নাটক রিভিউ -ক্যাট লাভার||

in আমার বাংলা ব্লগ8 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।আশা করছি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আমার আজকের পোস্টটির বিষয় নাটক রিভিউ।বেশ অনেকদিন পর আপনাদের মাঝে নাটক রিভিউ পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।নাটকটি গতকাল রিলিজ হয়েছে ইউটিবে নতুন নাটক লিখে সার্চ করার পর এটিই সামনে চলে আসলো তাই দেখে নিলাম।আর দেখে অনেকটা ভালোই লাগলো হাসির ছিল প্রচুর নাটকটি।এজন্য ভাবলাম রিভিউ পোস্টটি শেয়ার করা যাক আজকে।চলুন বন্ধুরা শুরু করা যাক আমার নাটকের রিভিউ পোস্ট।

Screenshot_2023-11-21-12-00-45-44.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামক্যাট লাভার
পরিচালনাপ্রীতি দত্ত
গল্প এবং লেখাহামিদ হোসেন নোমান
মুখ্য চরিত্রনিলয় আলমগীর,জান্নাতুল সুমাইয়া হেমি
অভিনয়েমিলি বাসার, কচি খন্দকার,রিমু রোজা,শেলী আহসান,জাভেদ গাজী,খান সায়মন,সনেট ইত্যাদি
চিত্রগ্রহণনাঈম ফুয়াদ
আবহ সঙ্গীতআপেল মাহমুদ ইমিল
প্রযোজকজি সিরিজ
মুক্তির তারিখ২১-১১-২০২৩
দৈর্ঘ্য৪০মিনিট ২৬ সেকেন্ড
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

কাহিনী সারসংক্ষেপ


IMG_20231121_124533.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

প্রথমে ছবিতে দুই জন মেয়েকে দেখতে পাচ্ছেন মূলত তারা তাদের হারিয়ে যাওয়া বিড়াল নিমুকে খুঁজতে বেরিয়েছে।রাস্তা দিয়ে লোকজন গেলে তাদের ডেকে জিজ্ঞেস করছিলেন নিমুর কথা ।কিন্তু পাচ্ছিলেন না খোঁজাখুঁজির পরেও।

IMG_20231121_124412.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

এইযে নিমু অন্য একটি বাড়িতে এসেছে।এটি হচ্ছে খান বাড়ি।এখানে আরো একটি বিড়াল আছে তিনি হচ্ছে শের খান ।ছেলেটি নিমুকে নিয়ে তার সাথে বন্ধুত্ব করিয়ে দেয়।এই ছেলেটি হচ্ছে বিড়ালটির বাবা।আর মেয়েটি হচ্ছে মা।এরপর নিমুর মা বিড়াল খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পাই নিমুকে এখানে।তারপর ছেলেটিকে বলে সে বিড়াল চোর,চুরি করে এনেছে তার বিড়াল।তারপর ছেলেটির মাকে জিজ্ঞেস করে এই চোর ছেলেটি আপনার না অন্টি।এরপরে তিনি বলেন যে, তারই ছেলে।তারপর বিড়াল নিয়ে চলে যায় মেয়েটি।তারপর ছেলেটি তার বিড়ালকে বলে যে,সম্পর্ক বংশ দেখে হয় তোর জন্য ভালো বংশের বিড়াল এনে দিব।

IMG_20231121_125311.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

কিন্তু ছেলে বিড়ালটি মেয়ে বিড়ালটিকে ভুলতে পারেনি।তাই চলে এসেছে মেয়ে বিড়াল টির বাড়ি এবং তারা আলাদা গিয়ে প্রেম করছে।যেটা ছবিতে দেখতে পাচ্ছেন।এরপর বিড়ালের বাবা খুঁজতে খুঁজতে অবশেষে তাদের প্রেমের মুহূর্তে বাঁধা প্রদান করে তাকে নিয়ে যায়।

IMG_20231121_124032.jpg

স্ক্রিনশর্ট- ইউটিউব

স্ক্রিনশর্ট- ইউটিউব

এরপর খান বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয় চৌধুরী বাড়ি।এখানে চৌধুরী পরিবার হচ্ছে মেয়ের বাড়ি।তারা বিড়াল দুইটিকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে যায়।কিন্তু মেয়ের বাড়ি থেকে ভাবা হয় ছেলে, মেয়ের বিয়ের জন্য এই প্রস্তাব।আর তাদের দুই বাড়ির মধ্যে সুসম্পর্ক করার জন্য।যেহেতু তাদের দুই বাড়ির মধ্যে সম্পর্ক ভালোনা এজন্য।মেয়ের পক্ষ থেকে সবাই প্রস্তুত বিয়ের জন্য ।আর তখনি জানতে পারে এটা বিড়ালের বিয়ে তখন তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়।

