শুভ জন্মদিন প্রিয়🌹 "আমার বাংলা ব্লগ"🌹||

in আমার বাংলা ব্লগ11 days ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ শুভ জন্মদিন এবিবি❤️

3_Years_Cover_3.png

ব্যানার ক্রেডিট - হাফিজ ভাইয়া


শুভ জন্মদিন প্রিয় আমার বাংলা ব্লগ।আজকে তোমার তৃতীয় জন্মবার্ষিকী।তিনটি বছরের পথচলা তোমার।বাঙালি হয়ে সত্যিই গর্ব বোধ করছি যে আমি আমার মাতৃভাষায় ব্লগিং করতে পারছি ।আর এই সবকিছুর পিছনে রয়েছে আমাদের সকলের প্রিয় দাদা।আজকের এই বিশেষ দিনে দাদা কে জানাই অসংখ্য ধন্যবাদ।তিনি উদ্দ্যেগ না গ্রহণ করলে কখনোই ইংরেজি প্লাটফর্মে এসে বাংলায় ব্লগিং করার সুযোগ থাকতো না।

যদিও কমিউনিটির সৃষ্টিলগ্ন থেকে থাকতে পারার সুযোগ হয়ে ওঠেনি।তবে ভালো লাগার কমতি কোথাও হয়তো বা নেই।দুই বছরের পথচলায় সৃজনশীল সকল ভাইয়া আপুদের সান্নিধ্যে আসতে পেরে সত্যি খুব ভালো লাগে।জানিনা কতদিন থাকতে পারবো তবে এখানকার জন্য অদ্ভুত একটি মায়া সারাজীবন থেকে যাবে আমার।অনলাইন জগতে এসে কোথাও মায়ায় পড়া সম্ভব হয় এটা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে না আসলে বুঝতে পারতাম না।প্রতিদিন পোস্ট ,কমেন্ট ডিসকর্ড এঙ্গেজমেন্ট সবকিছুই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।ভালোলাগার নিত্যদিনের এই অভ্যাস ছাড়ার হয়তোবা কোনো অপশন ও নেই আমাদের ইউজারদের ।

অনলাইন সম্পর্কে কখনোই খুব একটা ইন্টারেস্ট ছিল না।তারপরেও ভাগ্যচক্রে এখানে আসা তারপর এতদিন থেকে যাওয়া।একইসাথে সবার সাথে অদ্ভুত মায়া সৃষ্টি হওয়া।সব অপরিচিত মুখের মাঝেও যেন সবাই কতো পরিচিত হয়ে গিয়েছে এই কদিনে।দুই দেশের বাঙালিরা একে অপরের সাথে সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হয়ে গিয়েছেন।সকলের ভালোবাসার,আবেগের জায়গায় স্থান পেয়েছে কমিউনিটি।প্রতিটি ইউজারের ডেডিকেশন,দাদার সাপোর্ট,কমিউনিটির এডমিন মডারেটর প্যানেলের প্রচেষ্টা আমার বাংলা ব্লগকে করেছে সৃষ্টিলগ্ন থেকে সেরা।

আমার বাংলা ব্লগ এর তৃতীয় জন্মবার্ষিকী তে অনেক অনেক শুভকামনা জানাই।সর্বোপরি আমার বাংলা ব্লগ দীর্ঘায়ু লাভ করুক আরো বেশি জনপ্রিয় হয়ে উঠুক।মাতৃভাষা ইংরেজি প্লাটফর্মে বিশেষ স্বাক্ষর রাখুক। আশা করি আরো দীর্ঘদিন এই পরিবারের সাথে শুভ দিনটি উৎযাপন করতে পারব।প্রতিবারের মতো এবারেও বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উৎযাপিত হবে বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানে।কমিউন্টিটির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান চলবে তিনদিন ব্যাপী।আর সকল পর্ব উপভোগ করতে অধির আগ্রহে অপেক্ষায় আমরা সকল ইউজারগণ।ধামাকা পর্বগুলো বেশ মজার হবে এমনটাই প্রত্যাশা সকলের।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 11thJune,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 days ago 

বাহ অনেক সুন্দর করে গুছিয়ে আমার বাংলা ব্লগের জন্য একটি রচনা লিখেছেন। প্রতিটি লাইন মন ছুয়ে গেছে। আসলেই দাদার মতো মানুষ টা পাশে না থাকলে এতো কিছু হতো না কখনো। আর নিজের মাতৃভাষায় কথা বলতে লিখতে যে একটা শান্তি পাচ্ছি সেইটা কখনো সম্ভব হয়তো না অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 11 days ago 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 11 days ago 

প্রথমেই আমার বাংলা ব্লগকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।আসলে বাংলা ব্লগ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং শিখিয়েছে।আজকে যা কিছু শিখছি সব বাংলা ব্লগ থেকে করা।দেখতে দেখকে আবারো একটি বছর চলে গেলো। বাংলা ব্লগে কাজ করে আমরা সবাই ধন্য।যাইহোক খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 days ago 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন,ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আমি গত এক বছর‌ ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে সম্পৃক্ত আছি।এই এক বছর সময় আমি কিভাবে অতিক্রম করেছি তা আমি নিজেও জানি না।আর এই এক বছরে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আপনি কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনার মনের কথা গুলো সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন।

 10 days ago 

জি ভাইয়া ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54