গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা আবশ্যক||

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


gas-bottle-94194_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে সতর্কতা বিষয়ক একটি লেখা নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা।আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার রয়েছে।এই আধুনিক জিনিসগুলোর সুবিধা রয়েছে যেমনি তেমনি রয়েছে কিছু অসুবিধা।আমরা বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি।এখন শহরাঞ্চল থেকে গ্রাম অঞ্চলের মানুষজন সকলেই গ্যাস সিলিন্ডার এর সাথে অনেকটা পরিচিত।তবে ২০ বছর আগে মানুষ এতটা সিলিন্ডার গ্যাসের সাথে পরিচিত ছিলনা।কাঠ কয়লা দিয়ে দৈনন্দিন রান্নাবান্নার কার্যাদি সম্পাদন করে থাকতেন তারা।

আমাদের বাসায়ও আমরা ১৫ -১৬ বছর যাবৎ এই সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আসছি।এই সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের গ্যাস সিলিন্ডার এবং চুলা ব্যবহার করতে হয়। কেননা এসকল জিনিস একটু মিডিয়াম বা নরমাল কিনে থাকলে পরবর্তীতে নিরাপত্তা বিষয়ক একটি জটিলতা থেকেই যায়।তাই আমরা সিলিন্ডার সর্বদা টোটাল ইউজ করে আসছি এতবছর।এই গ্যাস সিলিন্ডারটি অনেকটাই ভালো মানের সিলিন্ডার এছাড়াও হিট ও হয় অনেক।

বন্ধুরা এবার আজকের লেখার মূল আলোচনায় যাওয়া যাক ।আমাদের বাসার গ্যাসের চুলা কয়েকদিন একটু সমস্যা হয়েছিল ।গ্যাস অন করলে আগুনের যে স্বাভাবিক রঙ সেটি দেখা যেত না অনেকটাই লাল আর শব্দ হতো মাঝে মাঝে।এভাবে দুই তিনদিন যাওয়ার পরই চুলা ঠিক করতে নেওয়া হয়।আমাদের গ্যাস পাইপ নাকি লিকেজ হয়ে গিয়েছিল এজন্য এরকম হয়েছিল। বাসার গ্যাস সিলিন্ডার প্রতিবার আমি লাগিয়ে থাকি তবে আমার পাইপ এর ব্যাপারে কোনো আইডিয়াই ছিলনা।তাই বিষয়টি বুঝতেও পারিনি।এখন পাইপ চেইন্জ করে আনা হয়েছে এখন সবকিছু ঠিকঠাক।

আমাদের এই চুলার বয়স তিন বছর এখনো হয়নি।তাই তেমন একটা পুরোনো না ।আর বেশ ভালো মানের চুলায় সমস্যাটি হয়েছিল পাইপ এর ক্ষেত্রে।বাসা বাড়িতে সতর্কতার সাথেই এই জিনিসগুলো ব্যবহার করা উচিত প্রত্যেকের।কেননা যেকোনো দুর্ঘটনা একদিনেই ঘটেনা ছোট ছোট সমস্যা গুলো ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 18th February,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

দিন যত যাচ্ছে মানুষের চাহিদা এবং আরাম আয়েশের বিষয়টি ততটাই ফুটে উঠছে। গ্যাস সিলিন্ডার যেটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ । আমি অনেক জায়গায় দেখেছি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অনেকে মারা গিয়েছে । সেজন্য গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সকল সতর্কতা এবং সাবধানতার সাথে ব্যবহার করতে হবে । যাইহোক, কোন দুর্ঘটনা ঘটেনি এটাই অনেক বড় পাওয়া। অনেক দিন যাবৎ গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন সাবধানে ব্যবহার করবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জি ভাইয়া আলাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু বেশ সময় উপযোগী একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার করা আজকের পোস্টটি পড়ে অনেকের উপকার হবে। আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার। তানাহলে হয়ে যেতে পারে অনেক বিপদ। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

জি আপু ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

যাক আপু আগে থেকে বুঝতে পেরে অনেকটা সতর্ক হয়ে গিয়েছেন। আপনি ঠিক বলেছেন আপু যেকোনো দুর্ঘটনা একদিনেই ঘটেনা ছোট সমস্যা গুলো ধীরে আর বড় সমস্যায় পরিণত হয়।আগেই ভালো ছিলাম আপু।বিলগ্যাস ব্যবহার করতাম। এখন দিন দিন যেন পৃথিবীটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রতিটি বাসায় বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করার কারনে দেখা যায় প্রায় অনেক দুর্ঘটনার খবর পাওয়া যায়। আমার আপুর বাসায় দুই একবার দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে। সতর্ক মূলক একটি বিষয় নিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ আপু।

