আমার ক্যাপচার করা কিছু ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ10 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ ফুল ❤️

আমি আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। ফুলের ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগে।ফটোগ্রাফিগুলো ক্যাপচার করেছিলাম সেদিন আমাদের কলেজ বাগান থেকে।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই।এর আগে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যেগুলো কলেজ বাগান থেকে নেওয়া ছিল।তখন তো বাগানে অনেক জঙ্গল মতো ছিল।আর এবার গিয়ে দেখি কলেজের মালি কাকু বাগানটা খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছেন।আর নতুন নতুন সব ফুল ফুটেছে।তাই সেদিন কলেজ থেকে ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ফটোগ্রাফির সংগ্রহ।


Divice:Realme 5i
Location


এই ফুলটি সাদা গোলাপ এতক্ষণে নিশ্চয় চিনতে পেরেছেন ফুলটি।রঙিন গোলাপ যেমনি ভালো লাগে সাদা গোলাপও ভালোই লাগছিল।বাগানের একটি গাছে বেশ দূরে ছিল ফুলটি।আমি হাত দিয়ে একটু নিকটে এনে ফুলটির ছবি নিয়েছিলাম।ফুল সবগুলো ভালো লাগার মধ্যে অন্যতম একটি পছন্দ মানুষের।এছাড়া শুভ অনুষ্ঠানে ফুলের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি।সাদা ফুলের পাশে আরো রঙিন ফুল দেখতে পাচ্ছেন সেগুলোও ভালো লাগছিল দেখতে ।

IMG20231009120749_03.jpg


Divice:Realme 5i
Location


এটি তো সবার পরিচিত একটি ফুল রঙ্গন ফুল।এই ফুলের কালার কম্বিনেশন টা আমার ভালো লাগে।এটা একদম গাঢ় লাল রঙের দেখতে পাওয়া যায়।আবার হালকা লাল,কমলা রঙেরও দেখতে পাওয়া যায়।গাছের ফুল আসলে গাছেই দেখতে ভালো লাগে ।তাই আমি খুব একটা ফুল তুলি না সুযোগ থাকলেও এখন।ছোটবেলায় ফুল দেখলেই নিয়ে নিতাম এখন বড়ো হয়েছি তো তাই বুঝি ব্যপারটা যে গাছের সৌন্দর্য নির্ভর করে তার ফুলের উপর।

IMG20231009120830.jpg


Divice:Realme 5i
Location


IMG20231009120837.jpg


Divice:Realme 5i
Location


এই দুইটি ফটোগ্রাফি তো পাতাবাহার গাছের ।বর্তমান বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে প্রায় সব জায়গায় এই গাছগুলো লাগানো হয়।গাছের নামের সাথে কি অদ্ভুত মিল বলুন পাতা বাহার।বাহারি পাতা থাকায় নামটি এভাবে রাখা হয়েছে।এজন্য এই গাছে ফুল এর দরকার হয় না।পাতার বাহারেই সমাদৃত থাকে বাগান।

IMG20231009120914.jpg


Divice:Realme 5i
Location


এই ফুল হচ্ছে অপরাজিতা ফুল।এর আগে আমি ব্লু রঙের অপরাজিতা ফুল এর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।ব্লু রঙের অপরাজিতা ফুলটি ভালো লাগছিল।তবে সাদা তো শুভ্রতার প্রতীক এটিও খারাপ লাগছিল না ।তাই আপনাদের সাথে ফটোগ্রাফি টি শেয়ার করা আরকি।

IMG20231009120607.jpg


Divice:Realme 5i
Location


আমাদের কলেজ তো নিরিবিলি আর বাগান টাও তেমনি নিরিবিলি।খুব একটা ফুল তুলে নেয় না কেউ।যেহেতু এতো ফুলের সমাহার রয়েছে,তাই বুঝলাম আরকি।কারণ বাগানের গেইট বেশিরভাগ খোলায় থাকে দেখি।

