আপডেট জরুরি||

in আমার বাংলা ব্লগ10 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


update-1672385_1280.jpg

ছবির উৎস


আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে লিখতে চলেছি,এতক্ষণে নিশ্চয় বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন বন্ধুরা।আপডেট শব্দটির সাথে আমরা সবাই পরিচিত।বর্তমান যুগের সাথে সবকিছুই আপডেট হচ্ছে।এই আপডেট আমাদের জন্য অবশ্যই ভালো।কিন্তু কিছু কিছু বিষয় আবার অনেকটা সময় আমাদের চলার পথকে অমসৃণ করে তোলে।এই ধরুন পুরনো জিনিসে আমরা যতটা কমফোর্ট ফিল করি নতুন জিনিসে মানিয়ে নিতে আমাদের কিছুটা ঝামেলায় পড়তে হয়।এটা অবশ্যই সঠিক যে,সময়ের সাথে সবকিছুর আপডেট আমাদের জীবনকে কিছুটা হলেও পরিবর্তনের দিকে ধাবিত করে ।আজকে আপনাদের মাঝে হঠাৎ এই বিষয় নিয়ে লিখতে এলাম এজন্য যে।

কিছুদিন আগে আমার ল্যাপটপ হঠাৎ করে আপডেট নিয়ে নিয়েছে।আপডেট চেয়েছে আমি সেভাবে দিয়েছি তারপর ল্যাপটপ পুরোপুরি অফ হয়ে যায় । কিন্তু পরের দিন সকালে দেখি ল্যাপটপ ওপেন হলো আর উইন্ডোজ ১০ থেকে ১১ প্রো তে আপডেট হলো।এবার উইন্ডোজ ১১প্রো তো পুরোপুরি নতুন।আমি যেহেতু ১০ ইউজ করতাম আগে সবকিছু আমার সহজ লাগতো।কিন্তু এখন অনেকটা নতুন লাগছে।এতে যেটা হয়েছে আগে ডিস্ক ক্লিন করে নিতাম পুরো ল্যাপটপ রিফ্রেশ দিতে পারতাম যখন তখন।এখন আর এটা পারছিনা।তাই আবার নতুন করে উইন্ডোজ ১০ দিয়ে আনতে হবে।ল্যাপটপ দুই বছরের কাছাকাছি কেনা হয়েছে কিন্তু উইন্ডোজ দেওয়া হয়নি এখনও।তাই নতুন করে উইন্ডোজ দিতে হবে।আপডেট উইন্ডোজে সুবিধা থাকলেও আমার কাছে অসুবিধা লাগছে।এটা গেল আমার ল্যাপটপ এর গল্প।

GridArt_20231012_172233667.jpg

এবার আপডেট ক্যালকুলেটর এর গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক চলুন।আমি আগে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতাম যেটা সেটা ইউজ করতে আমার সুবিধা হতো।কারণ নবম থেকে এইচএসসি পর্যন্ত একটা ক্যালকুলেটর ইউজ করেছি। তাই সব ফাংশন আমার জানা ছিল।আর ক্যালকুলেটর টা অনেক ভালো ছিল।অনেক দিন ব্যবহার করেছিলাম তাও কোনো সমস্যা হয়নি।দুর্ভাগ্যবশত ক্যালকুলেটর টা আমি হারিয়ে ফেলি ।কিন্তু কোথায় হারিয়েছি সেটাও আমার অজানা।পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তখন হয়তো মেস বা পরীক্ষার হলে রেখে এসেছিলাম।

এবার অনার্সে ভর্তি হওয়ার পর সাইন্টিফিক ক্যালকুলেটর আর একটা নিয়েছি এটাও ভালো।কিন্তু এটা সর্বশেষ আপডেট ক্যালকুলেটর এটাই সুবিধাও অনেক।যারা ইউজ করে এই ক্যালকুলেটর তাদের জানা বিষয়টি।কিন্তু আমার ক্ষেত্রে তো অসুবিধা হয়ে গেছে আমি আপডেট জিনিসে অতোটা মানিয়ে নিতে পারছিনা।অনেক ফাংশন আমার অজানা। কারো থেকে শুনে তারপর শিখতে হচ্ছে।তাই সময়ের সাথে নিজেকেও আপডেট করে তুলতে হবে যেকোনো জিনিসে পারদর্শী হতে পারলে তবেই না ভালো।আপনাদেরও কি আমার মতো আপডেট জিনিস ব্যাবহার করতে অসুবিধা হয় ?কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশননিজ বাসস্থান

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 10 months ago 

তার মানে আপনি আপনার ব্যবহৃত জিনিষ পত্র আপডেট করেছেন কিন্তুু নিজে আপডেট হতে পারছেন না,হে হে হে। যুগের সাথে জিনিষ পত্রের সাথে ধীরে ধীরে নিজেও আপডেট হতে হবে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38