আজকের শপিং||

in আমার বাংলা ব্লগ2 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20240620153614.jpg

আজকে কি বিষয় নিয়ে লিখতে চলেছি সেটা নিশ্চয় পোস্টের টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।আজকে বিকেল তিনটার দিকে মার্কেটে গিয়েছিলাম কয়েকটি জিনিস কিনতে।এগুলোকে সরাসরি কসমেটিকস বলা যায়না।কেননা মেডিসিনের দোকানে ছাড়া কোথাও পাওয়া যায়না স্কিন কেয়ার এই প্রোডাক্ট গুলো।এগুলো শুধুমাত্র ফেইসে দেওয়ার জন্য ব্যবহার করা হয়।আমার যেহেতু প্রচুর এলার্জি সমস্যা রয়েছে সেজন্য আমি কসমেটিকস আইটেম গুলো সহজেই ব্যবহার করতে পারিনা।এছাড়াও ব্রণজনিত সমস্যা রয়েছে তাই ডাক্তারের পরামর্শ মতো কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো কিনতেই মূলত বিকেলের দিকে শহরে যাওয়া হয়েছিল। এই প্রোডাক্ট গুলো আবার সচরাচর সবজায়গায় পাওয়া যায়না শুধুমাত্র ফরিদপুর লাজ ফার্মা তে গেলেই পাই।তাই সরাসরি লাজ ফার্মাতে চলে গিয়েছিলাম।

IMG20240620153823.jpg

আমার ৪০ মিনিট মতো সময় লাগে শহরে পৌঁছাতে।প্রথমেই আমার কাঙ্খিত মেডিসিনের দোকানে চলে যায়।তারপর একটি সাবান, লোশন এবং নাইট পিল নিয়ে নিই।সাবান টির দাম ৬২৫ ,লোশন ১২৫ এবং নাইট পিল টি ৩,০০০ টাকা নিয়েছিল।আমি ছয় মাস যাবৎ এই সাবান টি ব্যবহার করে থাকি ব্রণের জন্য মোটামুটি ভালো সাবান টি।তাছাড়া সেনসিটিভ স্কিন যেহেতু আমার তাই কোনরকম সমস্যা মনে হয়না সাবান ব্যবহারের পর।একটি সাবান আমার ছয় মাস গিয়েছিল যদিও আমার নিয়মিত ব্যবহার করা হয়না।তাহলে হয়তো আরও কম দিন যেত।যেহেতু সবকিছুতেই আমার অলসতা তাই এরকমটা আরকি।

GridArt_20240620_170245394.jpg

তবে ছয় মাস আগে সাবান টি ৬০০ টাকা ছিল।এখন ২৫ টাকা বেড়েছে দাম।যেহেতু সাবানটি ইন্ডিয়ান ছিল তাই হয়তোবা দাম বাড়িয়ে দিয়েছে।আর লোশন মূলত ব্রনের জন্য।আর নাইট পিল যেটি সেটি ব্রনের দাগ এর জন্য।যখন ব্রণ থাকে তখন পিলটি ব্যবহার করা যায়না।সব মিলিয়ে এই তিনটি প্রোডাক্ট আমার স্কিন এর জন্য বেশ ভালো ।তাই এগুলোই ব্যবহার করছি বেশ কিছুদিন।তারপর আমার মেডিসিনের দোকান থেকে কেনাকাটা হয়ে গেলে মার্কেটে যায় সোজা সেখানে গিয়ে সামান্য একটু কাজ ছিল টেইলার্সের দোকানে সেটুকু সেরে চকবাজার গেলাম একটি মিনি সাইজের কফি কিনতে।কফি নিয়মিত খাওয়া হয়না আমার এজন্য জমাট পেকে যায় তাই ছোট সাইজটাই নিয়েছি।এখানেও আমি অনিয়মিত বন্ধুরা।আসলে অলস ব্যক্তিরা এরকমই রেগুলারিটি ধরে রাখতে পারেনা।যাইহোক আমাদের সবারই রেগুলারিটি ধরে রাখার চেষ্টা করতে হবে।তবে কফির ছোট সাইজটা সবজায়গায় পাওয়া যায় না এটাই সমস্যা।আজকে ভাগ্য টা ভালো হওয়ায় পেয়ে গিয়েছি আরকি।কফিটি ১১০ টাকা পড়েছিল।

IMG20240620155950_01.jpg

আজকে ফরিদপুর শহরে বেশ বৃষ্টি হয়েছে যেটা রাস্তা দেখেই বোঝা যাচ্ছে।অনেক প্রতীক্ষার বৃষ্টি বলা যায় এটি।আমাদের এদিকে খুব একটা বৃষ্টি হয়নি সামান্যই হয়েছে।তবে পরিবেশ ঠাণ্ডা আছে আজকে।তাই মোটামুটি ভালোই লাগছে।আমি দুই ঘণ্টার মধ্যে সব কাজ সেরে বাসায় চলে এসেছি কোথাও দেরি করিনি। কারণ আকাশ অনেকটা মেঘলা যেকোনো মুহূর্তে ভারি বৃষ্টিপাত হতে পারে।তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট শপিং ব্লগ।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-20th June,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 months ago 

বেশ ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্ত দেখে। আর পাশাপাশি যেই সমস্ত জিনিস গুলো কিনেছেন সেগুলো কেন ব্যবহার করেন কত টাকা দাম সবকিছু তুলে ধরেছেন গোছালো ভাবে। আর এর মধ্য দিয়ে বেশ অনেক কিছু জানার সুযোগ হল আমার।

 2 months ago 

ধন্যবাদ আপু।

 2 months ago 

নিজের স্কিনের কতা ভেবে আজ কেনাকাটা করতে লাজ ফার্মাতে গেলেন।এখানে আবার সবকিছু ই পাওয়া যায়।আপনি নিজের ত্বকের কথা চিন্তা করে এই প্রডাক্ট গুলো ব্যবহার করে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগলো।তবে ব্রনের জন্য প্রচুর পানি খেতে হবে আর রাত জাগা যাবে না।সত্যি কথা বলতে সব কাজেই নিয়মিত হওয়া জরুরী। তবেই ভালো যেকোনো ফল পাওয়া যায়।

 2 months ago 

জি আপু ঠিক বলেছেন নিয়মিত হওয়াটা জরুরি,ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

৬২৫ টাকা একটা সাবানের দাম আপু! আমি তো দাম শুনে জাস্ট অবাক হয়ে গেলাম। হয়তো মেডিসিনাল কিছু থাকার জন্য এই সাবানটা দাম এতটা বেশি নিয়েছে। তাছাড়া, ফরিদপুর শহরে বৃষ্টির ব্যাপারটা রাস্তা দেখেই বোঝা যাচ্ছে, এটা ঠিক। আর বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হলে আমাদের সবারই ভালো লাগে। ওভারল আপনার এই শপিং রিলেটেড ব্লগটি পড়ে বেশ ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63632.98
ETH 2727.39
USDT 1.00
SBD 2.58