স্ক্রিনশর্ট- ইউটিউব

পরের দিন সবজি বিক্রেতার থেকে সবজি কেনার জন্য দোকানদার কে ডাকেন চৌধুরী বাড়ির লোকেরা। তারপর খান বাড়ির লোকেরা ডাকলে তখন আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।খান বাড়ির সামনে দিয়ে যেতে হয় চৌধুরী বাড়ির লোকেদের বাজারে।তখন মেয়েটির বাবা বলেছেন যে হেলিকপ্টারে করে যাবেন তারপরেও তাদের বাড়ির সামনে নিয়ে যাবেন না।এভাবে তাদের ঝগড়া হয় বেশ কিছুক্ষণ।পরের দিন মেয়েটির বাবা খান বাড়ির সামনে দিয়ে গেলে বাসার উপর থেকে ময়লা ফেলেন তার মাথায়, ছেলেটি।তারপর তিনি বুঝতে পারেন যে ছেলেটি ফেলেছে।তারপর ছেলেটি বাসার নিচে আসে এবং তার মা আসেন।তারপর ছেলেটির হয়ে তার মা ক্ষমা চান। এই কাজের জন্য মেয়েটির বাবা খুশি হন এভাবে এবং ক্ষমা করে দেন।

স্ক্রিনশর্ট- ইউটিউব

কিন্তু সেই মুহূর্তে তার বাড়ির কাজের মেয়ে আসে এবং বাড়ির লোকদের ডেকে আনে যে মাথা ফাটিয়ে দিয়েছেন তার এই বলে।তখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং বিভিন্ন জিনিস নিয়ে মারতে যায় ছেলেটিকে ,মেয়েটির বাড়ির সবাই।তারপর মেয়েটির ঝগড়া করা দেখে ছেলেটির মায়ের ভালো লাগে তাকে।তিনি ঝগড়া করতে পারেন না এজন্য তার বৌমা যাতে ঝগড়া করে সব ঠিক করতে পারেন।তারপর তাদের মধ্যে আবার বিয়ে দিতে চান তিনি।

স্ক্রিনশর্ট- ইউটিউব

এরপর নিমু আবার হারিয়ে যায়, তারপর নিমুর মা সিদ্ধান্ত নেন যে,এবার সরাসরি থানায় গিয়ে কমপ্লেইন করবেন।তারপর পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেন তারা।তখন ছেলেটি ও আসে কমপ্লেইন লেখাতে যে তাদের শের খান ও হারিয়ে গিয়েছে।তারপর তাদের মাঝে আবারও ঝগড়া হয় এবং টাকা বেশি দেওয়ার কথা বলে দুজনই পুলিশকে ।তারপর পুলিশ তাদের ঝগড়া থামিয়ে একসাথে বিড়াল খুঁজতে বলেন।তারপর তারা অনেক খুঁজে বিড়াল দুটিকে না পেয়ে একসাথে বাসার উদ্দেশ্যে রওনা দেন।তারপর তাদের বাসার সামনে পেয়ে যায় বিড়াল দুটিকে।তারপর ছেলেটি বলে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে পরের দিন ।মেয়েটি বিড়ালের কথা জিজ্ঞেস করলে,ছেলেটি বলে বিড়াল এবং বিড়ালের বাবা দুজনেরই বিয়ে হবে এবার।তারপর বিড়ালের মা বলে আমরা দুজনেই রাজি।এখানেই নাটকটি শেষ হয়ে যায়।

স্ক্রিনশর্ট- ইউটিউব
ব্যক্তিগত মতামত

আমার কাছে নাটকটি ভালো লেগেছে।নাটকটি পুরোটা সময় হাসির ছিল।এখানে দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিলনা।বিড়ালের কারণে দুই পরিবারের মধ্যে ভালো একটি সম্পকে গড়ে উঠলো শেষে গিয়ে।একদম কমেডিতে ভরপুর।আপনারা চাইলে দেখে নিতে পারেন নাটকটি। আশা করি ভালো লাগবে।

ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি ৬/১০ রেটিং দিলাম।
নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের পোস্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন পোস্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 8 months ago 

বাহ অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপু নাটকের নামটি তো আমার কাছে বেশ ভালো লাগলো। রিভিউ পরেও অনেক ভালো লাগলো। তবে নাটকটি আমি দেখিনি। সময় পেলে অবশ্যই ক্যাট লাভার নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু।

 8 months ago 

ধন্যবাদ আপু।

 8 months ago 

সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটক রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। পড়ে বোঝা গেছে নাটকটি বেশ হাসির । সময় করে নাটকটি দেখার চেষ্টা করবে। এ ধরনের হাসির নাটকগুলো দেখতে বেশ ভালই লাগে। এত সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 8 months ago 

জি আপু,ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

নাটক সিনেমার অন্যতম পরিচিত পরিবার হলো চৌধুরী বাড়ি আর খান বাড়ি। নাটক রিভিউটি করে বেশ ভালো লাগলো নাটকটি এখনো দেখা হয়নি। আপনার রিভিউটি দেখে বেশ ধারণা পেলাম। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

নিলয় আলমগীরের নাটক মানেই হাসির নাটক। এই নাটকটি আমি দেখেছি বেশ হাসি ছিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছিল। আজকে আবারো আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি আপু,ধন্যবাদ।

 8 months ago 

এ সময় দুইজন জনপ্রিয় অভিনয় শিল্পী নিলয় আলমগীর ও হিমি। তারা অনেকগুলো নাটক একসাথে অভিনয় করেছেন। তাদের জুটিটা খুবই জমে। যদিও এই নাটকটি এখনো আমার দেখা হয়ে ওঠেনি। তবে আপনার নাটক রিভিউ টা পড়ে মনে হল নাটকটা খুবই সুন্দর। সময় পেলে অবশ্যই দেখে নিব।

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64625.84
ETH 3233.39
USDT 1.00
SBD 2.65