ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ5 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ ফুল ❤️

আমি আজকে আপনাদের মাঝে একটি ফুলের ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। ফটোগ্রাফি গুলো আমি বিভিন্ন জায়গা থেকে করেছিলাম যেগুলো বর্ণনায় উপস্থাপন করার চেষ্টা করছি ।ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কম রয়েছে। আমারও ফুল অনেকটাই পছন্দের।যদিও আমি ভালো ফটোগ্রাফি করতে পারিনা।তারপরেও চেষ্টা করেছি ছবিগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য।

IMG20231105114110.jpg


Divice:Realme 5i
Location


IMG20231105114149.jpg


Divice:Realme 5i
Location


দুইটি ফটোগ্রাফি হচ্ছে গোলাপ ফুলের।এই ফুলটি সবার যেন একটু বেশিই পছন্দের।যদিও আমাদের দেশের জাতীয় ফুল শাপলা।তারপরেও আমাদের এই ফুলটির প্রতি রয়েছে বিশেষ আকর্ষণ।এর সৌন্দর্য এবং বিশেষত্ব থেকে।গোলাপকে ফুলের রাণী ও বলা হয়ে থাকে।এই দুইটি ফুলের ফটোগ্রাফি আমাদের কলেজ বাগান থেকে করেছিলাম তিন চার মাস আগে।

IMG20231106141222.jpg


Divice:Realme 5i
Location


IMG20231106141226.jpg


Divice:Realme 5i
Location


এই ফটোগ্রাফি দুইটি নিশ্চয় আপনাদের পরিচিত বন্ধুরা।এগুলো নয়নতারা ফুল।এই ফুলের গাছগুলো সহজেই লাগানো সম্ভব হয়ে থাকে।যেকোনো স্থানে সঠিক পরিচর্যার মাধ্যমে সহজেই ফুলগুলো চাষ সম্ভব।এই ফুলগুলো তিন থেকে চারটি রঙের হয়ে থাকে।আমার অনেকটা ভালো লাগে এই ফুল।এই ফটোগ্রাফি দুইটি আমি আমাদের স্টেশনের ধার থেকে তুলেছিলাম কয়েকমাস আগে।

IMG20240111094341.jpg


Divice:Realme 5i
Location


IMG20240111094451.jpg


Divice:Realme 5i
Location


এই দুইটি ফুল হচ্ছে সাদা গোলাপ।গোলাপ বিভিন্ন রঙের হয়ে থাকে।সাদা যেহেতু শুভ্রতার প্রতীক সেই হিসেবে এই ফুলটির বিশেষ আকর্ষণ এই রঙ বলা যায়।আমাদের কলেজ বাগান থেকে এই ফুল দুইটির ফটোগ্রাফি করেছিলাম কিছুদিন আগে।

IMG20240203122009.jpg


Divice:Realme 5i
Location


এই ফুলটি খেসারির ফুল।এটি একটি শস্য ফুল বলা যায়।আপনারা যারা গ্রামে থাকেন তারা ভালোভাবেই পরিচিত এই শস্যটির সাথে।নদীর পাড় থেকে ফুলের ছবিটি নিয়েছিলাম।

IMG20240203122019.jpg


Divice:Realme 5i
Location


এটি মটরশাক এর ফুল।এই ফুলের রঙ আমার বেশ ভালো লাগে।এজন্য ফুলটি দেখেই ছবি তুলে নিয়েছিলাম। এই ছবিটিও নদীর পাড় থেকে নিয়েছিলাম।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-4th February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 5 months ago 

ফুলের সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু।প্রতিটি ছবি ভাল হয়েছে।বিভিন্ন শষ্যের ফুল গুলো খুব সুন্দর হয়েছে।গ্রাম ছাড়া এধরণের শষ্যের ফুল দেখতে পাওয়া যায়না। মটর শাক আর খেসারি ডালের ফুল অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ আপনাকে, শেয়ার দেয়ার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু।

 5 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু ফুলের অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই ফটোগ্রাফি প্রত্যেকটা মানুষের কাছে বেশ ভালো লাগে। গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ অসাধারণ ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 5 months ago 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং খেসারির ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 5 months ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সাদা গোলাপ ফুল দেখতে দারুন হয়েছে। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি দেখার মতো ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার সাদা গোলাপ ভালো লেগেছে জেনে ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফের মধ্যে নয়নতারা এবং গোলাপ ফুল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি বটোগ্ৰাফি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমারও ওই দুইটা ফটোগ্রাফি পছন্দের ছিল,ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

সত্যি আপু ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। তবে অনেক দিন হলো মটরশাক এর ফটোগ্রাফি দেখিনি।আপনি প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য সবসময়।

 5 months ago 

ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। গোলাপ ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। খেসারির ফুলের সৌন্দর্য খুবই দারুন । এত চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া ।

 5 months ago 

বেশ চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। একদম গোলাপ ফুল থেকে শুরু করে মাঠে ফসলের ফুল ফটোগ্রাফি করেছেন দেখছি। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশি ক্লিয়ার ছিল। খুবই ভালো লাগলো সুন্দর এই ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করতে দেখে।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু। এর আগে কখনো খেসারি ফুলের ফটোগ্রাফি দেখিনি। এই প্রথমবার দেখলাম বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ও আচ্ছা,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57173.66
ETH 3067.89
USDT 1.00
SBD 2.39