মৃত্যু এক অনাকাঙ্ক্ষিত অতিথি||

in আমার বাংলা ব্লগ5 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


moon-416973_1280.jpg

ছবির উৎস

আজকে আমি আপনাদের মাঝে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয় এতক্ষণে একটু হলেও আন্দাজ করতে পেরে গিয়েছেন বন্ধুরা।জন্ম,মৃত্যু এই দুই নিয়েই মানব জাতি।যদি জন্ম থাকে মৃত্যুও অবধারিত।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের যেই সময়টা সেটা আমাদের পরীক্ষা ক্ষেত্র।এখানে আমরা আমাদের জীবনকে যার যার নিজের মতো করে পরিচালনা করি।প্রত্যেকে ইহকাল,পরকাল বিশ্বাস করে নিজেদের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত সাজাই।

তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।আমাদের পরিবার থেকে আরো একজন মানুষ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।তিনি হচ্ছেন আমার নানি। করোনার বছর অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সাল সময়ের মধ্যে চারজন বিদায় নিয়ে নিলেন পৃথিবী থেকে।মৃত্যু এই বিষয়টা আমরা সবাই জানি অবধারিত কিন্তু মেনে নিতেই যেন কষ্ট হয়।

অনেকদিন আগে একটি পোস্টে আপনাদের বলেছিলাম আমার নানি প্যারালাইসিস রোগী। বিগত তিন বছর যাবৎ পৃথিবীতে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে গত হয়েছেন এই দুদিন হতে চললো।আপনারা তো জানেন যারা প্যারালাইসিস রোগী তাদের জীবনটা কতটা পরনির্ভরশীল।অন্যের উপর নির্ভর করে চলাটা কতটা দুর্ভাগ্যের বিষয় যিনি এই পরিস্থিতি দিয়ে যান শুধুমাত্র তিনি এবং তার সৃষ্টিকর্তাই জানেন।এই তিনটি বছর তার জীবনটা অনেক কষ্টে কেটেছে বলা যায়।যদিও তিনি অনেক পরোপকারী মানুষ ছিলেন তারপরেও ভাগ্যের কাছে নিরুপায় হয়ে শেষ সময় পর্যন্ত তার ভালো কাটেনি।

তো গত বৃহস্পতিবার রাত ১১ টাই পৃথিবীর মায়া ত্যাগ করে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরকালের স্থায়ী জীবনের বাসিন্দা হয়েছেন।আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন তিনি যাতে বেহেশত নসিব করেন।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 3rd February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

মৃত্যু সব মানুষের জন্য অপেক্ষা করছে। আপনার নানির স্বর্গলাভ হোক সেই কামনা করছি।সত্যি প্যারালাইসিস রোগীর কষ্ট হয় অনেক।অন্যের প্রতি নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হয়। তিন বছর তিনি কষ্টে কাটিয়েছেন জেনে খুব খারাপ লাগলো।সৃষ্টিকর্তা ওনাকে পরপারে ভালো রাখুক সেই কামনা করছি।

 5 months ago 

জি আপু একদম, ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা হাত থেকে কারোর রেহাই নাই । যে যতবড় ক্ষমতাশালী হোক না কেন কখন কিভাবে মৃত্যু ঘটবে কেউ জানে না । গত কয়েকদিনে বাড়ির পাশে কয়েকজন মুরুব্বী মানুষ মারা গিয়েছে। আপনার নানি মারা গিয়েছে যেটা সাময়িক শোকাহত করে তোলে। মৃত্যুর কথা স্মরণ করায় আবার ভুলে যায়। দোয়া করি আপনার নানী যেন জান্নাতুল ফেরদৌস পান।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জি সেদিন যাওয়ার সময় দেখছিলাম আপনাদের ওদিকে লাশ মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ।

 5 months ago 

মৃত্যু এমন একটা জিনিস চাইলেও আমাদের সাথে সাক্ষাৎ হবে না চাইলেও আমাদের সাথে সাক্ষাৎ হবে সে বলেও আসবে না কখন আসবে।
ঠিক নির্দিষ্ট টাইমে এসে প্রাণ পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে।
আর এই মৃত্যুর মধ্য দিয়েই শেষ হবে আমাদের এই মায়ার পৃথিবীর যাত্রা পথ।
আপনার নানীর জন্য দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাকে বেহেস্ত নসিব করেন

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া ।

 5 months ago 

ঠিক বলেছেন আপু।মৃত্যু অনাকাঙ্ক্ষিত অতিথি।আমাদের কার দুয়ারে কখন কার মৃত্যু এসে হাজির হয়ে আছে আমরা কেউ তা বলতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দুদিনের মেহমান করে এ পৃথিবীতে পাঠিয়েছে।যখন সে চাইবে তখন আমাদের সবাইকে একদিন না একদিন এ পৃথিবীর এত মায়া, এত লোভ লালসা, অহংকার, হিংসা, টাকা পয়সা,ও বাড়ি গাড়ি সকল কিছু রেখে একদম শূন্য হাতে চলে যেতে হবে। আর এটাই হলো আমাদের একমাত্র নিয়তি।যা আল্লাহতালা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে। আর মৃত্যুর সাধ আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। আপনার নানির মৃত্যুর কথা জেনে খারাপ লাগলো। তার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন আপনার নানীকে জান্নাতের সর্বস্তানে নসিব দান করেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 5 months ago 

আপনাকে ধন্যবাদ আপু। মন্তব্যটি দেখে রিপ্লাই দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

জন্ম এবং মৃত্যু দুইটি উপরে থেকে আসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু আমরা নিজের মত করে বাঁচার চেষ্টা করি। তবে আমরা সবাই এই পৃথিবীতে সময়ের অতিথি। আপনার নানু পৃথিবীর থেকে চির বিদায় নিয়েছে। এভাবে আমরাও একদিন এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবীতে থেকে আমাদেরও অনেক লোক এভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। আর আমরা সবাই বিশ্বাস করি ইহকাল এবং পরকাল। আর জন্ম গ্রহণ করলে একসময় সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে।

 5 months ago 

ঠিক বলেছেন একদম,ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

আমরা সবাই বিশ্বাস করি জন্মগ্রহণ করলে মৃত্যু আছে। আর আমরা এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় টুকু ভালোভাবে জীবন যাপন করার চেষ্টা করি। এবং আমরা সবাই বিশ্বাস করি ইহকাল এবং পরকালকে। আর মৃত্যু এমন একটি সত্য যে জন্মগ্রহণ করলে মৃত্যু বরণ করতে হবে। আপনার নানু মৃত্যুবরণ করেছে। এবং এই কয়েক বছরে আপনার কিছু আপন মানুষ পৃথিবী থেকে চলে গেল। আসলে সবাইকে একদিন এভাবে চলে যেতে হবে।

 5 months ago 

জি ভাইয়া সবাইকেই একদিন পরপারে যেতে হবে।ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আমরা সবাই জানি যে, মানুষ মরণশীল এবং জন্ম নিলে মৃত্যু অবধারিত। তবুও আমরা এই কঠিন সত্যিটা মেনে নিতে পারি না। যাইহোক আপনার নানিকে আল্লাহ তায়ালা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার দাদীও প্যারালাইসিস ছিলেন মোটামুটি বছর খানেক। তারপর মৃত্যুবরণ করেন। আমি দেখেছি প্যারালাইসিস হওয়ার পর তিনি কতোটা কষ্ট পেয়েছেন। যদিও আমার আম্মু সবসময় খেয়াল রাখতেন আমার দাদীর। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39