আজকের বিকেলটা বাসার বাইরে||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।
আজকে বিকেলের দিকে শহরের দিকে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য।এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল একটি বই।আমি সবসময় আমাদের নতুন কোনো সাবজেক্ট এর কোর্স শুরু হলে সেদিন সেই বই কিনতে যায় মার্কেটে।আমাদের মোট সাতটি সাবজেক্ট থার্ড ইয়ারে তো ম্যাম দুইটি করে শেষ করেন কোর্স।দু'দিন আগে আমাদের শেষের দুইটি কোর্স শেষ হয়েছে।এখন এই কোর্সটি হলেই থার্ড ইয়ারের কোর্স সম্পন্ন হবে।তাই এই বইটি কেনার জন্যই মূলত মার্কেটে গিয়েছিলাম।আমার একসাথে বই না কেনার একটা কারণ আছে ,যাতে করে আমি একটু বাইরে যেতে পারি।এমনি এমনি তো বাইরে যাওয়া হয়না কোনো কাজ ছাড়া তাই এভাবেই যায়,এটা আমার একটা পলিসি ,হিহি বাইরে বের হওয়ার।আমি আসলে এক্সট্রোভার্ট মানুষ পরিস্থিতির চাপে পড়ে ইন্ট্রোভার্ট এ পরিণত হয়েছি আরকি।
যদিও আজকে থেকে এই কোর্সটি শুরু হওয়ার কথা তারপরেও ভেবেছিলাম আজকে যাবো না মার্কেটে।কেননা শীতকালে বিকেলে খুবই অল্প সময় থাকে যার জন্য সন্ধ্যা লেগে যায়।তারপরও হুট করে সিদ্ধান্ত নিই যে না এখনি যাবো ।তারপর সেই অনুযায়ী বিকেল সাড়ে তিনটার পর বাসা থেকে বেরিয়ে যায়।আজকে তাড়াতাড়ি গাড়ি পেয়ে যাওয়ায় আধ ঘণ্টা মতো সময় লেগেছিল ফরিদপুর পৌঁছাতে।তো ফরিদপুর পৌঁছিয়ে প্রথমে মার্কেট থেকে বই নিয়ে নিলাম। তারপর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে বাসায় ফিরে আসলাম।যেহেতু প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল তাই মহেন্দ্র তেই এসেছিলাম যাতে করে একদম বাসার সামনে নামতে পারি।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | ফরিদপুর শহর |
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা । আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
বাইরে যাওয়ার জন্য তো দেখছি বেশ একটি আইডিয়া বের করেছেন। আসলে কোনো কাজ ছাড়া শুধু শুধু বাইরে যেতে ভালো লাগেনা কিন্তু একটা যদি কাজ থাকে তাহলে বাইরে যেতে ভালোই লাগে। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া আইডিয়া টা দারুন না,ধন্যবাদ আপনাকে।
আপনার বাহিরে বের হওয়ার বুদ্ধি শুনে আমি থমকে গেলাম। কি বুদ্ধিরে বাবা এটা দুইটা করে বই কিনে যেন বেশি বেশি বাহিরে যেতে পারে। আপনার বুদ্ধির জন্য আপনাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার হে হে হে। ধন্যবাদ।
আমি তো প্রস্তুত নোবেল প্রাইজ নেওয়ার জন্য ।আপনি কমিটিকে খবর দেন ভাইয়া।ধন্যবাদ 😁😁