 4 months ago 

আমি তো ভীষণ ভয় পাই গ্যাসের সিলিন্ডারকে।রান্না করার সময় ভীষণ টেনশনে থাকি শুধু মনে হয় যে এই বুঝি বিস্ফোরণ হবে।আসলে এই ভয় হওয়ার কারণ মাঝে মাঝেই শুনতে পাই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। অবশ্যই সতর্কতার সাথে গ্যাস ব্যাবহার করা উচিত। আমরাও আপনার মতো ১৫,১৬বছর থেকে সিলিন্ডার ব্যাবহার করে আসছি সৃষ্টিকর্তার আশীর্বাদে কোন সমস্যা হয়নি।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 4 months ago 

জি এইটা আসলে ভয় লাগারই একটা বিষয় আপু গ্যাস বিস্ফোরণ।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। পড়ে আমার কাছে ভালোই লেগেছে । আসলে এই ধরনের পোস্টগুলো পড়লে অনেকটাই সতর্ক থাকা যায়। আগে থেকে বুঝতে পেরে সতর্ক হয়েছেন জেনে ভালো লাগলো। আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে কিন্তু খুব সাবধানে সতর্কতা ভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা উচিত আমাদের। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আপু আপনি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া আপনি বিষয়টি নিয়ে খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। গ্যাস সিলিন্ডার ব্যবহার করার জন্য আমাদের সকলেরই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই গ্যাস সিলিন্ডারে যেকোনো সময় আগুন লেগে যেতে পারে তাই আমাদের এটি আগুন থেকে দূরে রাখতে হবে এবং এটি খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। একদিকে এটি যেমন আমাদের ব্যবহারে খুব সহজ ঠিক তেমনি কয়েক সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটাতে পারে তাই আমাদের সবারই এটি খুব সাবধান ব্যবহার করতে হবে। ধন্যবাদ আপনাকে টপিক শুনে খুব সুন্দর ভাবে আলোচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 4 months ago 

গ্যাস সিলিন্ডার নিত্যদিনে সবাই এখন ব্যবহার করে। তবে গ্রামের তুলনায় শহরে সব ফ্যামিলির মধ্যে গ্যাস সিলিন্ডার। তবে এটি ঠিক আপু গ্যাস সিলিন্ডার সাথে ভালো মানের চুলাও দরকার। আর আমরা যদি একটু অসচেতন থাকি তাহলে অনেক বড় বিপদ হতে পারে। তবে আপনাদের গ্যাস সিলিন্ডার সমস্যা কি হয়েছে তা বুঝতে পারলেন এটি আপনাদের জন্য ভালো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

একদমই ঠিক বলেছেন৷ গ্যাস সিলিন্ডার ব্যবহারে আমাদের সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে৷ যারা বেশিরভাগ গ্রামের বাস করে তাদের বাসায় সিলিন্ডার দেখতে পাওয়া যায়৷ যদি ভালো মানের চাবি অথবা ভালো মানের চুলা ব্যবহার করা না হয় তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় এবং এই দুর্ঘটনা সবকিছুকে ধ্বংস করে দিতে পারে৷ তাই আমাদের সকলের দুর্ঘটনা এড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিৎ৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 4 months ago 

আমার লেখাটি আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনি খুব জরুরী এবং মূল্যবান একটি পোস্ট করেছেন।গ্যাস সিলিন্ডার গ্রাম এবং শহরে সবাই ব্যবহার করে থাকে। তবে এই গ্যাস সিলেন্ডার অনেক সময় অনেক বড় বিপদ হয়ে দাঁড়ায়। তবে গ্যাস সিলেন্ডার এর চুলা গুলো যদি চাবি বা ভালো উন্নত মানের হয় তাহলে নিরাপদ অনেকটাই। আসলে অনেক সময় গ্যাসের চুলার কারণেও গ্যাসের লাইন ডিস্টার্ব করে। এজন্য হালকা দাম বাড়তি হলো ভালো জিনিস কিনা দরকার। চমৎকারভাবে পোস্টটি করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64595.89
ETH 3413.52
USDT 1.00
SBD 2.31