IMG20231009120536.jpg


Divice:Realme 5i
Location


IMG20231009120527.jpg


Divice:Realme 5i
Location


লাল রঙের গোলাপ ফুলগুলো যেন একটু বেশিই প্রিয় সবার।আমারও ঠিক তাই।দেখুন ফটোগ্রাফি তে কতো কিউট লাগছে ফুল তিনটি।এই তিনটি ফুলের নামই গোলাপ ফুল।গাছের পাতার ফাঁকে মিষ্টি রোদ এসে ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে।যেহেতু সবগুলো ফটোগ্রাফি দুপুরের দিকে করা ছিল তাই রোডের ঝলকানিতে ভালো লাগছিল দেখতে ফুলগুলো।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ফটোগ্রাফি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

অপরাজিতা ফুলের ফটোগ্রাফি টি খুবই সুন্দর হয়েছে। নীল রঙের অপরাজিতা ফুল দেখেছি তবে সাদা রঙের অপরাজিতা ফুল এর আগে দেখি নি কখনো। তবে দেখতে বেশ সুন্দর। পাতাবাহার এর ফটোগ্রাফী টি বেশ ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি টিও চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কিছু ফটোগ্রাফী শেয়ার করার জন্য।

 10 months ago (edited)

ধন্যবাদ আপু।

আপু আপনার কলেজের ফুলের বাগান থেকে বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে সাদা রংয়ের অপরাজিতা ফুলটি দেখে খুবই ভালো লাগলো। কেননা অনেক বছর হয়ে গেছে সাদা রংয়ের অপরাজিতা ফুলটি দেখা হয়নি। তাই আপনার পোষ্টের মাধ্যমে সাদা অপরাজিতা ফুলটি দেখে ভালোলাগাটা অনেক বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনার ক্যাপচার করা এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হলাম। এরকম ভাবে ফটোগ্রাফি করলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়। সাদা অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবগুলোর থেকে বেশি ভালো লেগেছে। আর গোলাপ ফুলের ফটোগ্রাফি ও অসম্ভব সুন্দর ছিল।

 10 months ago 

আমারও গোলাপ ফুল ভালো লেগেছিল।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

ফুল ভালোবাসেনা এমন লোক পাওয়া দুষ্কর। আমিও ফুল ভীষণ পছন্দ করি, সবমিলিয়ে আপনার ফুলের ছবিগুলো খুব ভালো লেগেছে। তবে ফুলের ছবি আর একটু কাছ থেকে জুম করে তুললে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 10 months ago 

বেশ চমৎকারভাবে আপনি আমাদের মাঝে ফুলের এবং পাতাবাহারের দৃশ্য ফটোগ্রাফি করে উপস্থাপন করেছেন। আপনার এই অসাধারণ ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে,ছিল মনোমুগ্ধকর রঙ্গন ফুল। পাশাপাশি আরো ছিল গোলাপ ফুলের দৃশ্য। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল চমৎকার।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফুল গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আপু আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সাদা অপরাজিতা ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া গোলাপ ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

বাহ্ দারুণ ফটোগ্রাফি করছেন আপনি।আপনার প্রতিটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। আপনার তোলা সাদা গোলাপ আর রঙ্গন ফুলটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে পাতাবাহার এখন সব জায়গায় দেখা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট করার জন্য।

 10 months ago 

আমারও ওই দুইটা ফুল পছন্দের ছিল।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

নীল অপরাজিতা দেখেছি।আজ সাদা অপরাজিতা ফুল আপনার পোস্টের মাধ্যমে দেখতে ভীষণ ভালো লাগলো। আপনি কলেজ থেকে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। পাতা বাহার গাছটিও কিন্তু চমৎকার লাগছে।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু।

 10 months ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক দারুন লাগছে। ফুল সবাই ভালবাসে।
তাইতো ফুল দেখলে মন ও ভালো হয়ে যায়।
সাদা অপরাজিতা ফুলটি অন্যরকম ছিল দেখতে ভালই লাগছিল।অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 10 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38