২,০০০ স্টিম পাওয়ার আপ টার্গেট পূরণ করতে পেরে আমার অনুভূতি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।


to-travel-4022680_1280.jpg

ছবির উৎস
আমি আগামী ডিসেম্বর সিজন ৩ -এ ২,০০০ স্টিম পাওয়ার আপের টার্গেট নিয়েছিলাম।আর আজকে আমার টার্গেট পূরণ হয়েছে।যা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়।তাই আপনাদের সাথে মনের অনুভূতি শেয়ার করতে হাজির হয়ে গেলাম বন্ধুরা।আজকে দীর্ঘ এক বছর এর বেশি সময় আমি আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সাথে যুক্ত রয়েছি।যেটা আমার জন্য আবেগের একটি জায়গা।প্রথমে যেদিন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়েছিলাম। আমার স্টিম পাওয়ার মাত্র ১৫ ছিল।তখন ভাবতাম সকলের এতো স্টিম পাওয়ার আর আমার এতো অল্প।আদৌ কি আমার স্টিম পাওয়ার বাড়বে কখনো।আজকে এক বছর পর আমার বর্তমান স্টিম পাওয়ার ২,০০০।যদি এতদিন লেগে না থাকতাম তাহলে হয়তো এই আনন্দ অনুভুতি শেয়ার করা হতো না আপনাদের সাথে।কারণ আমার ব্যাচের অনেকেই বর্তমান কমিউনিটির সাথে যুক্ত নেই।কিন্তু আমি এখনো আছি আর আগামীতেও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

GridArt_20230914_220908044.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়ে নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি।তার মধ্যে সবথেকে বড়ো পরিবর্তন যেটা হয়েছে আমার, সেটা হচ্ছে ধৈর্য্য ধারণ করতে শেখা।আমি বড্ড অস্থির স্বভাবের মানুষ।আজ পর্যন্ত কোনো কিছুতেই এতদিন লেগে থাকতে পারিনি।প্রথম প্রথম একটা জিনিস খুবই ভালো লাগে।তার জন্য কষ্ট করতে প্রস্তুত থাকি।কিন্তু সময় যখন বৃদ্ধি পেতে থাকে প্রথম দিনের মতো সেই ভালো লাগাটা আর কাজ করেনা।কোনো জিনিস ভালো না লাগলে সেখান থেকে পরিত্রাণ করতে দুবার ভাবিনা আমি।এই প্রথম কোনো কমিউনিটি বা পরিবার যেখানে আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে।যদি কোনো ব্যস্ততায় বা সমস্যায় পোস্ট না করি বা ডিসকোর্ড এ একদিন না যায় তাহলে কোথাও একটা শুন্যতা কাজ করে মনের অজান্তেই।অবশ্যই বলতে পারেন এখানে আর্থিক ব্যপার জড়িত এজন্য।হ্যা,এটা একদম ঠিক কথা আর্থিক ব্যপার জড়িত রয়েছে এখানে।একটি সুন্দর জীবন গঠনের জন্য অবশ্যই অর্থের প্রয়োজন।সবচেয়ে বড় কথা মানুষ অর্থের প্রয়োজনেই কাজ করে। গল্পে শুনেছি,টাকা দেখলে কাঠের পুতুল হা করে।আর যেখানে কাঠের পুতুলের কোনো প্রাণ নেই।আর প্রাণহীন দেহে কোনো প্রয়োজন থাকেনা।আমি তো সাধারণ মানুষ।জীবিকা নির্বাহের তাগিদে হলেও আমার অর্থ দরকার।

