নাটক রিভিউ-সুদ||

in আমার বাংলা ব্লগ2 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফিরে এলাম।আজকে আপনাদের মাঝে নাটকের রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।মুশফিক আর ফারহান এর নাটকগুলো বরাবর হাসির হয়ে থাকে।নাটকের নামটি দেখে বুঝতে পারছেন নিশ্চয় নাটকটি একটু অন্যরকম গল্প নিয়ে লেখা।চলুন বন্ধুরা শুরু করা যাক রিভিউ পোস্ট।

IMG_20240606_170612.jpg


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামসুদ
গল্প ও পরিচালনামেহেদী হাসান হৃদয়
মিউজিকরানা আকন্দ
অভিনয়েমুশফিক আর ফারহান,সামিরা খান মাহি ,রিমু রোজা খোন্দকার,শরিফুল ইসলাম আরও অনেকে
চিত্রগ্রহণমোশতাক মোর্শেদ
মুক্তির তারিখ০৬-০৬-২০২৪
দৈর্ঘ্য৩৬মিনিট ৫৮ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


যেহেতু নাটকটির নাম সুদ।তাই সুদকে কেন্দ্র করে নাটকটি লেখা করা হয়েছে।একজন সুদখোর ব্যক্তি যার নাম নান্টু ,যিনি তার লোক আছে বলে লোকজনদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে টাকা ধার দেন বেশি টাকায় সুদ ধরে।নাটকের প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ছাগলের দড়ি দেওয়ার খুটা খুলে দিচ্ছেন যাতে ছাগল অন্যের জমি নষ্ট করে দেয়।তিনি সেই সুদখোর নান্টু।খুটা খুলে দিয়ে জমির মালিক বিল্লাল তার ভাই এর কাছে গিয়ে আর এক ভাই সবুজ এর নামে দুর্নাম করে এবং ঝামেলা সৃষ্টি করে।তখন বিল্লাল গিয়ে ছাগল গুলোকে বেঁধে রাখে তার বাড়িতে।

IMG_20240606_170931.jpg

IMG_20240606_170914.jpg

IMG_20240606_170855.jpg

কিছুক্ষণ পরেই দেখা হয় তার আরেক ভাই সবুজ এর সঙ্গে।মূলত এই চাগুলগুলো সবুজ এর।তাকে তিন হাজার টাকা ধার দিয়ে সুদ ধার্য করেন।সবুজ তার ছাগল গুলো বিল্লালের বাড়ি ছাড়াতে যায় সেখানে তাদের মধ্যে মারপিট হয়। তারা আহত হয় এবং এই ঘটনা গুলোর মূলে যে নান্টু দায়ী সেটা বুঝতে পারে ।তারপর নান্টুর বাড়িতে গিয়ে মারতে গেলে নান্টু তার বউকে এগিয়ে দেয়।তার বউ খুবই ডেঞ্জারাস কারণ তিনি ডাকাতের মেয়ে।সবাইকে মেরে আরো আহত করে দেন তার বউ।

IMG_20240606_170816.jpg

IMG_20240606_170714.jpg

রাতে পুলিশ আসলে বিচার বসলে নান্টুর বউ সব ব্যাপার মিটমাট করে ফেলেন।তখন নান্টু বলেন ওইযে তার লোক আছে তাই কিছু করতে পারবে না কেউ।তারপর দোকানদার এবং নান্টুর মধ্যে সুদের টাকা নিয়ে ভেজাল সৃষ্টি হয়।তখন তার বউকে নিয়ে এসে তিনি দোকানদার কে মার খাওয়ান।যেকোনো ঝামেলায় নান্টু তার বউকে এগিয়ে দিয়ে সমাধান করে থাকেন।আর তার লোক আছে বলেন।

