হামিং বার্ড অরিগামি

in আমার বাংলা ব্লগ2 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বেশ কিছুদিন পর আপনাদের মাঝে অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।

আমার আজকের পোস্টের বিষয় রঙিন কাগজের তৈরি অরিগামি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি, ডাই পোস্ট গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।তবে এই অরিগামি তৈরি করা বেশ কষ্টসাধ্য।কারণ ভাজ ভুল হয়ে গেলেই আর মিলানো কঠিন।তবে পোস্টে ভিন্নতা আনতে এসকল পোস্টগুলোর যেন জুড়ি নেই।তাই আমি আপনাদের সাথে আজকে হামিং বার্ড এর অরিগামি পোস্টটি নিয়ে হাজির হয়েছি।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার অরিগামিটি।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে পাখির অরিগামিটি তৈরি করেছি, নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

❤️ হামিং বার্ড ❤️

IMG20240729215842-removebg-preview.png


উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কেচি
  • পোস্টার রং(সাদা,কালো)

ধাপ-১

প্রথমে রঙিন কাগজ চতুর্ভুজ আকৃতির করে কেটে নিয়েছে।যেটা ছিল ২০/২০ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ।

IMG20240728132927.jpg

IMG20240728133028.jpg

IMG20240728133306.jpg

ধাপ-২

এবার ত্রিভুজাকৃতি ভাজ দিয়ে নিয়েছি মাঝ বরাবর।তারপর উল্টো দিক থেকে ভাজ টি দিয়েছি ছবির মতো করে।

IMG20240728133456.jpg

IMG20240728133601.jpg

IMG20240728133708.jpg

IMG20240728133748.jpg

IMG20240728133834.jpg

IMG20240728133933.jpg

IMG20240728134126.jpg

ধাপ-৩

একইভাবে প্রতিটি ভাজ আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ।

IMG20240728134300.jpg

IMG20240728134411.jpg

IMG20240728134535.jpg

IMG20240728134659.jpg

ধাপ-৪

এবারও ছবির মতো ভাজ দিয়ে নিয়েছি এবং পাখির ঠোঁট বের করেছি।

IMG20240729215442.jpg

IMG20240729215449.jpg

ধাপ-৫

এবার রং দিয়ে চোখ এঁকে নিয়েছি।আমার হামিং বার্ড অরিগামিটি তৈরি সম্পন্ন হয়ে গিয়েছে।

IMG20240729215842.jpg

IMG20240729215842-removebg-preview (2).png

IMG20240729215842-removebg-preview.png

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি
ইংরেজি তারিখ২৯/০৭/২০২৪

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 2 months ago 

এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই হার্মিং বার্ডের অরিগামিটা। কাগজের এই সুন্দর সুন্দর দক্ষতা গুলো আমাকে মুগ্ধ করে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখি অনেকেই কাগজ দিয়ে দারুন দারুন কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করে আমাদের মাঝে। অনেক সুন্দর হয়েছে আপু।

 2 months ago 

আপনার থেকে উৎসাহমূলক মন্তব্যে পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি হামিং বার্ড তৈরি করেছেন। যা দেখতে খুবই কিউট লাগছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে রঙিন কাগজ ব্যবহার করে একটি হামিং বার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপু আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র পাখিকে আজ রঙিন কাগজের মাধ্যমে তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। হামিং বার্ড পাখি বাস্তবে না দেখলেও আপনার অরিগ্যামির মাধ্যমে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। আপনার বানানো পাখিটি দেখতে অনেক কিউট দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু সবচেয়ে ক্ষুদ্রতম পাখি এটা,ধন্যবাদ।

 2 months ago 

হামিং বার্ডের খুব সুন্দর অরিগামি তৈরি করেছন। এটা ঠিক বলেছেন এগুলো তৈরি করতে একটু কষ্ট হয়। আর একটা ভাঁজ ভুল হলেই পরে আর তৈরি করা যায় না। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা অরিগামিটা দেখে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রঙিন কাগজের অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

পাখির অরিগামি দেখতে অসাধারন লাগতেছে। ঠোঁট ডানা এবং চোখ দেখে সত্যি কারের পাখি মনে হচ্ছে। চমৎকার ভাবে পুরো কাজটি করে দেখিয়েছেন। আমিও শিখে নিলাম অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

বাহ রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর হামিং বার্ড অরিগামি বানিয়েছেন । তবে এটি ঠিক এই জিনিসগুলো বানানো কষ্ট। আর ভাজ গুলো যখন ভুলে যায় তখন কাজগুলো আরো কঠিন হয়ে যায়। তবে আপনার রঙিন কাগজের হামিং বার্ড অরিগামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত হামিং বার্ড অরিগামি বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62701.63
ETH 2445.02
USDT 1.00
SBD 2.67