কাগজের তৈরি নকশা||

in আমার বাংলা ব্লগ6 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

আজকে ক্রিসমাস বা বড় দিন।খ্রিস্টান ধর্মালম্বীদের একটি পবিত্র উৎসব ।এছাড়া যিশু খ্রিষ্টের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবটি পালন করা হয়ে থাকে।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে বড়দিনের উৎসবটি পালন করে থাকেন আনন্দের সাথে।সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি।আমি আপনাদের মাঝে একটি কাগজের নকশা ডাই নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।এধরনের নকশাগুলো দেখতে সুন্দর লাগে ।তবে আমি খুব একটা সুন্দর ডিজাইন করতে পারিনা ।এজন্য মোটামুটি সহজ একটি ডিজাইন আপনাদের সামনে তুলে ধরছি আজ। আশা করছি আমার আজকের কাগজের নকশাটি আপনাদের ভালো লাগবে।আমি নকশা খুব সহজেই তৈরি করেছি। আপনাদের মাঝে ডাই তৈরির সমস্ত ধাপ তুলে ধরার চেষ্টা করেছি।


নকশা


IMG20231225120127_01.jpg


উপকরণসমূহ-

  • কাগজ
  • পেন্সিল
  • কেচি

আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।

ধাপ-১

প্রথমে চতুর্ভুজ আকৃতির কাগজটিকে কোনাকুনি ভাজ করে নিয়েছি।

IMG20231225114434.jpg

ধাপ-২

এবার দুই পাশ দিয়ে ত্রিকোণাকার ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

IMG20231225114507.jpg

IMG20231225114532.jpg

IMG20231225114654.jpg

ধাপ-৩

এবার পেন্সিল দিয়ে ডিজাইন আর্ট করে নিয়েছি।

IMG20231225115103.jpg

ধাপ-৪

এবার কেচি দিয়ে ডিজাইনটি কেটে নিয়েছি।

IMG20231225115420.jpg

ধাপ-৫

এবার ভাজটি খুললেই আমি আমার কাঙ্খিত ডিজাইনটি পেয়ে গিয়েছি।

IMG20231225115451.jpg

IMG20231225115508.jpg

IMG20231225115539.jpg

IMG20231225120127.jpg

IMG20231225120133.jpg

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর
তারিখ২৫ডিসেম্বর,২০২৩
ধন্যবাদ সবাইকে।আমার তৈরি করা নকশাটি কেমন লেগেছে আপনাদের বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো ডাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।আর অবশ্যই সতর্কতার সাথে চলাচল করবেন।


ধন্যবাদ সবাইকে

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

🖤 আল্লাহ হাফেজ🖤

Sort:  
 6 months ago (edited)

আপু আপনি তো দেখছি কাগজের নকশার ফুল আজ আমাদের সাথে শেয়ার করলেন। আপনার করা নকশাটির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি বলতে কাগজ দিয়ে নকশা তৈরি করতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। আপনি কিন্তু বেশ সময় নিয়ে আপনার আজকের নকশাটি তৈরি করেছেন । ধন্যবাদ আপু এত সুন্দর একটি নকশা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু।

 6 months ago 

কাগজের তৈরি এই জাতীয় নকশাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে কিন্তু নকশা তৈরি করে আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। আমি একদম যখন ছোট ছিলাম তখন এই জাতীয় নকশা গুলো বড়দের কাছ থেকে তৈরি করে নেওয়ার চেষ্টা করতাম। বুঝতে পারতাম না কিভাবে সুন্দর নকশা তৈরি করতে হয়। যাইহোক খুবই ভালো লাগলো আপনার নকশা তৈরি দেখে।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 6 months ago (edited)

বেশ সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন তো আপনি। কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজকে আপনিও কাগজ দিয়ে খুবই সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন। এটি তৈরি করার মাধ্যমে আপনি আপনার নকশা তৈরি করার প্রতিভাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন । অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি নকশা তৈরি করে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 6 months ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু।এ ধরনের নকশাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে।আর নকশা গুলো দেখতেও খুব সুন্দর লাগে। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি নকশা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 6 months ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এই নকশাগুলো তৈরি করতে সময় কম লাগলোও দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। এই ধরনের নকশাগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেড়ে যায়। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

ধন্যবাদ আপু।

 6 months ago 

ক্র্যাফটিং বা কাগজ দিয়ে নানান কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। নকশাটি দেখে ছোটবেলার কথা মনে পরে গেলো। খুব সুন্দর একটি নকশা তৈরী করেছেন কাগজ দিয়ে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কাগজের তৈরী নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু।

 6 months ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করলেন। এরকম কাগজগুলো কেটে সুন্দর ফুল তৈরি করতে অনেক সময় লাগে। আমিও এরকম কয়েকটি ফুল তৈরি করেছিলাম আগে। আজকে আপনার তৈরি করা কাগজের এই ফুল দেখে অনেক ভালো লাগলো। ছোটবেলার কথা বেশ মনে পড়ে যায় এই ফুল গুলো দেখলে। কারণ তখনকার সময় আমরা এরকম কাগজ কেটে ফুল তৈরি করতাম স্কুল জীবনে।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

আপনি অনেক সুন্দর করে কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। কাগজ দিয়ে নকশা তৈরি করলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই কাগজের নকশাগুলো আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। এবং এই নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। তবে কাগজের ভাঁজ গুলো কাঁটা একটু সাবধানের সাথে কাটতে হয়। যাইহোক অনেক সুন্দর করে কাগজের নকশা তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 6 months ago 

আপনি খুব সুন্দর একটি কাগজ দিয়ে নকশা ফুলের ডিজাইন তৈরি করেছে। এই ধরনের কাটিং এর কাজগুলো খুবই সতর্কতার সাথে করতে হয় যদিও সময় খুব কম লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.028
BTC 54635.52
ETH 2893.76
USDT 1.00
SBD 2.03