IMG_20240606_170651.jpg

IMG_20240606_170635.jpg

IMG_20240606_170554.jpg

নান্টুর বউ বাড়ির উঠান ঝাড়ু দিয়ে পাতা অন্যের দুয়ারে দিলে তাদের মধ্যে আবারও ঝামেলা হয়।তখন তারা বাড়ির জমি মেপে ভাগ করেন পুলিশের পরামর্শে।তখন নান্টুর বাড়ির বাইরে যাওয়ার রাস্তা থাকেনা তখন সে দাগ মুছে মাপা অংশ বাতিল করতে চান।এরপরের দৃশ্যে দেখায় নান্টু তার ভাতিজা কে বিয়ের জন্য ৩০,০০০ টাকা সুদে ধার দেন।ধারের টাকা নিয়ে বিয়ে করে এলে সে বাবার হাতে মার খান।এভাবে করে নান্টুর যন্ত্রণায় গ্রামবাসী অনেক বিরক্ত হয়ে যান।তারপর সবাই মিলে তাকে মারতে আসেন।নান্টু তার বউকে এগিয়ে দিতে গেলে দেখে তার বউ পালিয়েছে।একপর্যায়ে নান্টু মার খান এবং নাটক এখানেই শেষ হয়।

IMG_20240606_185508.jpg

IMG_20240606_185402.jpg

সবগুলো স্ক্রিনশর্ট- ইউটিউব থেকে নেওয়া হয়েছে

ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।এখানে সুদখোর এর বিষয়টি উল্লেখ করা হয়েছে।তাদের আচরণ কেমন হয়ে থাকে। গ্রামবাসিরা সুদখোর এর যন্ত্রণায় বিরক্ত হয়ে একপর্যায়ে গিয়ে স্টেপ নেন।সুদ একটি হারাম বিষয়।সমাজ ব্যবস্থা এবং ধর্মে সুদকে নিষিদ্ধ করা হয়েছে।সব মিলিয়ে স্বল্প দৈর্ঘ্যের নাটকটি বেশ ভালো লেগেছে আমার।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৮/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-6thJune,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 months ago 

বাস্তব একটি বিষয় নিয়ে নাটকের গল্পটা তৈরি করা হয়েছে। মাঝেমধ্যে ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে ভালই লাগে। তবে এই নাটকটা আমার দেখা হয়নি। আপনার রিভিউয়ের মাধ্যমে সম্পূর্ণ গল্পটা জেনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো নাটকের গল্পটা উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

সুদ বিষয়টা একেবারেই খারাপ। এটি মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। আমার কাছে ফারহানের নাটক গুলো দেখতে অসম্ভব ভালো লাগে। ফারহানের সব রকমের অভিনয় অনেক সুন্দর হয়ে থাকে। যে অভিনয় করার জন্য বলে তার ওই অভিনয়টাই একেবারে পারফেক্ট। এই নাটকটা আমি দেখিনি, কিন্তু আপনার রিভিউর মাধ্যমে পুরো কাহিনী জেনে নিতে পেরে অনেক ভালো লেগেছে। তবে সময় পেলে নাটকটাও দেখবো।

 2 months ago 

আমার সব থেকে পছন্দের অভিনেতার মধ্যে ফারহান হচ্ছে সর্বপ্রথম। ফারহান আমার এত বেশি পছন্দের যে, তার বেশির ভাগ নাটক আমি দেখেছি। কিন্তু তার এই নাটকটা এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। কিন্তু নাটকটার পুরো কাহিনী আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সুদ একটা মানুষকে যেভাবে ধ্বংস করে যেরকম ভাবে অন্য কিছু ধ্বংস করে না। তাই সবার উচিত এই সুদের থেকে সবসময় দূরে থাকা।

 2 months ago 

আসলে বর্তমানে এই মুশফিকের নাটকগুলো খুব পপুলারিটি পাচ্ছে। যখন আপনার নাটকের রিভিউটি করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আজকে অবশ্যই নাটকটি দেখব। আসলে বাংলাদেশ নাটক আমার কাছে অনেক বেশি প্রিয়। আপনি এই নাটকটির সংক্ষিপ্ত বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

চমৎকার একটি নাটক রিভিউ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুদ নাটকটা আমার কখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ এর মধ্য দিয়ে বিস্তারিত জানতে পেরেছি নাটকটা সম্পর্কে। যেকোনো মুহূর্তে দেখার চেষ্টা করবো আমি।

 2 months ago 

আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। মুশফিকের নাটক সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি। তবে নাটকের রিভিউ পড়ে দেখে খুবই ভালো লাগলো। সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ বেশ অসাধারণ হয়েছে আপনার এই নাটকের রিভিউটি। অসাধারণ ভাবে আপনি এই নাটক এখানে ফুটিয়ে তুলেছেন৷ এই নাটকটি রিভিউ এখানে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66