চোখের ডাক্তারের শরণাপন্ন||

in আমার বাংলা ব্লগ4 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

eye-care-5016078_1280.jpg

ছবির উৎস

আজকে আমি আপনাদের মাঝে কি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।কয়েকমাস যাবৎ হঠাৎ করেই চোখে সমস্যা দেখা দিয়েছে।শুধুমাত্র দূরের জিনিস অস্পষ্ট দেখতে পারতাম নিকটের সবকিছু স্পষ্ট দেখা যেত ।যেহেতু আমার খুব একটা বাইরে যাওয়া হয়না তাই ঐভাবে গুরুত্ব দিইনি।ভেবেছিলাম হয়তো রুমের মধ্যে সবসময় থাকার জন্যই এরকম লাগছে বাইরে বেরিয়ে।তো গত শনিবার বিকেলের দিকে ডাক্তার দেখানোর উদ্দেশে রওনা দিলাম।আমার বাসার সবাই যেই ডাক্তারের চিকিৎসা নিয়ে থাকেন তিনি ঢাকা থেকে আসেন সপ্তাহে দুইদিন দেখেন।কিন্তু আমি অত দেরি করতে চাচ্ছিলাম না যেহেতু চোখের বিষয়।তাই ফরিদপুরের এক ডাক্তার থেকেই চিকিৎসা নিলাম।আগে আমার বাসার সবাই এই ডাক্তার থেকেই চিকিৎসা নিতেন।আমাদের বাসার সবাই মোটামুটি চোখের রোগী আমি বাদ ছিলাম।এবার থেকে আমারও যেতে হলো আরকি দূরদৃষ্টি সমস্যার সমাধান করতে।

IMG20240217165517.jpg

তো যথারীতি ডাক্তারের চেম্বারে গিয়ে দেখি রোগী আপাতত দুপুর পর্যন্ত দেখা শেষ।আবার বিকেল পাঁচটা থেকে দেখবে।আমি প্রথম এই শিফটের রোগী তাই সিরিয়াল প্রথমেই ছিল আমার।যেহেতু বিকেল চারটায় গিয়েছিলাম তাই হাতে একঘন্টা সময় ছিল।তাই একঘন্টা মার্কেটে গিয়ে কিছু কাজ সেরে নিলাম।পাঁচটা বেজে গেলে চেম্বারে গিয়ে দেখি ডাক্তার আসেনি অপারেশন থিয়েটারে ছিলেন।যিনি ডাক্তার তিনি তার বাসায় রোগী দেখেন মূলত ঐটাই তার অফিস এবং বাসা পুরো বিল্ডিং জুড়ে।চেম্বারে গিয়ে ২০ মিনিট অপেক্ষা করার পর ডাক্তার আসলেন তারপর আমার সমস্যার কথা বললাম ।তিনি বিভিন্ন যন্ত্র দিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এবং বললেন মেজর সমস্যা না আমার ।তারপর কিছু মেডিসিন আর একটি চশমা লিখে দিলেন।আর দ্বিতীয় বার যেতেও বলেননি।এজন্য আমার বেশ ভালো লাগলো ।

ওখানেই আবার ফার্মেসি রয়েছে তার তাই সেখান থেকে ওষুধ একবারে নিয়ে নিলাম এবং ওষুধ ব্যাবহার বিধি আমাকে বুঝিয়ে দিলেন ওখানকার আঙ্কেল ।আর বললেন বাম চোখে একটু সমস্যা এজন্য কম দেখি।তাই যে ওষুধ দেওয়া হয়েছে সেগুলো নিতে আর চশমা বানিয়ে একবার দেখিয়ে যেতে স্যার কে।তাহলে ঠিক হয়ে যাবে।আমার এই ডাক্তার দেখানো বিশেষ কারণ যে বর্তমান রোগীর খুব একটা চাপ নেই এখানে।তাই নিরিবিলি ঝামেলা ছাড়াই যাতে দেখিয়ে আসতে পারি।চোখের ডাক্তারের কাছে গেলেই একটা সমস্যা সেটা হচ্ছে চশমা দিয়ে দেন তারা চোখ ঠিক করতে । যেটা আমার জন্য একটা ঝামেলার বিষয়।এজন্যই যেতে চাচ্ছিলাম না ডাক্তারের নিকট কিন্তু এবার যেতেই হলো।আমার ভাই খুব ছোট বয়স থেকেই চশমা ব্যবহার করে ।তবে বর্তমান ওর চোখ ভালো হয়তোবা চশমা ব্যবহারের জন্যই ভালো হয়েছে।এখন আর সেইভাবে ব্যবহার করেনা।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-27th February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 4 months ago 

চোখের ডাক্তারের শরণাপন্ন| শিরোনামে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। পোস্টটি ভালো লেগেছে। আপনি একদম ঠিক কাজ করেছেন, অবহেলা না করে তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। ডাক্তারের পরামর্শ মেনে চললে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশাকরি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

কিছুদিন আগে আমিও একই সমস্যায় পড়েছিলাম আপু। ডাক্তার বলেছে চশমা ব্যবহার করতে হবে এবং দুশ্চিন্তা করা যাবে না ঠিকমতো ঘুমাইতে হবে। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনি দূরের জিনিস অস্পষ্ট দেখাতে ডাক্তারের শরণাপন্ন হয়ে ভালো ই করেছেন। আজকাল চোখের সমস্যা ঘরে ঘরে। ডাক্তার বিকেলে দেখাতে গেলে ও সময় থাকার জন্য মার্কেটে ও গেলেন।বসে না থেকে এটা ভালোই করেছেন। ডাক্তার ঔষধ ও চশমা ব্যবহার করতে বললো।আশাকরি এতেই আপনি সুস্থ হয়ে যাবেন।আপনার ছোট ভাই আরো আগে থেকেই চশমা ব্যবহার করেন।আপনি ই পরিবারের মধ্যে বাকি ছিলেন।এখন আপনার ও চশমা পরতে হবে।রোগ হলে তো অনেক কিছুই কর‍তে হয়।আবার সেরে গেলে আর না পরলেও চলবে।আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনি ফরিদপুরে এসে ডাক্তার দেখিয়েছেন জেনে ভালো লাগলো ।আমিও ফরিদপুরেই থাকি। যাই হোক আমাদের সবারই এখন এই এক সমস্যা চোখের সমস্যা ।আমিও বেশ কিছুদিন আগে দেখিয়েছি চশমা দিয়েছে ।আসলে চোখের ডাক্তারের কাছে যাওয়া মানেই চশমা দেওয়া। যদিও খুব একটা পড়ি না ।মনে হয় পাওয়ার বেড়েছে। যাই হোক আপনার চোখে তেমন কোন সমস্যা নেই জেনে ভালো লাগলো। আর আপনার ছোট ভাই ও দীর্ঘদিন চশমা ব্যবহার করার কারণে এখন ভালো হয়েছে জেনেও ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41