হাসপাতালে কিছুক্ষণ||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

IMG20230803104018.jpg

আজ দুইদিন যাবৎ পরিবেশ বেশ ঠান্ডা।আবহাওয়া অনেকটাই অনুকূলে এসেছে।গরমের তীব্রতা কমে স্বস্তির বৃষ্টি প্রকৃতিতে বিরাজমান।তবে আজকে সকালের দিকে একটু হাসপাতালে যেতে হয়েছিল আম্মুকে নিয়ে।আম্মুর চোখের চিকিৎসা চলমান।কয়েক মাস যাবৎ ড্রপ ব্যবহার করছেন।তবে চোখের পাপড়ির উপরে বেশ খানিকটা ফুল গেছে দেখতে অনেকটা ছোট টিউমারের মতো।এর আগে সামান্য কিছু অংশ দেখা যেত।তখন চোখের ডাক্তার দেখানোর সময় ডাক্তার বলেছিলেন,এটা কিছু না।এই চার পাঁচদিন বেশ খানিকটা অংশ জুড়ে নিয়েছে ছোট এই অংশটি।আমরা ভেবেছিলাম হয়তো বা চর্বি টিউমার বা এই জাতীয় কিছু।তাই এটির চিকিৎসার জন্যই মূলত আজকে সকালবেলা হাসপাতালে যাওয়া।

IMG20230803103947.jpg

আমরা বাসা থেকে বেরিয়েছিলাম সকাল নয়টার দিকে। বাসা থেকে হাসপাতালে যেতে এক ঘণ্টার মতো সময় লেগেছিল।তারপর হাসপাতালে পৌঁছে প্রথমে আড়াইশ বেডে গেলাম টিকেট কাটার জন্য।টিকেট নেওয়ার জন্য সিরিয়ালে দাড়াতে হয়েছিল,এজন্য দশ মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল ।কিন্তু সিরিয়ালে দাড়িয়ে টিকেট নিতে গেলে ওখানকার স্টাফ আমাদের পাঁচশ বেডে যেতে বলেন।কারণ এই সমস্যা নাকি সার্জারি বিশেষজ্ঞ দেখেন।আমরা ভেবেছিলাম হয়তো চর্ম রোগ বিশেষজ্ঞ দেখবেন,তাই আগে আড়াইশ বেডে গিয়েছিলাম।তারপর আমরা পাঁচশ বেডে গেলাম।আড়াইশ বেড থেকে পাঁচশ বেডের দুরত্ব খুবই সামান্য।এক মিনিট মতো লাগে যেতে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে আরকি।

IMG20230803103726.jpg

IMG20230803103644.jpg

তারপর আমরা পাঁচশ বেডে গিয়ে টিকেট কেটে নিলাম।সেখানে গিয়ে সিরিয়ালে দাড়াতে হয়নি।আসলে বৃষ্টির দিন থাকায় খুব একটা রোগীর চাপ ছিলনা।টিকেট কেটে নেওয়ার পর সেখানকার স্টাফ বললেন, চক্ষু বিভাগে দুইশত চার নম্বর কক্ষে যান।তারপর সেখানে প্রায় এক ঘণ্টা মতো অপেক্ষা করার পর আম্মুর সিরিয়াল এলো।ডাক্তার আম্মুর সমস্যার কথা শুনলেন এবং একটি পরীক্ষা দিলেন।কোনো ধরনের ব্যথা বা অন্য উপসর্গ না থাকায় তিনি বললেন চর্বি জমেছে শরীরে।এজন্য তিনি লিপিড পরীক্ষা দিলেন।যেটা খালি পেটে করতে বলেছিলেন।কিন্তু আমরা নাস্তা করে গিয়েছিলাম।তাই আম্মুর পরীক্ষাটি আজকে আর করতে পারলাম না।যেহেতু আগামীকাল শুক্রবার বন্ধ থাকবে হাসপাতাল।তাই আগামী শনিবার পরীক্ষাটি করবো ইনশাআল্লাহ।

