শপিং||

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

গতকাল বিকেলের দিকে আবহাওয়া অনেকটা মেঘলা ছিল।আবহাওয়া খুব একটা ভালো ছিলনা তারপরেও কিছু শপিং করার ছিল।তাই শহরের দিকে গিয়েছিলাম।অনেকদিন পর বেশ হাঁটা হলো এজন্য অনেকটাই খারাপ লাগছিল।বাসায় থাকা মানুষ হঠাৎ বাইরে গিয়ে হাঁটলে বেশ অসুবিধা হয়ে যায়।তারপর আবার শপিং এর বিষয় যেহেতু ছিল তাই অসুবিধার পরিমাণ আরো বেড়ে গিয়েছিল।

প্রথমে শহরে গিয়ে ভাবলাম আগে ওজন মাপবো।এজন্য আগেই সেখানে গেলাম যেখানে ওজন মাপা হয়।যদিও আগের চেয়ে অনেকটা অস্বস্তি মনে হতো যে ওজন বাড়তে পারে ধারণা করছিলাম।কেননা ব্যায়াম ডায়েট যারা করে হঠাৎ ছেড়ে দিলে বেশি খারাপ অবস্থা হয়ে যায়।আমার এগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে প্রায় ছয় মাস।।যেটা অনুমান করেছিলাম সেটাই হলো আরকি আগের চেয়ে ৬-৭ কেজি ওজন বেড়ে গিয়েছে।তো অনেকটাই মাথায় হাত অবস্থা আমার।এবার আবার চিন্তা শুরু হয়ে গেল এজন্য যে, সেই ডায়েট ব্যায়াম এর কষ্টটা আবার শুরু করতে হবে।

পূর্বে সকালের দিকে চার কিলোমিটার করে হাটা হতো কিন্তু এখন আর সেটা সম্ভব হয়ে ওঠেনা।আর আমার বাসা থেকে বাজার ২ মিনিটের রাস্তা সবাই হেঁটেই আসা যাওয়া করে।কিন্তু আমি ভ্যান,অটোরিক্সা ব্যবহার করে থাকি।আসলে ওজন বাড়ার অন্যতম কারণ হচ্ছে অলসতা।এই অলসতায় যত কারণ স্থূলতার।

তারপর সেখান থেকে চশমার দোকানে গেলাম ওখানে কাজটুকু সেরে নিলাম পাঁচ মিনিট মতো লাগলো।তারপর সোজা মার্কেটে গিয়ে কাপড় পট্টি তে গেলাম।আমার পছন্দ মত কয়েকটি গজ কাপড় নিলাম রাফ ইউজের জন্য।কিছু নতুন কটন কাপড় এসেছে সুতির সেগুলো নিলাম।কেননা এই গরমে চাচ্ছিলাম সুতি গজ কাপড় গুলোই নিতে।এর মধ্যে কোনোটা ১২০ এবং কোনোটা ১৫০ টাকা করে গজ নিয়েছিল।মার্কেটে সবকিছুর দাম বাড়লেও দেখলাম গজ কাপড় গুলোর দাম খুব একটা বাড়ে না যা সামান্যই।

গজ কাপড় কিনতে খুব একটা সময় লাগেনি তারপর গেলাম ওড়নার দোকানে সেখানে গিয়েই হলো ঝামেলা।কারণ ওড়না ম্যাচিং করতে গিয়ে সব গুলো পাওয়া যাচ্ছিল না।আবার আমার হাতেও খুব একটা সময় ছিলনা সন্ধ্যা হয়ে যাচ্ছিল।তাই তিনটি ওড়না নিয়েই চলে আসলাম।আমার মোট খরচ পড়েছিল ৩৫০০ টাকা।।বাসার ছোটখাট কেনাকাটা আমার করা হয়ে থাকে।আর সেগুলো সবার মোটামুটি পছন্দও হয়ে থাকে।

IMG20240518172927.jpg

GridArt_20240519_152539385.jpg

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date- 19th May,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আসলে আপু অলসতা হলো সকল বিপদের কারণ। আমরা অলসতার অনেক কিছু থেকে পিছিয়ে আছি।আর মেঘলা আবহাওয়ায় বের হলে আমার কাছে অনেক ভয় লাগে। আপনি বেশ কিছু গজের কাপড় কিনেছেন। তবে গজের কাপড় কিনতে আসলে তেমন সময় লাগে না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

জি আপু তবে সেরকম আবহাওয়া ছিলনা,তাহলে নিশ্চয়ই বের হতাম না।

 5 months ago 

বর্তমান বাজারে খুবই সুন্দর সুন্দর সুতি কটন কাপড় উঠেছে আপু। কিছুদিন আগে আপনার ভাইয়ের সাথে গিয়ে অনেকগুলো গজ কাপড় কিনে নিয়ে আসলাম। এত গরমে সুতি গজ কাপড় গুলো খুবই আরামদায়ক। আপনার সম্পূর্ণ শপিং পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু।

 4 months ago 

হ্যা গরমে সুতি কটন কাপড় পরে আরাম পাওয়া যায় অনেকটা।

 5 months ago 

ঘরে বসে থাকলে ওজন আসলে বেড়েই যায়।ওজন কমাতে খাওয়ার পাশাপাশি হাঁটার কোন বিকল্প নেই।আপনি নিজের জন্য গজ কাপড় নিলেন।কালারগুলো চমৎকার লাগলো।গজ কাপড়ের দাম বাড়েনি।তবে তো ভালো ই।আপনার কেনাকাটার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

জি আপু একদম, হাটার গুরুত্ব অপরিসীম।

 4 months ago 

আপনার ওজন তো তাহলে অনেকটাই বেড়ে গিয়েছে। বাড়তি ওজন আমাদের সবার জন্যই ক্ষতিকর। একসাথে গিয়ে তাহলে বেশ কয়েকটা কাজ সেরেছেন। টুকটাক শপিংও করেছেন। ফটোগ্রাফিতে কাপড় গুলো দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

জি ওজন বেড়ে গিয়েছে অনেকটাই,ধন্যবাদ আপু।

 4 months ago 

ওজন বেড়ে যাওয়ার কষ্টের কথা আর কি বলবো আপু। আমারও একই অবস্থা। হঠাৎ করে আমিও দেখেছি আমার ওজন বেড়ে গিয়েছে। তাই তো বাধ্য হয়ে ওজন মাপার একটি মেশিন কিনেছি। এখন মাঝে মাঝেই চেক করতে পারি। তবে বেড়ে যাওয়া ওজন আর কমছে না। যাই হোক আপু আপনার শপিং করার মুহূর্ত দেখে ভালো লাগলো।

 4 months ago 

হ্যা সারাজীবন ডায়েট করা কি সম্ভব বলেন আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61155.34
ETH 2383.47
USDT 1.00
SBD 2.56