প্রকৃতির এলোমেলো কিছু ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ প্রকৃতির এলোমেলো ফটোগ্রাফি❤️

আজকে আপনাদের সাথে প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা।প্রকৃতির ফটোগ্রাফিগুলো দেখতে চমৎকার লাগে।আমি বেশিরভাগ ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে থাকি।তাই আজকে ভাবলাম ভিন্ন কিছু রাখি আপনাদের জন্য।তো যেমনি ভাবনা তেমনি কাজ।বিকেলে আম্মুর সাথে একটু বাসার বাইরে বেরিয়েছিল।আমার সারাদিন বাসায় থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে পুরো।তারপরেও মাসে এক দুইবার বাইরে যায়। হাঁটতে ইচ্ছে করেনা তাই হাহা।তবে প্রকৃতির সান্নিধ্যে না যাওয়ার জন্য যেটা হয় আরকি, কোনো কাজে ঠিকভাবে মনোযোগ ধরে রাখতে পারিনা।আম্মু মার্কেটে কিছু কেনাকাটা করবে বলেছিল।কিন্তু বাইরে যাওয়া হচ্ছিলনা কদিন যাবৎ সময় এবং ইচ্ছের অভাবে।যেহেতু আজকে দুপুর থেকে কোনো কাজও করিনি।তাই ভাবলাম একটা কাজ অন্তত করা যাক।এজন্য বিকেল পাঁচটার পর বাইরে বের হলাম।মার্কেটে যাওয়ার আগে নিরিবিলি একটি রাস্তায় হাঁটতে গিয়ে প্রকৃতির কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছিলাম।

IMG20230828174913.jpg


Divice:Realme 5i
Location


IMG20230828175845.jpg


Divice:Realme 5i
Location


প্রথম দুটি আলোকচিত্র একদম শেষ বিকেলের দিকে সূর্যাস্তের কিছুক্ষণ আগে নিয়েছিলাম।এগুলো বিদেশি ঘাস।গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয়।

IMG20230828180405.jpg


Divice:Realme 5i
Location


IMG20230828175755_02.jpg


Divice:Realme 5i
Location


এখন যেহেতু পাটের সময় চারিদিকে পাট এবং পাটকাঠি নেড়ে রেখেছে কৃষকেরা। পাটের দিনগুলো আমার বেশ বিরক্ত লেগে।কেননা নদীনালা,খালবিল সবজায়গায় পাট জাগ দেওয়া হয়। যার জন্য মশার আমদানি হয়।তারপরেও পাট তো উৎপাদন করতেই হবে।কৃষি নির্ভর দেশে পাট অন্যতম অর্থকরী ফসল,এটা আমাদের সকলেরই জানা।

Divice:Realme 5i
Location


IMG20230828175256.jpg


Divice:Realme 5i
Location


পেঁপে গাছ এবং পেঁপের ফটোগ্রাফি নিয়েছিলাম নদীর পাড় থেকে।পরপর বেশ কয়েকটি গাছ ছিল।আর দেখতেও বেশ ভালো লাগছিল।তাই আর ফটোগ্রাফি করতে ভুল করিনি।

IMG20230828180253.jpg


Divice:Realme 5i
Location


IMG20230828175850.jpg


Divice:Realme 5i
Location

আমার ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে।যদিও খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারিনা।তারপরেও চেষ্টা করেছি।আসলে যেকোনো কিছু না পারলেও চেষ্টা করা উচিত।তাহলে একটা সময় গিয়ে খুব ভালো না হলেও কিছুটা এগিয়ে যাওয়া যায়,যেটা এখন বুঝেছি।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ফটোগ্রাফি ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

সুন্দর সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে গুছিয়ে উপস্থাপন করেছেন। খুব ভাল লেগেছে আপনার ছবি গুলো। ধন্যবাদ আপনাকে।শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভকামনা রইল।

 last year (edited)

গ্রামীণ পরিবেশের প্রকৃতি ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো আপু। এমন চমৎকার প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ অবস্থান করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগবে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ প্রকৃতির কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শেয়ার করেছেন আপু। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে আপু। আসলে ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বেশি মুশকিল। আপনার শেয়ার করা নদীর পাড় থেকে পেঁপে গাছের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপু প্রকৃতির ফটোগ্রাফি এলোমেলো হলেও খুব সুন্দর লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রকৃতির এই ধরনের ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়। সবগুলো ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

অনেক সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন, এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে এবং সাথে অসাধারণ বর্ণনা ছিল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রকৃতিতে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখতে সবারই ভালো লাগে৷ আমারও প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে অনেকটাই ভালো লাগে৷ আপনি আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে প্রকৃতির অনেক ধরনের সৌন্দর্য তুলে ধরেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য৷

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সাবলীল মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44