ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো করে আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ ফুলের ফটোগ্রাফি ❤️

আমি আজকে আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। পোস্টে ভিন্নতা আনতে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট করে থাকি।আর এই ভিন্নতা ধরে রাখতে ফটোগ্রাফি ব্লগ ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় লেখা।তাই আজকে আমার ফটোগ্রাফি ব্লগ। আমার আজকের ফটোগ্রাফির বিষয় হচ্ছে ফুল।আমি বিভিন্ন স্থান থেকে ফটোগ্রাফিগুলো করেছিলাম। নিম্নে আপনাদের সাথে শেয়ার করছি।

IMG20230621121427.jpg

Divice:Realme 5i
Location

IMG20230621121409.jpg

Divice:Realme 5i
Location
এই ফুলটির নাম তেলাকচু ফুল। তেলাকচু ফুল সাদা হওয়ায় দেখতে চমৎকার লাগে।ফটোগ্রাফিটি আমি রাস্তার পাশ থেকে করেছিলাম কলেজ যাওয়ার পথে।

IMG20230517163837.jpg

Divice:Realme 5i
Location
এই ফুলটির নাম বাগান বিলাস ফুল। গাঢ় মেজেন্ডা রঙের হওয়ায় ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছিল।এই ফুলটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে লাগানো হয়ে থাকে। ফটোগ্রাফিটি কলেজের পাশ থেকেই করেছিলাম।

IMG20230621121329.jpg

Divice:Realme 5i
Location

IMG20230621121336.jpg

Divice:Realme 5i
Location


এই ফুলটির নাম জংলি টগর ফুল।সাদা রঙের হওয়ায় দেখতে ভীষণ ভালো লাগছিল।ফুলটির আকৃতিও বেশ সুন্দর এবং কিউট।আমি আমার এক বান্ধবীর বাসা থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।বাসার সামনে পাথর গুলোর মধ্যে ফুটে থাকা ফুলটি আকর্ষণীয় লাগছিল দেখতে। আপনাদের কারও ফুলটির নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা।

IMG20230517163903.jpg

Divice:Realme 5i
Location


IMG20230517163833.jpg

Divice:Realme 5i
Location


হলুদ রঙের ফুলের নাম জবা ফুল।এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে। অন্যান্য রঙের পাশাপাশি হলুদ রঙের জবা ফুল বেশ চমৎকার লাগে।তবে এর আগে আমার হলুদ জবা সামনে থেকে কখনও দেখা হয়নি।ফুলটির ফটোগ্রাফি করেছিলাম নার্সারি থেকে।

ধন্যবাদ সবাইকে আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটি।আবার নতুন কোনো ফটোগ্রাফি ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha
লোকেশনফরিদপুর

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। একদম ঠিক কথা বলেছে সপ্তাহের ফটোগ্রাফি পোস্ট যদি না করাও তাহলে যেন কেমন কেমন লাগে। আমার কাছে ফটোগ্রাফি পোস্ট টা অনেক বেশি ভালো লাগে। হলুদ জবা ফুল অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 last year 

আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি তেলাকুচা ফুল অনেক দিন পরে দেখলাম। আর হলুদ জবা ফুল অনেক ভালো লেগেছে, আসলে ফটোগ্রাফিতে এতো সুন্দর লাগছে হয়তো গাছে আরো কতো সুন্দর লাগবে। ফুল গুলোর পাশাপাশি সুন্দর বর্ণানা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। আজ আপনি বেশি দুর্দান্ত কিছু ফুলের ফটো করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। আসলে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। বিশেষ করে আমার কাছে হলুদ জবা ফুল এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রতি সপ্তাহে একটি করে ফুলের ফটোগ্রাফি কিংবা প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার কার না করলে কেমন জানি লাগে। ফুলের ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি সবার সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফুলের দৃশ্য দেখতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু দেখার সুযোগ করে দেওয়ার জন্য ফুলের ফটোগ্রাফি গুলো।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 last year 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। তেলাকচু ফুল আগে আমি কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আপু বেশকিছু দিন পর আজ আপনার পোস্ট দেখতে পেলাম।আপনি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলেন। ফুল আমরা সবাই খুব ভালোবাসি।এই ফুলের ফটোগ্রাফি করতেও ভীষন ভালো লাগে।আপনার তোলা ফুলের ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। হলুদ রঙের জবা সত্যি ই অসাধারণ লাগছে। জংলি টগর ফুলের সৌন্দর্য ও কিন্তু কোন অংশে কম নয়।আর তেলাকচু ফুল আজ প্রথম দেখলাম। যদিও পাতার বরা করে খেয়েছি অনেক।সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।

 last year 

হাজার রকম ফুলের মাঝে তেলাকচু ফুলটি আনকমন। প্রকৃতি আমাদের মন ভরে দিতে চাই। কিন্তুু আমরা নিতে জানি না। আমাদের আশে পাশে এমন ফুল গাছ থাকলে কত ভাল লাগে। অথচ আমরা এগুলোর মূল্য বুঝি না। ধন্যবাদ আপু।

 last year 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। ফুলের ফটোগ্রাফি দেখতে এবং করতে আমার খুব ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। তবে হলুদ জবা ফুলটি দেখতে বেশি ভালো লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের মাধ্যমে সবসময় উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62164.65
ETH 2439.44
USDT 1.00
SBD 2.67