কলেজ বাগান থেকে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ ফুল ❤️


আমি আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। ফুলের ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগে।ফটোগ্রাফিগুলো ক্যাপচার করেছিলাম সেদিন আমাদের কলেজ বাগান থেকে।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমার ফুলের ফটোগ্রাফির কালেকশন।ফটোগ্রাফি গুলো করতে আমার বেশ পরিশ্রম করতে হয়েছিল সেদিন।কেননা কলেজের বাগানের অবস্থা খুব একটা ভালো ছিলনা।পূর্বে দেখতাম যিনি বাগান দেখাশোনা করেন,তিনি সবসময় ফুল বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন।কিন্তু এবার গিয়ে বেশ হতবাক যে,জঙ্গল আগাছায় পূর্ণ হয়ে গেছে বাগান।তাই আমার বেশ ভয় করছিল ফটোগ্রাফি করতে।জঙ্গল যেহেতু সাপ,পোকামাকড় থাকতে পারে।আর আমার সবচেয়ে ভয়ের কারণ সাপ,এটার আকার আকৃতি গঠন দেখলেই অবস্থা খারাপ হয়ে যায় আমার। নাটক, সিনেমা,ফটোগ্রাফি, ভিডিওতে আমি এই প্রাণী দেখতে পারিনা।এজন্য শুধুমাত্র গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে দ্রুত বেরিয়ে গিয়েছিলাম বাগানের মধ্যে থেকে।বাকি ফুলগুলোর ফটোগ্রাফি বাইরে থেকে নিয়েছিলাম।বাগানের মধ্যে আরো সুন্দর কিছু ফুল ছিল জঙ্গলের জন্য রিস্ক নিই নি।

IMG20230816122055.jpg


Divice:Realme 5i
Location


এই ফুলটির নাম গোলাপ ফুল।আমাদের সকলের অতিপরিচিত ফুল এটি।বিভিন্ন অনুষ্ঠান,শুভকাজ,ভালোবাসা বিনিময় সব ক্ষেত্রেই এই ফুলের বিশেষ গুরুত্ব।কলেজ বাগানের মধ্যে থেকে ফুলটির ফটোগ্রাফি করেছিলাম।এতো সুন্দর লাগছিল ফুলটি দেখতে,তাই একটু কষ্ট হলেও ফটোগ্রাফি নিতে ভুল করিনি।

IMG20230816121841.jpg


এই ফুলটির নাম অপরাজিতা ব্লু বাটারফ্লাই পিয়া।ফুলের নাম যেমনি সুন্দর তেমনি ফুলের বাহ্যিক সৌন্দর্য।আমার ফুলটি খুব ভালো লেগেছিল,তাই আর ফটোগ্রাফি করতে ভুল করিনি।এই ফুলটির রঙ বিশেষ করে তার সৌন্দর্যের প্রতীক।এই ফুলটি আমাদের ডিপার্টমেন্টের গেইট সংলগ্ন ছিল।তাই যাওয়ার পথে নিয়েছিলাম ফটোগ্রাফিটি।

Divice:Realme 5i
Location


IMG20230816122307.jpg


Divice:Realme 5i
Location


IMG20230816122249.jpg


Divice:Realme 5i
Location

এই ফুলটি সবার পরিচিত জেসমিন ফুল।ফুলটি কলেজের বাগানের একদম শেষের দিকে ছিল।তাই গেইটের বাইরে থেকে তুলতে পেরেছিলাম।সাদা রঙের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে।এছাড়া ফটোগ্রাফি গুলোও চমৎকার হয়ে থাকে ফুলগুলোর।

IMG20230816122313.jpg


Divice:Realme 5i
Location


IMG20230816121857.jpg

Divice:Realme 5i
Location


IMG20230816121855.jpg

Divice:Realme 5i
Location


এই ফুলটির সঠিক নাম আমার জানা নেই।তবে গুগল লেন্সে কিপ্রেস ভিন দেখাচ্ছে অর্থাৎ লতা জাতীয় ফুল।এই ফুলগুলো বাগানের সৌন্দর্য বর্ধনে বেশ ভূমিকা রাখে। ফুলটির রঙ বিশেষ করে এতোটা আকর্ষণীয় লাগছিল।আমাদের ডিপার্টমেন্টে ঢুকতে গেইটের পাশেই ছিল ফুলটি।তাই যাওয়ার পথে ছবিটি নিয়েছিলাম।বাগানের কর্নারের দিকে ফুলটি থাকায় ফটোগ্রাফিটি নিতে সুবিধা হয়েছিল।আপনাদের ফুলটির বাংলা নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ফটোগ্রাফি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

