গ্রামীণ দৃশ্যের চিত্র||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।আজকে আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের আর্টটি গ্রামীণ দৃশ্যের আর্ট।আমাদের সবারই পছন্দের আর্ট গুলোর তালিকায় রয়েছে গ্রামীণ দৃশ্য।এই আর্ট গুলো দেখতে যেন একটু বেশিই ভালো লাগে রঙের সাথে।অনেকদিন পর আমার এই আর্ট পোস্টটি শেয়ার করা, আশা করছি ভালো লাগবে আপনাদের আর্টটি।তো বন্ধুরা যেভাবে আর্টটি করেছি,আপনাদের মাঝে ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।
গ্রামীণ দৃশ্য
উপকরণসমূহ-
- আর্ট পেপার
- পেন্সিল 6B,HB
- রবার
- স্কেল
- কম্পাস
- রং পেন্সিল
ধাপ-১
প্রথমে সাদা কাগজে উপরের একটি পেন্সিল এবং স্কেল দিয়ে পাহাড় এবং সূর্য এঁকে নিয়েছি।
ধাপ-২
এবার ঘর এঁকে নিয়েছি পাশে একটি খড়ের পালা।
ধাপ-৩
ডান পাশে নদী এবং নৌকা এঁকেছি।
ধাপ-৪
চাঁদ, সূর্য, পাহাড়,আকাশ স্টেপ বাই স্টেপ রঙ করেছি ছবির মত।
ধাপ-৫
এবার নৌকা গাঢ় কালো রং করে নিয়েছি এবং নদীর রঙ করেছি নীল রঙ দিয়ে।পুরো দৃশ্যের রঙ করেছি স্টেপ বাই স্টেপ।
ধাপ-৬
এবার নিজের সাইনের মাধ্যমে আর্ট শেষ করেছি।
আর্টটি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
---|---|
ফটোগ্রাফার | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর,রাজবাড়ি |
তারিখ | ১৪ইজুলাই,২০২৪ |
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness
চমৎকার সুন্দর গ্রামীণ দৃশ্যের চিত্র ফুটিয়ে তুলেছেন আপু আপনার আর্টের মাধ্যমে। গ্রামীণ চিত্র গুলো খুব ভালো লাগে দেখতে এভাবে আর্ট করলে। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে গ্রামীণ চিত্র আর্ট পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।
গ্ৰামের দৃশ্যের আর্ট এবং ফটোগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি গ্ৰামীন দৃশ্যের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতে এতো সুন্দর একটি আর্ট দেখে বেশ ভালো লাগছে। আর্টের মধ্যে বেশ কয়েকটি রং ব্যবহার করার জন্য একটু বেশি ভালো লেগেছে।
আপনি আজ আমাদের মাঝে বেশ সুন্দর করে গ্রামীণ দৃশ্যের চিত্র অংকন করেছেন বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে সবুজ শ্যামল গ্রামীণ দৃশ্য প্রতিটি ধাপ দেশ দক্ষতার সহিত আমাদের মাঝে পর্যায়ক্রমে তৈরি করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
ছোটবেলায় এভাবে গ্রামীন দৃশ্য অংকন করতাম। আজকে আপনার গ্রামীন দৃশ্যের এই অঙ্কন টি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।যাই হোক খুব সুন্দর হয়েছে আপনার আর্টটি। এত সুন্দর ভাবে গ্রামীণ দৃশ্যের এই চিত্র অংকনটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকদিন পর আপনি আর্ট পোস্ট করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনি আর্ট করার চেষ্টা করেছেন এটাই অনেক। আশা করছি সময়ের সাথে সাথে আপনার আর্টের দক্ষতা আরো বেড়ে যাবে। শুভকামনা রইলো আপু।
সুন্দর একটি গ্রামীণ দৃশ্য অংকন করে ফুটিয়ে তুলেছেন দেখতে চমৎকার লাগছে আপু। উপরের অংশে সূর্যের দৃশ্যটা বেশি ভালো লেগেছে আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি গ্রামীণ যে দৃশ্য অঙ্কন করেছেন দেখতে বেশ ভালো লেগেছে কিন্তু আর একটু ভালো করার চেষ্টা করলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। তবে দৃশ্যটি যে খুবই চমৎকার এতে কোন সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।