ডাই প্রজেক্ট||রঙিন মাছের অরিগামি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের পোস্টের বিষয় রঙিন মাছ।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।এছাড়াও পোস্টে ভিন্নতা আনতে এসকল অরিগামি প্রজেক্টের জুড়ি নেই।এজন্য আমি প্রতি সপ্তাহে একটি করে ডাই প্রজেক্ট শেয়ার করার চিন্তা করেছি।আর সেই অনুযায়ী আজকের ডাই পোস্ট।তাই আমি আজকে আপনাদের মাঝে রঙিন কাগজের তৈরি একটি মাছের অরিগামি নিয়ে হাজির হয়েছি। আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামিটি তৈরি করেছি, নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

❤️ রঙিন মাছ❤️

GridArt_20230815_211242377.jpg


উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • আঠা
  • পোস্টার রং
  • মার্কার পেন
  • কেচি

ধাপ-১

প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে নিয়েছি।তারপর কোনাকুনি ভাজ করে নিয়েছি একইভাবে দুই দিক থেকে। ভাজ খোলার পরের অবস্থা ছবিতে দেখানো হয়েছে।

IMG20230815202600.jpg

IMG20230815202703.jpg

IMG20230815202748.jpg

ধাপ-২

এবার মাঝ বরাবর ভাজ করে নিয়েছি দুইবার দুই দিক থেকে।ভাজ খুললে ছবির মতো দেখতে হবে।

IMG20230815202926.jpg

IMG20230815203004.jpg

ধাপ-৩

এবার ভিতরের দিকে ভাজ দিয়ে নিয়েছি ছবির মতো করে।তারপর উপরের অংশ দুই দিক থেকে ভাজ করে নিয়েছি ছবির মতো।

IMG20230815203058.jpg

IMG20230815203210.jpg

IMG20230815203413.jpg

ধাপ-৪

এবার দুই দিক থেকে দুই অংশ বের করে নিয়েছি ছবির মতো।তারপর কেচি দিয়ে কাগজের দুই অংশ কেটে নিয়েছি মাছের লেজ তৈরি করার জন্য।

IMG20230815203541.jpg

IMG20230815203917.jpg

IMG20230815204004.jpg

ধাপ-৫

এবার পোস্টার রং দিয়ে চোখ এঁকে নিয়েছি। ঠোঁটের অংশ আর্ট করতে মার্কার পেন ব্যবহার করেছি।

IMG20230815204843.jpg

ধাপ-৫

তারপর আঠা দিয়ে লেজ লাগিয়ে নিয়েছি।এবার আমার রঙিন মাছের অরিগামি প্রস্তুত।

IMG20230815210855.jpg

IMG20230815210854.jpg

IMG20230815210853.jpg

IMG20230815210856.jpg

IMG20230815210852.jpg

IMG20230815210855-removebg-preview (3).png

IMG20230815210855-removebg-preview (2).png

IMG20230815210855-removebg-preview (1).png

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

আপু আপনি খুব সুন্দর একটি মাছের অরিগামি শেয়ার করেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার উপস্থাপনা ও দারুন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই অরিগামিটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে মাছের অরিগ্যামি তৈরি করেছেন। অরিগ্যামি কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে তৈরি করতে হয় বলে বেশি ভালো লাগে বানাতে।আমার কাছে বেশ সুন্দর লেগেছে আপনার মাছের অরিগ্যামি।অনেক ধনযবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।আপনার ভালো লেগেছে পোস্টটি।জেনে খুশি হলাম।

 last year 

রঙিন কাগজ দিয়ে মাছের অরিগমি তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া ‌। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই কাগজের মাছ দেখে।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

রঙিন মাছের অরিগামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আমি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে খুবই নিখুঁতভাবে অরিগামিটি তৈরি করেছেন। অনেক সুন্দর উপস্থাপনা। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। আর রঙিন কাগজ দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেগুলো খুবই সুন্দর লাগে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা মাছের অরিগামিটি খুবই সুন্দর হয়েছে। দেখতে ভালো লাগছে খুব। আসলে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো বেশ চমৎকার লাগে আমার কাছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া ।শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি মাছের অরিগামী তৈরি করেছেন আপু। আপনার তৈরি মাছের অরিগামী দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে এটি তৈরি করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আপনার পোস্টে দেখার সাথে সাথে আমিও চেষ্টা করছিলাম, চার নাম্বার ধাপে এসে কি যেন করে ফেললাম মাছ আর তৈরি হলো না, তবে আপনার মাছটা খুব সুন্দর হয়েছে।

 last year 

চতুর্থ ধাপ যেহেতু অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। পরের স্টেপ গুলো তো সহজ ছিল,ঠান্ডা মাথায় চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।

 last year (edited)

প্রতিটা মানুষের মধ্যে প্রতিভা বিদ্যমান। তবে হ্যাঁ কারো মাঝে কম কারো মাঝে বেশি। আর এই প্রতিভা প্রতিফলন করার জন্য একটা জায়গা দরকার। আমার মনে হয় যারা আমার বাংলা ব্লগে কাজ করেন তারা খুব ভালোমতো সেই জায়গাটি পেয়েছেন। যার মধ্য দিয়ে তাদের প্রতিভা গুলো ফুটে তুলছে। আপনি আজকে মাছের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগ্যামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রঙিন মাছের অরিগামী তৈরি করে প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47