জীবন গতিশীল এই ধরণীতে||

in আমার বাংলা ব্লগ4 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


vietnam-8047523_1280.jpg

ছবির উৎস

আজকে পহেলা ফাল্গুন ।বাংলা একটি নতুন মাস শুরু হয়ে গেল সেই সাথে প্রকৃতিতে ধরা দিল ঋতু রাজ বসন্ত।বসন্তকে ঋতুর রাজা বলা হয়ে থাকে।একটি বছর শেষ হয় ছয়টি ঋতু কে বিদায় জানিয়ে।বাংলা দুই মাস নিয়ে এক একটি ঋতু গঠিত হয়।আমরা বাঙালিরা আসলেই অনেক সৌভাগ্যবান ঋতুচক্রের এই পরিক্রমায় সবগুলো ঋতুকেই উপভোগ করে থাকি আমরা।গ্রীষ্মকালের অতিরিক্ত গরম,শীতকালের হাড়কাঁপানো ঠান্ডা,বর্ষার অথৈ জল।সব মিলিয়ে সুন্দর অনুভূতি জাগে আমাদের হৃদয়ে।আমাদের জীবনে সময় প্রতিনিয়ত ফুরিয়ে যায়। বছরের পর বছর আসে,প্রকৃতি রূপ বদলায় ,মানুষ রঙ বদলায়,ইচ্ছে গুলো পরিবর্তন হয়।আগের বছর থাকা মানুষেরা নতুন বছরে হারিয়ে যায়।এটাই প্রকৃতির নিয়ম আমাদের সময়ের সাথে সবকিছু ভুলে বর্তমান কে নিয়ে এগিয়ে যেতে হয়।

গত বছর আজকের দিনে এতক্ষণ নানিকে দেখতে বেরিয়ে পড়েছিলাম।তাই এই দিনটি মনে আছে।অথচ আজকের দিনে তিনি আর নেই।যদিও তিনি অসুস্থ ছিলেন কিন্তু তারপরেও তো ছিলেন বাড়িতে।সপ্তাহ ,মাস বছরে একদিন হলেও অন্তত তার খবর নেওয়া যেত।কিন্তু এখন আর সেটি সম্ভব নয়।আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন আমরা নিজেদের জীবন অন্যের হাতে তুলে দিতে পছন্দ করি নিজের সক্ষমতা থাকা সত্বেও।অর্থাৎ নিজের ভালো মন্দের দায়িত্ব অন্যকে দিলেই যেন বেঁচে যায়।কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয় ।

আমাদের জীবনে করা ছোট্ট ভুলগুলো যখন আমরা নিদ্দিষ্ট সময়ের শেষে গিয়ে বুঝতে পারি সেই মুহূর্তে আর কিছু করার থাকেনা।পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।তাই আমার মনে হয় নিজেদের ভালোটা নিজেদের বুঝতে হবে।অন্যের ভালো মন্দ ভাবার অত দরকার কি আছে । যার জীবন সে নিজের মতো করেই গঠন করবে।তাছাড়া সৃষ্টিকর্তা রয়েছেন সবার ভালো মন্দ দেখার জন্য।

অনেক সময় আমাদের অর্থ থাকলেও আমরা অর্থের যথার্থ ব্যবহার করতে জানিনা অর্থাৎ ভুল পথে বিনিয়োগ করে ফেলি। পরবর্তীতে যার খেসারত আমাদের নিজেদের জীবনে দিয়ে যেতে হয়।আর যখন শেষে গিয়ে কোনো পথ খুঁজে পাইনা তখন ভাগ্যের দোষ দিই।আমাদের আশেপাশে আমাদের নিজের মানুষ থাকলেও সবার ভিতর সমান মনুষ্যত্ব থাকবে ব্যাপারটা এরকম কখনোই না। একটি পরিবারে যদি ছয়জন সদস্য থাকে।যেখানে বাবা মা এবং অন্যরা চারজন সন্তান সন্ততি।তো এই চারজন সন্তানের সবাই কিন্তু কখনোই একই রকম হবেনা।এদের এক একজনের বৈশিষ্ট্য এক একরকম হবে।যেমন কেউ নীতিবান হবে,কেউ লোভী হবে,কেউ উদাসীন হবে আবার কেউ বা মনুষ্যত্ব জ্ঞানহীন হবে।তাই আমাদের সকলের উচিত নিজেদের নিরাপত্তা আগে নিশ্চিত করে তারপরে অন্যের কথা ভাবা।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 14th February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

হ্যাঁ একদম সঠিক কথা আপনি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। আমি ছোট থেকে একটি জিনিস লক্ষ্য করে দেখছি যাদের বুদ্ধি আছে তোদের জমি জায়গা সম্পদ নেই আর যাদের সম্পদ জমি জায়গা রয়েছে তাদের বুদ্ধি নেই। আসলে মানুষের জীবনটা সংগ্রামীম ময় তবে অনেক সময় ভুল পথে সংগ্রাম করে অর্থ বিনিয়োগ করে ফেলে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66161.45
ETH 3566.85
USDT 1.00
SBD 3.11