ষনীয় নাটকগুলো আমি খুবই পছন্দ করি।

 25 days ago 

ইরফান সাজ্জাদের প্রায় নাটকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বলতে পারেন ইরফান সাজ্জাদ আমার পছন্দের একজন অভিনেতা। তবে খুব করে প্রার্থনা করি আমি যেন প্রতিটা প্রেমের এমন একটা সমাপ্তি ঘটে যেমনটা আপনার পোস্টে বর্ণনা করেছেন। তবে নাটকটির মূল যেটা থিম ছিল টাকাই সবকিছু নয়। এই বিষয়টা আমার কাছে আরো দারুন লেগেছে। সব মিলিয়ে আপনার নাটক রিভিউ পোস্টটি অনেক বেশি সৌন্দর্যতা বহন করছে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে এরকম শিক্ষামূলক এবং সুন্দর নাটকটি রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 25 days ago 

ইরফান সাজ্জাদের একটা শর্ট নাটক দেখেছিলাম ক্লজ আপের গল্প দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিলো ওনার অভিনয়। আজ আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। প্রতিটি পয়েন্ট অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

নাটকের মাধ্যমে সুন্দর একটা শিক্ষা দিয়েছে। আসলেই জীবনের মানে শুধুমাত্র যে টাকা, তা নয় আমাদের টাকার পাশাপাশি নিজের পরিবারকেও সময় দিতে হবে। আমরা যদি সব সময় টাকার পিছে ছুটি তাহলে কিন্তু আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রিয় মানুষ হারিয়ে যাবে তাই জীবনকে উপভোগ করতে হলে আমাদের অবশ্যই কাজের পাশাপাশি পরিবারের পাশে থাকতে হবে। বেশ সুন্দরভাবে নাটক রিভিউ করেছেন।বেশ ভালো লাগলো।

 25 days ago 

সুন্দরএকটি কথা বলেছেন আপু জীবনে টাকা পয়সা সব ন। প্রতিটি মানুষ তার পরিবারের কাছ থেকে একটু সময় চায়।তোমার জন্য নাটকটির রিভিউ আমাদের সাথে শেয়ার করলেন দেখে ভালো লাগলো। সাদিয়া আইমান আর ইরফান সাজ্জাদ দুজনেই বেশ ভালো অভিনয় করে যদিও নাটকটি দেখা হয়নি। কিন্তু আজ আপনার নাটকের রিভিউটি দেখে নাটকটি দেখতে ইচ্ছে করছে। নাটকটির রিভিউ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু।

 25 days ago 

তোমার জন্য নাটকটি বেশ সুন্দর। আমি গত পরশুদিন নাটকটি দেখেছিলাম। আর আপনার রিভিউ টা দেখে আরো ভালো লাগল আপনি খুব সুন্দর ভাবে রিভিউটা দিয়েছেন। এ সময়েএ সাদিয়া আইমান বেশ চমৎকার নাটক করে যাচ্ছেন। আর ইরফান সাজ্জাদ তো আমার ছোট বেলাকার ক্রাস। এটি একটি ভিন্ন ধরনের নাটক এবং আপনার রিভিউটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ করার জন্যে।

 25 days ago 

ইরফান সাজ্জাদ অভিনীত নাটকগুলো খুবই সুন্দর হয়। আমি তার অভিনীত অনেকগুলো নাটক দেখেছি। তবে এখানে বাস্তব কিছু চিত্র তুলে ধরেছেন এই নাটকের মাধ্যমে। অধিকাংশ হোটেলে কাস্টমারই কোন না কোন ভাবে ওইটারদের সাথে বিবাদে জড়ায়। পরবর্তীতে তা অনেক বড় আকার ধারণ করে। যা আমরা এই নাটকের মাধ্যমে দেখেছি। বাস্তবসম্মত নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। এমন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এরকম নাটক গুলো দেখতে আমি অনেক অনেক পছন্দ করি। আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি দেখে নিবো। অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 25 days ago 

আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। যেন তোমারই জন্য এই নাটক টি আমি দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকের গল্প এবং দৃশ্যপট বেশ দারুন। ইরফান সাজ্জাদের অভিনন্দন দারুন ছিলো। আসলে এমন নাটক দেখতে খুবই ভালো লাগে। এত চমৎকার নাটক আমাদের মাঝে সুন্দর করে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47