IMG20230803103601.jpg


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর
ইংরেজি তারিখ০৩-০৮-২০২৩
সময়১০:৩৬-১০:৪০
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

আজকাল বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যাচ্ছে মানুষের। তবে এ ধরনের চোখের সমস্যা আমার হয়েছিল অনেকদিন আগে। চোখের চামড়ার উপর ছোট টিউমারের মত। দুই চোখে আমার অপারেশন করে টিউমার গুলো নিতে হয়েছে। কিন্তু আপনার আম্মুর সমস্যাটা কি রকম সেটা আমি জানি না অবশ্যই ডাক্তার ভালো বুঝবেন। তাহলে তো ভালোই ভোগান্তির শিকার হয়েছেন হাসপাতালে গিয়ে। আপনার আম্মুর জন্য দোয়া রইল যেন কোন জটিল কিছু না হয়।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হাসপাতালে কিছু সময় অতিবাহিত এই বিষয়ে একটি পোস্ট। আপনি মূলত আপনার আম্মুর চোখের সমস্যার কারণে হাসপাতালে ডক্টর দেখানোর জন্য গিয়েছিলেন। আপনার আম্মুর জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

অনেকদিন পর চেনা হাসপাতাল দেখে ভালো লাগলো। ভালো করেছেন আপু আপনার আম্মুর চোখের সমস্যার জন্য অবহেলা না করে দ্রুত ডাক্তারের কাছে চলে গিয়েছেন। খাবার খেয়ে যাওয়ার কারনে টেস্ট করতে পারলে না এজন্য একদিন পিছিয়ে গেলেন। যাই হোক শনিবারে আশা করি টেস্ট করে আবারো ডাক্তার দেখাতে পারবেন। দোয়া রইল আপনাদের জন্য।

 last year 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 last year (edited)

আপনি আপনার আম্মুকে নিয়ে হাসপাতালে যাওয়ার মুহূর্তটা আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। আপনার আম্মুর চোখের চিকিৎসা এখন তাহলে চলমান। ডাক্তার আপনার আম্মুকে পরীক্ষা দিয়েছে যেহেতু খালি পেটে দিয়েছিল তাই আর করা হয়নি দেখছি। আশা করছি শনিবারে ভালোভাবে পরীক্ষাটা করাতে পারবেন। এবং পরীক্ষার রিপোর্ট ও অনেক বেশি ভালো আসবে। যাইহোক আশা করছি রিপোর্টে কি এসেছে তা পরবর্তীতে শেয়ার করবেন।

 last year 

জি আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এটা কিন্তু সত্যি যে কয়েকদিন পর্যন্ত পরিবেশটা অনেক বেশি সুন্দর। আপনারা হসপিটালে গিয়েছিলেন। আপনি আপনার আম্মুকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন এবং কিছুক্ষণ পর্যন্ত সেখানে ছিলেন। যদিও টেস্ট করানোর জন্য দিয়েছিল, আসলে বেশিরভাগ টেস্টগুলো খালি পেটে করা লাগে। আশা করছি ভালভাবে শনিবারের টেস্টটা করাতে পারবেন আপনারা। দোয়া করি যেন রিপোর্টটা ভালো আসে।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 last year 

প্রথমেই আপনার আম্মুর দ্রুত সুস্থতা কামনা করছি। সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো, তবে সিরিয়াল অনেক। প্রচন্ড সময় ব্যয় করতে হয় সরকারি হাসপাতালে গিয়ে। ডাক্তার যেহেতু টেস্ট করতে বলেছে,তাই রিপোর্ট দেখার পরই বুঝা যাবে সমস্যা কোথায়। যাইহোক শনিবার সকালে তাড়াতাড়ি গিয়ে অবশ্যই পরীক্ষা করাবেন। আপনার আম্মুর জন্য শুভকামনা রইল।

 last year 

জি, সরকারি হাসপাতালে চিকিৎসা তেমন ভালো না প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য সেখানে যাওয়া হয় আরকি।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45