রাজবাড়ী শহরে আজকের দিনটা||

in আমার বাংলা ব্লগ11 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


IMG20231002111232.jpg


গত রবিবার কলেজ যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া সম্ভব হলোনা আম্মুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ায়।তাই বান্ধবী মোহনা কে বলে রেখেছিলাম সোমবার যাবো কলেজ।তো যথারীতি আমি কলেজের উদ্দেশ্যে নয়টার আগেই বেরিয়ে পড়ি।যেহেতু আমার ট্রেন টাইম ৯ টা ২৫ মিনিট।স্টেশনে যাওয়ার পর মোহনার সাথে কথা হলে বললো আমার সাথেই ট্রেনে যাবে।আমার স্টেশনের এক স্টেশন পর মোহনার স্টেশন।তাই ওকে বলে দিলাম আমি প্রথম বগিতে থাকবো।তারপর ট্রেন ঠিক সময় মতো আসলে আমি প্রথম বগিতে উঠলাম।মোহনা ওর স্টেশন থেকে উঠলো।আমরা রাজবাড়ী পৌঁছে প্রথমে কম্পিউটার এর দোকানে গেলাম ।কারণ আমাদের ফর্ম ফিলাপ করতে হবে ইমপ্রুভমেন্ট পরীক্ষার।দুজনে মিলে ফর্ম তুললাম আর রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি করলাম।তখন শুনতে পেলাম এবার সব কার্যক্রম অনলাইনে হবে। কলেজে গিয়ে শুধু জমা দিতে হবে জাস্ট ওই রিসেট টা।

IMG20231002111352.jpg

তো তখন টাকা পেমেন্ট করতে দোকানদার আঙ্কেল আমার রেজিস্ট্রেশন নম্বর চাইলে আমি নম্বর বললাম।তখন আমার আইডি তে পেমেন্ট পেইড দেখাচ্ছিল।কিন্তু আমি কোনো পেমেন্ট করিনি এর আগে অনলাইনে। পরে আর একবার ট্রাই করতে বললাম আঙ্কেলকে।তিনি করলেন আবারও একই অবস্থা দেখতে পেলাম।তারপর মোহনার রেজিস্ট্রেশন নম্বর চেক করতে বললাম সেখানে পেমেন্ট আন পেইড দেখালো।আর এমাউন্ট টা হিউজ দেখালো ৩০০০ টাকার মতো যেহেতু ইমপ্রুভ পরীক্ষা তাই এতো টাকা লাগার কোনো প্রশ্নই আসেনা।তারপর আমরা দুজনেই ওই দোকান থেকে বেরিয়ে অন্য দোকানে গিয়ে বললাম সমস্যার কথা।সেই দোকানদার ভাই আমাদের বললো কলেজের আইসিটি ভবনে যোগাযোগ করতে কোড আসছেনা এজন্য নাকি এরকম হয়েছে।


IMG20231002115524.jpg


তারপর কলেজে গিয়ে আইসিটি ভবনে যেতে গিয়ে জানতে পারলাম কলেজ বন্ধ।আজকে কোনো অফিসিয়াল কার্যক্রম হবেনা।তাই কি আর করা দুজনে মিলে কলেজ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফুসকা খেতে গেলাম।সেখানে গিয়ে ফুসকা খাওয়ার পর আমাদের হাতে আরো ১৫ মিনিট সময় ছিল তখন পনে ১২ টা বেজে ছিল। আমি ১২ টার মধ্যে স্টেশনে থাকতে চেয়েছিলাম এজন্য যে আমার ট্রেন টাইম ছিল ১২ টা ৩০ মিনিট।কিন্তু মোহনা এই ট্রেনে আসতে পেরেছিল না কারণ ওর স্টেশনে এই আন্তঃনগর ট্রেন দাড়ায় না।সকালে একসাথে আসতে পেরেছিলাম কারণ ওইটা লোকাল ট্রেন ছিল।তাই আমি মোহনাকে বললাম,এই সামনের রাস্তায় কি আছে চলো যায় দেখে আসি।রাজবাড়ী শহর আমার অপরিচিত কিন্তু ওর পরিচিত ও এইচএসসি রাজবাড়ী থেকেই করেছিল তাই।তারপর দুজনে মিলে একটু হাঁটতেই দেখতে পেলাম রাজবাড়ী সরকারি গার্লস হাই স্কুল।আমরা স্কুল গেইটের ভিতরে প্রবেশ করলাম এবং অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করলাম।সেখানে ফুল গাছ ছিল সেগুলো না হয় আগামী কোনো পোস্টে শেয়ার করবো বন্ধুরা।আজকে লেখাটি বেশ বড়ো হয়ে যাচ্ছে।



ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী শহর

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু । আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 11 months ago 

আপনি রাজবাড়ীতে বেশ ভালোই সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু আমাদের ফরিদ পুরের মানুষের রাজবাড়ীর দিকে কমই যাওয়া হয়। আপনি আপনার বান্ধবী মোহনার সাথে ট্রেনে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি বান্ধবীদের সঙ্গে নিয়ে ঘুরার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

জি ধন্যবাদ আপু।

 11 months ago 

আজকে আপনি খুব সুন্দর ভাবে রাজবাড়ীর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আমাদের মাঝে যেখানেই আপনাদের কলেজ সেখান থেকে ফুলের ফটোগ্রাফি করেছেন। যেহেতু আজকে ছুটির দিন ছিল সেটা আপনার জানা ছিল না। তবে উপস্থিত হয়ে মোটামুটি ভালো কাজ করেছেন কিছু ফটোগ্রাফি এবং সে বিষয়ের পোস্ট আমাদের মাঝে তুলে ধরতে পেরেছেন।

 10 months ago 

শেষের ছবিটা রাজবাড়ী গার্লস হাই স্কুলের।কলেজের কোনো ছবি আপলোড দেওয়া হয়নি ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনি রাজবাড়ীতে বেশ ভালোই সময় কাটিয়েছেন আপু জেনে অনেক ভালো লাগলো। রাজবাড়ীতে মুহূর্ত গুলো বেশ সুন্দর ভাবে উপভোগ করেছেন। রাজবাড়ীর বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আসলে টেনে ভ্রমণ করার অনুভূতি সত্যি বেশ অসাধারণ। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 months ago 

জি ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

তাহলে তো আজকে রাজবাড়ী শহরে দিনটা খুবই ঘোরাঘুরির মধ্যে গেল। যেহেতু কলেজে গিয়ে ব্যর্থ হলেন। তাছাড়া কম্পিউটারে কাজ করতে গিয়ে ব্যর্থ হলেন। তো তাহলে ঘোরাফেরা করলেন। এছাড়া মজার মজার ফুচকা খেলেন। সুন্দর ফটোগ্রাফি নেওয়ার সুযোগ হল। মুহূর্তটি খুব সুন্দরভাবে শেয়ার করলেন ভালো লাগলো পড়ে।

 10 months ago 

জি আপু,ব্যর্থ হয়ে ছিলাম।এই প্রথমবার কলেজ থেকে কোনো কাজে গিয়ে ব্যর্থ হয়ে আসতে হয়েছে আমার।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

 11 months ago 

রাজবাড়ী নাম শুনেছি কখনো যাওয়া হয়নি। আপনি বান্ধবী মোহনাকে সাথে করে গেলেন।সুন্দর ঘুরলেন।আবার ফুলের ফটোগ্রাফি ও করলেন।আশাকরি দেখবো। ফুচকা খেয়েছেন। বান্ধবী সাথে থাকলে সময়টা সত্যি ভালো ই কাটে।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

জি আপু বেশ ঘুরেছিলাম আমরা,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45