জল রং দিয়ে পেইন্টিং । -{১০% বেনিফিট @shy-fox এর জন্য}
আমি @rahimakhatun
from Bangladesh
১৭ জানুয়ারি ২০২২ খৃস্টাব্দ ।
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
|
|---|
Device- Galaxy -A13
প্রস্তুত প্রণালীর ছবি দেওয়া হলো।
অনেক দিন পর কাল রং নিয়ে বসেছি। বাসায় একটা মগ এর একটা প্যাকেট ছিলো ,তাই ভাবলাম এইটা বসে বসে রং করি দেখি কেমন হয়। যেই ভাবা সেই কাজ ছেলেকে ঘুম পাড়িয়ে শুরু করে দিলাম আমার কাজ। ভালোই লাগে জল রং দিয়ে আঁকাআঁকি করতে। আগে জল রং মানেই বেশ ভয় লাগা কাজ করতো। এখন আঁকতে আঁকতে জলরং দিয়ে আঁকাআঁকি করতে ভালো লাগে। আঁকার পর দেখতে বেশ ভালোই লাগছে।
আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও তেমন ভালো হয় না ,তবে নতুন নতুন একটু একটু পারলেই বেশ খুশি লাগে। ফটোশপের আর্ট গুলো ঝামেলা কম কিন্তু হাতের পেইন্টিং গুলো বেশ ঝামেলার।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
প্রস্তুত প্রণালী |
|---|
প্রথমে অরেঞ্জ কালোর দিয়ে দিব।
তারপর অরেঞ্জ এর উপর সাদা কালার দিয়ে দিব।
৩য় ধাপ |
|---|
তারপর উপরে কালো রং করে নিব।
৪র্থ ধাপ |
|---|
তারপর আবার অরেঞ্জ করে নিব।
৫ম ধাপ |
|---|
নিচে কালো রং করে নিব।
৬ষ্ঠ ধাপ |
|---|
দুইটি গাছ এঁকে নিয়েছি।
৭ম ধাপ |
|---|
চাঁদ আঁকার চেষ্টা করবো।
৮ম ধাপ |
|---|
পাখি এঁকে নিয়েছি।

শেষ হয়ে গিয়েছে আমার দৃশ্য।কেমন হয়েছে ,কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | Art |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP












জল রঙ দিয়ে খুব সুন্দর একটি দৃশ্য এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু সত্যি ই অসাধারণ হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে। আঁকতে বসলে নিরিবিলি আঁকতে হয়। এটা ভালোই করেছেন ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছেন। মোটা কাগজ নিয়েছেন তাই রঙটা খুব ফুটেছে। অনেক ধন্যবাদ আপু।
আসলে নিরিবিলি না হলে কন্সেন্ট্রেশন ব্যাক হয়,পরে মেজাজ খারাপ হয়ে যায়।মোটা কাগজে রং করতে ভালোই লাগে।
জল রং দিয়ে পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।এককথায় চমৎকার।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।কাগজের বক্সে করার জন্য পেইন্টিং টি ফুটে উঠেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।
আমার জলরঙের পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার বেশ ভালো লাগলো।আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
দারুন হয়েছে আপনার দৃশ্য আপু। আসলেই হাতে আকা দৃশ্য গুলো করতে অনেক কষ্ট করতে হয়। আপনি তো তাও পারেন। আর আমি সেটাও করতে পারিনা। তাই ডিজিটাল আর্টই আমার ভরসা।
আসলেই অনেক ঝামেলার কাজ।আর ডিজিটাল আর্ট করতে ভালো লাগে কোন জিনিস পএ নষ্ট হয় না।ভরেও না।
আপনি আপনার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছেন অংকনের আগেই এটা খুবই ভালো কাজ করেছেন। আসলে অঙ্কনের সময় ছোট বাচ্চারা যদি পাশে বসে থাকে তাহলে অনেক রকম ভাবেই তারা সমস্যা করে আপনি বুদ্ধি করে আগেই তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আমার। জল রং দিয়ে খুবই চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।
ছেলেটরে না ঘুম পাড়ালে ও রং করতে বসে আমার সাথে, তখন বেশি ঝামেলা হয়। আবার যা রং লাগবে তার তা লাগবে 😜😜
মগের প্যাকেটের ওপর দারুণভাবে রং করেছেন আপু। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। গোধূলির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার এই পেইন্টিং এর মাঝে। গোধূলির রক্তিম আভা এবং প্রকৃতির সৌন্দর্য সুন্দরভাবে তুলে ধরেছেন। আমার কাছে ভালই লেগেছে। এভাবেই এগিয়ে যান আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আসলে মগের প্যাকেট টা দেখে প্রথম এটাই মাথায় এসেছিলো এমন একটা আর্ট করবো। অবশেষে যেই ভাবা সেই কাজ।সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
মাঝখানে জল রং দিয়ে রং করতে আমার কাছেও খুব ভালো লাগতো। কতদিন যে এই জল রং নিয়ে বসা হয় না। জল রং দিয়ে রং করতে বসলে অনেক কিছু ময়লা হয়। এজন্যই আর বসা হয় না। জল রং দিয়ে পুরনো মগের প্যাকেটের উপরে খুব সুন্দর দৃশ্য এঁকেছেন। এরকম প্যাকেট গুলো বেশ মোটা হয় এর উপর জল রং দিয়ে আঁকলে খুব সুন্দর লাগে দেখতে। আপনার দৃশ্যটি খুব চমৎকার হয়েছে।
আসলে জলরং এর কাজ করতে বসলে ভালোই লাগে কিন্তু আলসেমি করে আর বসা হয়না। সেটাই সমস্যা।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য
আমিও জল রং দিয়ে আর্ট করতে বেশ ভয় পাই তাই করিনা।তবে আপনার চেষ্টাটি ভালো ছিল আপু।রঙের ব্যবহারটি ঠিক ছিল তবে আরেকটু স্মুথ করতে হবে।চেষ্টা করতে থাকুন অবশ্যই হবে একদিন, শুভকামনা রইলো।
আমি আগে ভয় পেতাম অনেক এখন জল রং এর আর্ট বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য।
আপনার কি হলুদ বা কমলা রঙ খুব পছন্দ নাকি। বেশ কয়েকদিন ধরে অনেক জায়গায় এই রঙের আধিক্য দেখতে পাচ্ছি। তবে আপনার আজকের জল রং দিয়ে আঁকা দৃশ্যটা, যেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা নিঃসন্দেহে খুব সুন্দর হয়েছে। এটা রেখে দেন, যেদিন বাংলাদেশ যাব গিয়ে নিয়ে আসবো।
হলুদ লাল করলেও দোষ বেগুনি করলেও দোষ আপনারে নিয়ে কই যাইতাম🤣🤣।পরলাম না আপনারে নিয়া
জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রথমে আমিও জল রং দিয়ে কিছু আঁকতে অনেক ভয় পেতাম। তবে আস্তে আস্তে এখন খুব ভালো লাগে জল রং দিয়ে কিছু আঁকতে। তবে আজকের পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লাগলো। খুব চমৎকার ভাবে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইল।
আপনিও ভয় পেতেন।আপু তো জল রং এর আর্ট খুব সুন্দর করে, আপু আপনাকে ভয় কে দূর করে দিয়েছে 😜😜