রেসিপি||মিনি সিঙ্গারা||

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা।আমার আজকের ব্লগটি একটি রেসিপি ব্লগ।আজকে আমি আপনাদের মাঝে মিনি সিঙ্গারা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি।প্রতিদিন আমরা বিকেলের নাস্তায় বিভিন্ন ঘরোয়া আইটেম তৈরি করে থাকি।আর ভাজাপোড়া আইটেমগুলো একটু বেশিই যেন পছন্দ আমাদের।কয়েকদিন আগে বাসায় বিকেলের দিকে রেসিপিটি তৈরি করা হয়েছিল।যেহেতু ছবিগুলো তুলেছিলাম,তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি।চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার মিনি সিঙ্গারা তৈরির প্রক্রিয়া।নিম্নে সিঙ্গারা তৈরির সমস্ত প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছি।

মিনি সিঙ্গারা

GridArt_20230823_165151789.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • ময়দা
  • আলু
  • লবণ
  • গোল মরিচ
  • শুকনো মরিচ
  • সোয়াবিন তেল
  • কাঁচা মরিচ
  • ধনিয়া গুড়া
  • হলুদ গুড়া
  • পেঁয়াজ
  • রসুন

GridArt_20230823_164400352.jpg

ধাপ-১

প্রথমে ময়দা পরিমাণ লবণ,সোয়াবিন তেল,পানি দিয়ে মেখে নিয়েছি।তারপর আধা ঘণ্টা মতো রেস্টে রেখে দিয়েছি।

GridArt_20230823_164421963.jpg

ধাপ-২

এবার আলুর পুর তৈরি করে নিব।এজন্য প্রথমে আলু,পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি।তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা মরিচ ফালি,বাটা মসলা(শুকনো মরিচ, পেঁয়াজ,রসুন,গোল মরিচ ) উপকরণগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলু দিলাম।তারপর কিছুক্ষণ রান্না করে আলুর পুর একটি পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য।

GridArt_20230823_164541737.jpg

GridArt_20230823_164608542.jpg

ধাপ-৩

এবার রুটি বেলে নিয়ে মাঝখান থেকে কেটে সিঙ্গারার আকৃতি করে নিলাম এবং আলুর পুর দিলাম।সবগুলো সিঙ্গারা একইভাবে তৈরি করে নিলাম।

GridArt_20230823_164748000.jpg

ধাপ-৪

এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিলাম সিঙ্গারাগুলো।এভাবেই সবগুলো সিঙ্গারা ভেজে নিলাম।আমার রেসিপিটি প্রস্তুত হয়েছে।

GridArt_20230823_164840853.jpg

ধাপ-৫

এবার সিঙ্গারাগুলো শসা দিয়ে একটি পাত্রে পরিবেশন করেছি।

GridArt_20230823_165151789.jpg

ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার রেসিপিটি।আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

ঠিকই বলেছেন আপু ভাজাপোড়া আইটেমগুলো আমাদের একটু বেশিই পছন্দ। সিঙ্গারা খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে ইচ্ছে করছে একটু খেয়ে ফেলতে। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

মিষ্টি নাস্তা থেকে ঝাল জাতীয় নাস্তাগুলো আমার বেশ পছন্দের। আর ভাজাপোড়া হলে তো কথাই নেই। বিকেলবেলা গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। দেখেই খেতে ইচ্ছে করছে। অনেকদিন খাওয়া হয়না। এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখব। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জি অবশ্যই ট্রাই করে দেখবেন,ধন্যবাদ আপু।

 last year 

আর বলেন না আপু প্রতিদিন অফিসে ভাজাপোড়া খেতে খেতে শরীরের বারোটা বাজিয়ে দিয়েছি। বেশ সুন্দর করে দেখছি সিঙ্গারা বানিয়েছেন। মনে হয় খেতে অনেক টেস্ট হয়েছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু খেতে টেস্ট ছিল।ধন্যবাদ আপনাকে ।

 last year 

পৃথিবীতে সিঙ্গারা থাকতে মানুষ কেন যেন বিড়ি সিগারেট খায় আমার বুঝে আসে না। আমার তো অন্য কোন নেশা ধরে না, শুধু সিঙ্গারা খাওয়ার নেশা ধরে,হা হা হা। ধন্যবাদ।

 last year 

মিনি সিঙ্গারা নামটা প্রথম শুনলাম সিঙ্গারা তেমন একটা ভাল লাগে না আমার কাছে আপনার রেসিপিটার উপস্থাপন সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো আপনার জন্য

 last year 

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

বিকেলের নাস্তায় যে কোন কিছু বাসায় তৈরি করে খাওয়া ভালো আপু। তাছাড়া বাজারের জিনিস গুলো স্বাস্থ্যের জন্য তেমন ভালো নয়। বিকেল বেলায় ভাজা পুড়া খেতে ভীষণ ভালো লাগে। আপনি বেশ মজার করে মিনি সিঙ্গারা তৈরি করলেন ভালো লাগলো দেখে। নিশ্চয়ই খেতে অনেক ভালো লাগবে ঝাল ঝাল করে তৈরি করলে। অনেক ধন্যবাদ রেসিপিটি আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ঠিক বলেছেন একদম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সিঙ্গারা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার মিনি সিঙ্গারা গুলো দেখে অনেক বেশি সুস্বাদু লাগছে। মিনি সিঙ্গারা তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিকেল বেলায় ধরনের ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে মিনি সিঙ্গারা রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90