ফটোগ্রাফি করার সময় আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরী। কারণ জঙ্গলে অবশ্যই বিষাক্ত প্রাণী থাকতে পারে এবং এর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। ফটোগ্রাফি করতে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার কলেজের ক্যাম্পাসে এত চমৎকার চমৎকার ফুল রয়েছে এগুলো দেখে সত্যি ভালো লাগলো
গোলাপ ফুল সহ প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে আমার বাংলা ব্লগ পরিবারকে এত চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 last year 

জি ভায়া ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।খুব সুন্দর হয়েছে আপু আরো কিছু ছবি এড করলে ভাল হতো নইলে শুধু একটি দিয়ে পোস্ট করতে পারতেন।ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

শুধু যে ফুল বাগান করলে হবে না সেই বাগানের পরিচর্যা করতে হয়। প্রায় সময় আগাছা গুলো পরিষ্কার করতে হয় এবং ঝোপঝাড় পরিষ্কার করতে হয়। তা না হলে তো বিপদ হতে পারে এমন জায়গায় সাপ লুকিয়ে থাকে। আপনি অনেক ভয়ে ভয়ে কিন্তু ফুলের ফটোগ্রাফি গুলো করলেন। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 last year (edited)

হ্যা আপু পরিষ্কার পরিচ্ছন্ন করা তো অবশ্যক। সবসময় পরিষ্কার করেও তবে এবার পাঁচ মাস পর কলেজে গিয়ে দেখছি এই অবস্থা।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে‌। ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালো লাগে যখনই ফুল দেখে থাকি যখন ফটোগ্রাফি করে নিই। বিশেষ করে আপনার তোলা নীল রঙের অপরাজিতা ফুল দেখে খুব ভালো লাগলো।
অপরাজিতা ফুল সৌন্দর্য বেশ অসাধারণ‌। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। আপনার ফটোগ্রাফির ওই সাদা ফুলটিকে আমাদের দিকে মালতি ফুল বলা হয়। প্রতিটি ফুলের সাথে আপনার উপস্থাপন অনবদ্য ছিল আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ও আচ্ছা মালতি ফুল,এটার নাম।ধন্যবাদ ভাইয়া ।

 last year 

আমাদের এদিকে মালতি ফুল বলে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

কলেজ বাগান থেকে তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি দেখছি বেশ ভালোই ফটোগ্রাফি করেন। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আপনার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে কিন্তু আপনার করা গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেস্ট লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমারও পছন্দের ছিল ওই ফটোগ্রাফি টা।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

কলেজ বাগান থেকে খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং অপরিচিতা ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 last year 

আপনার কলেজ থেকে দারুণ ফটোগ্রাফি করেছেন।এছাড়া আপনি ও আমার মতো সাপকে ভয় পান জেনে ভালো লাগলো।আপনি যাকে জেসমিন ফুল বলছেন আমরা তাকে মিনি টগর ফুল বলি।এছাড়া শেষের ফুলটি আমার কাছেও নতুন লেগেছে।গাছের পাতাগুলি কিছুটা লজ্জাবতী লতার মতোই দেখতে, ধন্যবাদ আপু।

 last year 

জি আপু ।ধন্যবাদ আপনাকে।

 last year 

কলেজ বাগান থেকে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো আপু। প্রতিটি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে। আর হ্যাঁ আপু, আপনার ফটোগ্রাফিতে থাকা একদম শেষের ফুলটির নাম আপনি গুগলে সার্চ করে কিপ্রেস ভিন নামটি পেয়েছেন। তবে এই ফুলকে আমাদের আঞ্চলিক ভাষায় গেট ফুল বলে। যাইহোক আপু নামে কি যায় আসে সৌন্দর্য নিয়ে হচ্ছে কথা। অনেক অনেক ধন্যবাদ আপু চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ও আচ্ছা ।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91