ডাই প্রজেক্ট নকশা||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগের বিষয় কাগজের তৈরি নকশা ।এধরনের নকশা গুলো তৈরি করতে খুব একটা সময়ের প্রয়োজন হয়না।খুব অল্প সময়ে তৈরি সম্ভব এই নকশা গুলো।বর্তমান স্কুল গুলোতে এধরনের ডাই গুলো বাড়ির কাজ দেওয়া হয় স্টুডেন্ট দের।যাতে করে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে। এছাড়া আমাদের পোস্টে ভিন্নতা আনতে এধরনের ডাই পোস্ট গুলোর জুড়ি নেই।
নকশা
উপকরণসমূহ-
- কাগজ
- পেন্সিল
- কেচি
আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
ধাপ-১
প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর কোনাকুনি তিনটি ভাজ দিয়ে নিয়েছি একইভাবে।
ধাপ-২
এবার সর্বশেষ ভাজটি দিয়ে বাড়তি অংশ কেটে নিয়েছি।
ধাপ-৩
এবার ডিজাইন এঁকে নিয়েছি এবং ডিজাইন বরাবর কেচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাজ খুললে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর |
Date-10th March,2024
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে কাগজের উপরে যে কোন ধরনের নকশা তৈরি করে যদি কাইসি দিয়ে কাটা হয় দেখতে সত্যি বেশ ভালো লাগে। তবে কাইসি দিয়ে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। আপনার তৈরি ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ এত সুন্দর একটা ডাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
জি কাটিং এ সাবধানতা অবলম্বন করতে হয়,ধন্যবাদ আপনাকে।
এই ধরনের নকশা গুলো তৈরি করতে আমারও ভালো লাগে কিন্তু এগুলো কেচি দিয়ে কাটতে অনেক কষ্ট কর।কয়েকটি ভাজ দেওয়ার জন্য কাগজটি মোটা হয়ে যায় তাই কাটতে বেশ কষ্ট হয়।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে
জি ঠিক বলেছেন আপু ভাজ বেশি দেওয়ার পর কাটিং করতে বেশ প্রবলেম হয়,ধন্যবাদ আপনাকে।
বাহ আপনি দারুন একটি কাগজের নকশা আমাদের মাঝে শেয়ার করেছেন। নকশাটি দেখতে বেশ দারুন লাগছে। কাগজের নকশা তৈরি করতে অনেক ধৈর্য নিয়ে নিখুঁতভাবে কাটতে হয় সেটা আপনার মধ্যে বিদ্যমান। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
কাগজের নকশাগুলো অনেক সুন্দর ফুটে ওঠে। তবে অনেক সতর্কভাবে ভাঁজ দিতে হয়। এবং কাঁচি দিয়ে কাটতে হয়। তা না হলে পোস্ট নষ্ট হয়ে যায়। আপনার নকশা তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাভগুলো অনেক চমৎকার ফুটে উঠেছে ধন্যবাদ আপনাকে।
আমার নকশা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া,ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট দেখলাম ৷ তবে আপু রঙিন কাগজ দিয়ে হলে আরও সুন্দর লাগতো ৷ যা হোক সাদা কাগজে নকশা করে কাচি দিয়ে কেটে অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন ৷অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এমনটাই প্রত্যাশা করি ৷
রঙিন কাগজ কাটিং করতে সমস্যা হয় ভাইয়া এজন্য সাদা ইউজ করেছি।
বাহ্ আপু মাত্র তিনটি উপকরণ দিয়ে বেশ দারুন একটি নকশা তৈরি করে ফেলেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। এই নকশা তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ কেটে এরকম নকশাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। তারপরও বিভিন্ন ধরনের নকশার ডিজাইন করলে দেখতে খুব ভালো লাগে। কিন্তু রঙিন কাগজের ভাঁজ করার পর কাটতে বেশ কষ্টকর হয়। কারণ কাগজ অনেক মোটা হয়ে যায়। কিন্তু আপনার কাগজ কাটাটা ভালো হয়েছে জন্য দেখতেও সুন্দর লাগছে।
রঙিন কাগজ গুলো মোটা হয় যার জন্য কাটিং এ অসুবিধা হয় তাই সাদা ইউজ করেছি,ধন্যবাদ আপনাকে।
সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের নকশা গুলো করতে অনেকটাই কম সময় লাগে। কিন্তু খুব সাবধানে কাটিং করতে হয়। আপনার তৈরি কৃত নকশাটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
অল্প উপকরণ দিয়ে চমৎকার একটি নকশা তৈরি করেছেন আপু। আমার কাছে এ ধরনের নকশা গুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন নকশাটি কাটা হয়ে যায় তারপরে ওটা পুনরায় খোলার সময়। আপনারা আজকের নকশাটি ও দারুন হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে ধন্যবাদ আপু।
জি আপু ঠিক বলেছেন নকশা খোলার পর সারপ্রাইজ গিফট মনে হয়😁🤭।