বন্ধু বান্ধবীরা সবাই পদ্মার পাড়ে ঘুরতে যাওয়া

in আমার বাংলা ব্লগ3 months ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

IMG20240622174452.jpg

IMG20240622182006.jpg

আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো।বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে।নদীর পাড় সবার পছন্দের জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা।আমারও ভালো লাগে নদীর পাড়ে সময় কাটাতে।তবে রাজবাড়ী শহর একদমই অপরিচিত আমার। তাই তানিয়া আমাকে ওর শহর ঘুরে দেখাবে বললো।এজন্য প্রথমেই শহীদ মিনারে গেলাম আমরা রেল মাঠের পাশে।সেখানে গিয়ে খানিকক্ষণ বসে থাকলাম ওরা সবাই ছবি তুললো আমার ছবি তুলতে ইচ্ছা করলো না ।তাই আর তোলা হলোনা।সবাই বারবার বলছিল ছবি তুলতে কারণ আইফোন ছিল এক বন্ধুর।সবাই আইফোন দিয়ে ছবি তুলছিল যে যার যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দের ছবি দেওয়ার জন্য।আবার সোস্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার জন্য।আমার আর সেসব ঝামেলা নেই এজন্য তুললাম না ,হাহা।তবে অন্যের দামি ফোন দিয়ে ভালো ছবি তুলে কি লাভ ।এজন্যই আমার অন্যের জিনিসে কোনো ইন্টারেস্ট নেই ।আমি নিজের যা আছে তাতেই খুশি।তাছাড়া আমি পিছনে ফিরে তাকানো মানুষ না।

IMG20240622183921.jpg

IMG20240622183953.jpg

যেহেতু নদীর পাড়ে বিকেলের দিকে যাব তাই তানিয়া বললো আমরা দুজন মেয়ে নদীর পাড়ে শেষ বিকেলে যাওয়া ঠিক হবেনা । এজন্যই মূলত আমাদের ডিপার্টমেন্টের আরো তিন চারজন বন্ধুকে কল দিয়েছিল আসতে।সবাই শহীদ মিনার থেকে ছবি তোলা শেষ করলে আমরা গুদার বাজার পদ্মার পাড়ের উদ্দেশ্যে রওনা দিই।আমাদের পৌঁছাতে মাত্র ১০ মিনিট লাগে।শেষ বিকেলে নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটার পর বেশ ভালো লাগলো ।নদীর পাড়ে ঠাণ্ডা বাতাস সেই সাথে সবার সাথে আড্ডা দিয়ে ভালো সময় কাটলো।যদিও আড্ডা তে আমি আবার পারদর্শী না কেননা আমি খুবই চুপচাপ মানুষ।তাই সবার মাঝে বসে সবার গল্প শোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই বলা যায়,হাহাহা।আমার বান্ধবী আবার গল্পের ঝুড়ি তাই আমার চুপচাপ থাকায় কোনো সমস্যা নেই বলতে পারেন।জীবনে দুরন্ত টাইপ হওয়াটা জরুরি যা আমার বান্ধবীকে দেখে বুঝতে পারি।যেকোনো পরিস্থিতি খুব সহজেই সামলে নিতে পারে ও।সবাই আমার চুপচাপ নিয়ে মনে মনে হয়তোবা বিরক্ত । আমি আসলে মানুষটাই এরকম কি আর করা তাই।তারপর এখানে সবাই আবার গ্রুপ ফটো তুললো।এখানে আর না করতে পারলাম না কারণ সবার মধ্যে একা আলাদা থাকলে বন্ধুত্ব হয়না সেজন্য। তাই সবার সাথে গ্রুপ ফটোতে অংশ নিলাম।

IMG20240622184949.jpg
নদীর পাড়ে নৌকা গুলো বাধা ছিল।একটি বালি তোলা মেশিন দেখতে পারছেন বন্ধুরা।এটা দিয়ে বালি তোলা হয়।তারপর সন্ধ্যার মধ্যে আমরা ফিরে আসি এবং বাজার থেকে রাজবাড়ীর বিখ্যাত ফুসকা খাই।তারপর বাসায় ফিরে আসি।সব মিলিয়ে ঈদের পরে এই প্রথম আমার অনেকটা ঘুরাঘুরি হলো।তাই অনেকটা সুন্দর সময় কাটালাম।পরবর্তী মাস থেকে আমাদের সবারই খুব চাপের মধ্যে থাকতে হবে।এজন্য আর ফ্রি সময় পাওয়া যাবেনা।ঈদের এই সময়টা সবাই ফ্রি থাকায় মূলত ঘুরতে যাওয়া হলো।এই ছিল আমার আজকের দিনের ঘুরাঘুরির ছোট্ট ব্লগ।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনরাজবাড়ী