এখন মার্কেট এর যা অবস্থা সেটা আমরা সকলেই জানি।অবশ্য আমি যখন এসেছি তখন থেকেই এই অবস্থা।কখনো ভালো ছিল এটা শুনেছি মাত্র, দেখা হয়নি।তাই শুধুমাত্র আর্থিক দিক দেখলে এখানে হয়তো এতোদিন থাকতে পারতাম না।একদিন আমাদের কমিউনিটির হ্যাং আউট অনুষ্ঠানে @rme দাদা বলেছিলেন, শুধুমাত্র অর্থের জন্য ব্লগিং করলে বেশিদিন হয়তো টিকে থাকতে পারবেন না এই প্লাটফর্মে। যদি শখের জন্য করেন তাহলে অনেকদিন টিকে থাকতে পারবেন।এই কথাটা পুরোপুরি সত্য যেটা আমার মনে হয়েছে।কারণ কমিউনিটি তে এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলেও বেশ সময় দিতে হয় এখানে ।এই সময় যদি বর্তমান অবস্থায় অন্য কোথাও দেওয়া যায় তাহলে হয়তো ভালো ইনকাম নিশ্চিত করা যায়।কিন্তু আমরা ইউজাররা এখানেই লেগে আছি।তাই শুধু অর্থের জন্য পড়ে থাকা বললে ভুল হবে।আমাদের সকলের জন্য এক ভিন্ন অনুভূতির জায়গা আমার বাংলা ব্লগ। আর এই পরিবার গঠন করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদাকে।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আপনার টার্গেট পরিপূর্ণ হওয়ার জন্য। আপনার ২০০০ স্টিম পাওয়ার আপের টার্গেট পরিপূর্ণ হওয়াতে অনেক খুশি হলাম৷ ডিসেম্বর এর আগেই আপনি আপনার টার্গেটকে পরিপূর্ণ করে ফেলেছেন যা আপনার জন্য খুবই ভালো। পরবর্তী টার্গেট গুলো খুবই অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ করার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রথমে আপনাকে আপু অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি ২০০০ স্টিম পাওয়ার আপ পূর্ণ করেছেন। আসলে পাওয়ার বৃদ্ধি করার আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনি আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। পাওয়ার বৃদ্ধি করার অনুভূতি শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ২,০০০ স্টিম পাওয়ার অর্জন করার জন্য। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন আপু। এই পথে হাঁটা মোটেই সহজ কাজ ছিলো না শুরুতে। তবুও সবকিছুর জন্য আমাদের কমিউনিটির ফাউন্ডার সহ সকল এডমিন মডারেটরদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। কারণ উনাদের এমন সাপোর্ট না থাকলে কখনোই এই পর্যন্ত আমরা আসতে পারতাম না। যাইহোক এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন সেই কামনা করছি।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এই ডিসেম্বর এ আপনি ২০০০ স্টিম করার টার্গেট নিয়েছিলেন আর সেটা আজকে পূরণ করে ফেললেন এটা জেনে খুবই ভালো লাগলো আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যেন পরবর্তীতে আরও বড় টার্গেট গ্রহণ করতে পারেন এবং সেটা পূরণ করতে পারেন।

 last year 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি ২০০০ এসপি পূরণ করার জন্য। আমিও আমার বাংলা ব্লগে যখন যুক্ত হয়েছিলাম তখন আপনার মতোই ভাবতাম। যাই হোক আপনার ২০০০ এসপি পূরণ করতে পেরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপু। আসলে যে কোনো টার্গেট পূরণ করতে পারলে অনেক বেশি আনন্দ লাগে।

 last year 

জি একদম,ধন্যবাদ ভাইয়া ।

 last year 

অনেক ভালো লেগেছে আপনি টার্গেট পূরণ করতে পেরেছেন তা জানতে পেরে। কারণ আপনি ২০০০ এসপি টার্গেট নিয়েছিলেন সেটা আমি জানি। তবে আপনার টার্গেট যে পূরণ হলো সেই জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করি নতুন টার্গেট নিয়ে এগিয়ে যাবেন আবারো।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

দারুন একটা অনুভূতির গল্প পড়ে ফেললাম। আমাদের জীবনে কিছু কিছু অনুভূতি থাকে যে অনুভূতিগুলো কখনো ভাষায় বলে প্রকাশ করা যায় না। ঠিক তেমনি ভাবে আপনি আমাদের মাঝে যেই অনুভূতি তুলে ধরেছেন তাতে মনে হয়েছে যে যতই বলছেন না কেন ততই কম হয়ে গিয়েছে কারণ আপনি আপনার টার্গেট টা পূরণ করে ফেলেছেন ইতিমধ্যে। যেহেতু প্রথম টার্গেট পূরণ হয়েছে তাই আপনার দ্বিতীয় একটা টার্গেট নেওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই টার্গেটকে উদ্দেশ্য করে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জি ঠিক বলেছেন একদম।ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে আপনার জন্য অভিনন্দন আপনি ২০০০ স্টিম পাওয়ার আপ করেছেন। সত্যিই আপনি চেষ্টা করেছেন বিদায় এক বছরের মধ্যে আপনি ২০০০ এসপি পাওয়ার আপ করতে পেরেছেন। যখন এই কমিটিতে নতুন ছিলেন তখন আপনার পাওয়ার ছিল মাত্র ১৫ স্টিম। আর সেখান থেকে আপনি আজ ২০০০ স্টিম পাওয়ার আপ এর মালিক হয়েছেন। আসলে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এগিয়ে যান সামনের দিকে আরো অনেক দূর যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার কাঙ্খিত লক্ষ্য ২ হাজার এসপি পাওয়ার আপ করার জন্য। আপনি চেষ্টা করেছেন বিদায় আজ এই অবস্থানে আসতে পারলেন। আমরা সবাই জানি পাওয়ার আপ করলে আমাদের নিজের জন্য সুবিধা হয়। এই প্লাটফর্মে যখন আপনি যুক্ত হয়েছেন তখন আপনার পাওয়ার আপ ছিল মাত্র 15 স্টিম। আজ এক বছর পূর্ণ হওয়ার আগে আপনি ২০০০ স্টিম পাওয়ার আপ করে ফেলেছেন। আমি নিজেও পাওয়ার আপ করে আমার ২০০০ এসপি লক্ষ্য ছিল তাহা পূরণ করতে পেরেছি। দোয়া করি ডিসেম্বরের আগে যেন আরো বড় করে পাওয়ার আপ এর ক্ষমতা বৃদ্ধি করতে পারেন।

 last year 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68481.33
ETH 2722.20
USDT 1.00
SBD 2.75