ডাই প্রজেক্ট||রঙিন কাগজের তৈরি গাজর অরিগামি||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।কয়েকদিন আবহাওয়া বিরূপ ছিল, তীব্র গরম চারিদিকে।তবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়া বেশ অনুকূলে এসেছে।কয়েকবার বৃষ্টি হওয়ায় প্রকৃতি অনেকটা ঠান্ডা এখন।বাইরে বাতাস প্রবাহমান।যাইহোক বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি।আজকে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি একটি অরিগামি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।পোস্টে ভিন্নতা আনতে এসকল অরিগামি প্রজেক্টের জুড়ি নেই।তাই আমি আজকে আপনাদের মাঝে রঙিন কাগজের তৈরি একটি গাজরের অরিগামি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটি। আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে গাজরের অরিগামিটি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।

❤️ রঙিন গাজর❤️

GridArt_20230801_215732977.jpg


উপকরণসমূহ-

  • রঙিন কাগজ
  • কেচি

ধাপ-১

প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকার করে কেটে নিয়েছি ২১ সেন্টিমিটার বরাবর।তারপর ভাজ করে নিয়েছি কোনাকুনি দুইবার করে,ত্রিভুজের মতো লাগছে দেখতে।

IMG20230801210720.jpg

IMG20230801210811.jpg

IMG20230801210932.jpg


ধাপ-২

এবার ভাজের অর্ধেক বরাবর দুইদিক থেকে সমান করে ভাজ করে নিয়েছি ছবির মতো।

IMG20230801211110.jpg

IMG20230801211240.jpg

ধাপ-৩

এবার ছবির মতো করে দুইটি ভাজ দিয়ে নিয়েছি দুই দিক থেকে।এভাবে ভাজ দেওয়ায় বিপরীত দিকে দেখতে ছবির মতো হয়েছে।

IMG20230801211400.jpg

IMG20230801211448.jpg

IMG20230801213915.jpg

ধাপ-৪

এবার গাজরের উপরের অংশের জন্য ৭ সেন্টিমিটার করে কেটে নিয়েছি এবং ছবির মতো করে ভাজ দিয়ে নিয়েছি।একইভাবে দুইটি করে উপরের অংশ করে নিয়েছি।

IMG20230801212409.jpg

IMG20230801212456.jpg

IMG20230801212522.jpg

IMG20230801212620.jpg

IMG20230801212727.jpg

IMG20230801212823.jpg

ধাপ-৫

এবার নিচের অংশের মধ্যে তৈরি করা উপরের দুইটি অংশ উপরে বসিয়ে দিব।এভাবে আমার গাজরের অরিগামি প্রস্তুত হয়ে যাবে।

IMG20230801215444.jpg

IMG20230801213745.jpg

IMG20230801213746.jpg

IMG20230801213747.jpg

IMG20230801213748.jpg

IMG20230801213749.jpg

IMG20230801213748-removebg-preview.png

IMG20230801213746-removebg-preview.png

IMG20230801213747-removebg-preview.png

বিভাগডাই প্রজেক্ট
ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@rahnumanurdisha
লোকেশনসুলতানপুর,রাজবাড়ি

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

রঙিন কাগজের তৈরি গাজর অরিগামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুবই নিখুঁতভাবে গাজরের অরিগামিটি তৈরি করেছেন । বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অরিগামিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যও শুভকামনা রইল।

 last year 

রঙিন কাগজের তৈরি গাজর অরিগামি।আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 last year 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে গাজর তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো সবসময়ই দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ধাপগুলো গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

দুই ধরনের রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন আপনি। রঙিন কাগজের তৈরি গাজর অরিগামি প্রজেক্টটি অনেক অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

গাজরের চমৎকার একটি অরিগামি আমি করেছেন দেখে খুশি হলাম। রঙিন কাগজ দিয়ে এরকম অরিগামি তৈরি করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো। আমিও চেষ্টা করে এরকম সুন্দর অরিগামী তৈরি করার জন্য। আপনি এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া উৎসাহমূলক মন্তব্যের জন্য সবসময়।

 last year 

রঙিন কাগজ দিয়ে ইউনিক একটা ডাই পোস্ট তৈরি করেছেন আপু যা দেখে খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। শুধু একটু চিন্তা করে কিছু বানালে ভালো লাগে। আপনার আইডিয়া টা বেশ ভালো ছিল। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আমার পোস্টটি ভালো লেগেছে আপনার,জেনে খুশি হলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন গাজর, খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং প্রতিটি ধাপ আমাদের মাঝে উল্লেখ করেছেন, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি প্রজেক্ট আমাদেরকে দেখানোর জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে গাজর তৈরি করেছেন আর কাগজ কেটে কাগজের ভাজে কিভাবে গাজর তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আমাদের এখানে আপু প্রচুর বৃষ্টি হচ্ছে যদিও গ্রামের বাড়িতে আছি কিন্তু বিদ্যু এখানে একদম নেই বললে চলে। আপনি অনেক সুন্দর করে একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন গাজরের দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

বৃষ্টির জন্য পরিবেশ বেশ ঠান্ডা আজকে,তবে লোডশেডিং এখানেও আপু ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91