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-22th June,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 3 months ago 

অন্যের আইফোন দিয়ে ছবি তুলে লাভটা কি আপনি ঠিক বলছেন। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই হচ্ছে ভালো। আপনারা তো বন্ধু বান্ধবীরা মিলে অনেক ঘোরাঘুরি করলেন। খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন। সেই সুন্দর মুহূর্তটি ফটোগ্রাফি এবং বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 months ago 

আসলেই কি লাভ,পরের জিনিসে ছবি তুলে।

 3 months ago 

সাবধানে পদ্মা নদীর পারে কিন্তু শুধু রাসেল ভাইপার 🙂 যাই হোক ঈদের সময়ে সবাই অনেকটা টেনশনমুক্ত থাকে তাই বান্ধবীদের সাথে ঘুরতে গেলে সুন্দর সময় পার করা যায়। পদ্মা নদীর পাড়ে সুন্দর সময় পার করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

রাসেল ভাইপার তো সবজায়গায়।

 3 months ago 

অন্যের জিনিসের প্রতি এরকম ইন্টারেস্ট আমার নিজেরও নেই। আর এটা না থাকাই ভালো। নিজের যা আছে তা নিয়েই থাকা ভালো বলে মনে করি। ভালোই করেছেন অন্যের আইফোনে ছবি না তুলে। যাইহোক ঈদের পরে বন্ধুদের সাথে এত ভালো সময় কাটিয়েছেন দেখে তো খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে এই ধরনের জায়গাগুলোতে গিয়ে সময় কাটাতে খুব ভালোই লাগে কিন্তু। আপনাদের কাটানো এত সুন্দর একটা মুহূর্তের পোস্ট পড়ে দারুন উপভোগ করলাম। এরকম সময় যেন সব সময় আপনার জীবনে আসে এটাই কামনা করি।

 3 months ago 

না থাকায় ভালো কারণ এগুলো লোভের কাতারে পড়ে,ধন্যবাদ।

 3 months ago 

পদ্মার পাড়ে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলেন এটা শুনে খুব ভালো লাগলো আপু। এই ধরনের জায়গা গুলোতে ঘুরতে যেতে এমনিতেই ভালো লাগে। আর বন্ধু-বান্ধবদের সাথে গেলে তো আরো ভালো সময় কাটানো যায়। সব বন্ধুরা মিলে খুব ভালোভাবে আড্ডা দিয়েছিলেন বুঝতেই পারছি, যদিও আপনি কম কথা বলেন। আপনি কম বললেও অন্যরা তো আর থেমে থাকে নি। যাইহোক খুব ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্তটি।

 3 months ago 

জি ভাইয়া নদীর পাড়ে সবারই ভালো লাগে,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

পদ্মার পাড়ে গিয়ে সকলে মিলে দারুন কিছু মুহূর্ত উপভোগ করেছেন আপু। সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে পদ্মা পাড়ের সৌন্দর্য আমরাও উপভোগ করতে পারলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

জি আপু সবাই একসাথে ঘুরতে গেলে ভালোই লাগে

 3 months ago 

পদ্মা নদীর মনরম পরিবেশে আপনার বন্ধু বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলেন। বন্ধু বান্ধবীরা একসাথে বেড়াতে গেলে খুব আনন্দ করা যায়। বিশেষ করে নদীর পাড়ে ঠান্ডা বাতাস গায়ে লাগলে মনটা শীতল হয়ে যায়। বন্ধু বান্ধবী মিলে পদ্মা নদীর পাড়ে অনেক মজা করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

পৃথিবীতে সব মানুষ একরকম হয় না। কিছু কিছু মানুষ চুপচাপ থাকতে পছন্দ করে এবং কিছু কিছু মানুষ বেশি কথা বলতে পছন্দ করে। তবে আমার মতে চুপচাপ থাকাটাই ভালো। কারণ নীরব থাকাটাও এক ধরনের ইবাদত। তবে এটা ঠিক যে,বেশি চুপচাপ থাকলে আশেপাশে থাকা মানুষজন বিরক্ত বোধ করে। যাইহোক পদ্মার পাড়ে গিয়ে আপনারা বেশ ভালো সময় কাটিয়েছেন। শেষ বিকেলে শুধুমাত্র আপনারা দুইজন মেয়ে নদীর পাড়ে না গিয়ে, কয়েকজন বন্ধুদেরকে সাথে করে নিয়ে যাওয়াতে খুব ভালো হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61342.71
ETH 2389.65
USDT 1.00
SBD 2.56