আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬|| আমার তৈরি "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @rahimakhatun
from Bangladesh
৩ রা জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।

১৭ ই মে ২০২৩ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট নিয়ে হাজির হয়েছি । প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় @rme দাদাকে সুন্দর একটি বাংলা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য।তারপর আমাদের প্রিয় মডারেটরদের কে এমন একটা সুন্দর ভিন্ন আঙ্গিকের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট" এর ফোটোগ্রাফি

346142010_1313799169199061_7038567806581271232_n.jpg

made by @rahimakhatun
Device- Galaxy A13

আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা আমি আজ "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ৩৬ অংশগ্রহণের জন্য আমার বানানো ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"নিয়ে হাজির হয়েছি।আসলেই ছোট বেলায় সন্ধ্যা হলেই লোডশেডিং হতো আর লোডশেডিং হলেই মোমবাতি জ্বালানো হতো। তখন পড়া বাদ দিয়ে বেশির সময় মোমবাতি নিয়ে দুষ্টামি করতাম। তারপর আস্তে আস্তে মোমবাতির ব্যবহার কমে গেলো লোডশেডিং কমে যাওয়ার কারণে তাছাড়া প্রযুক্তির উন্নয়নের জন্য বিভিন্ন লাইট এর কারণে। তবে ইদানিং লোডশেডিং এর পরিমান বেড়ে গিয়েছে তাই হয়তো আবার আগের মতো মোমবাতি ব্যবহার করা লাগবে।

346141981_292228069797054_1575323940586980983_n.jpg

যাই হোক আমি কিছুই পারি না তবে প্রতিযোগিতার জন্য কিছুটা চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। চলেন কথা না বারিয়ে যাওয়া যাক মূল আয়োজনে।

প্রয়োজনীয় উপকরণ

346150417_974503583561845_7136123635975340696_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরণঃ


🔶১. মোমবাতি

🔶২. রং

🔶৩. পুঁতি

🔶৪. ম্যাজিক বল

🔶৫. বিভিন্ন ডাইস

প্রস্তুত প্রণালী
১ম ধাপ

346148698_649704880327116_4843207479488587288_n.jpg

প্রথমে ম্যাজিক বলগুলোকে পানিতে ভিজিয়ে নিব।


২য় ধাপ

346144018_1232815777355592_2658933618166361572_n.jpg

তারপর মোমগুলোর রং সহ গলিয়ে নিব।


৩য় ধাপ

346136213_1165601610773700_3081200984086798790_n.jpg

গলিয়ে নিব।


৪র্থ ধাপ

346141859_194092706881206_1752551701374197379_n.jpg

স্টিলের প্লেটে ঢেলে নিব।


৫ম ধাপ

346140616_235028685795521_6766836089603209056_n.jpg

ওষুদের কাপে নিয়ে নিব।


৬ষ্ঠ ধাপ

346136307_6376284602447826_4364666024659214811_n.jpg

গোল গোল করে পাতার মত করে গোলাপ মত করে নিব।


৭ম ধাপ

346150944_953126469217328_7964049755179814583_n.jpg

একটি কাপে কিছু গুঁড়া মোম নিব। তারপর কিছু পুঁতি দিব।


৮ম ধাপ

346132151_669627051660542_5615859913846105952_n.jpg

ম্যাজিক বল আর পুঁতি নিয়ে নিব।


৯ম ধাপ

346132431_4596833127106899_5663149517949413779_n.jpg

আরেকটা কৌটা তে মোমবাতি নিয়ে নিব।


১০ম ধাপ

346150750_3111458099154882_4835728826371545919_n.jpg

আস্তে আস্তে ডেকোরেশন করে নিচ্ছি।


১১ তম ধাপ

একটা কাপ ডেকোরেশন করে নিচ্ছি


১২ তম ধাপ

346132788_256164703652556_5853514995771486518_n.jpg

ডেকোরেশন করে নিয়েছি।


১৩ তম ধাপ

346150688_981550789924970_1780402285508059314_n.jpg

আগুন জ্বালিয়ে দিচ্ছি।

346142010_1313799169199061_7038567806581271232_n.jpg

হয়ে গেলো ইউনিক "ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট"। এই সময়ে সময়পোযোগী আয়োজন। আশা করি খুব ভালো লাগবে।
যাই হোক আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

ডিভাইস Galaxy A13
লোকেশন ঢাকা
ফটোগ্রাফি ক্যান্ডেল তৈরির DIY প্রোজেক্ট

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল তৈরি করেছেন। এগুলো আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাজে ক্যান্ডেল ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো আপু।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার তৈরি করা ক্যান্ডেল দেখতে বেশ সুন্দর হয়েছে। আপনি শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। সত্যিই আপু আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলে সময় টা বাড়িয়েছে বিদায় করতে পরেছি তা না হলে পারতাম না।ধন্যবাদ

 2 years ago 

আপনার সৃজনশীলতা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ সুন্দরভাবে একটি ক্যান্ডেল তৈরি করেছেন। আপনার এই ক্যান্ডেল তৈরির ক্ষেত্রে ম্যাজিক বল আর পুঁথির ব্যবহারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ক্যান্ডেল তৈরি করে আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ এ অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো,আসলে আমও তেমন কিছু পারি না।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন যান্ত্রিক প্রযুক্তির জন্য সব কিছুর ব্যবহার কমে গিয়েছে। তবে এখন যে পরিমাণ লোডশেডিং শুরু হয়েছে মনে হচ্ছে মোমবাতির প্রচলন আবার শুরু হবে। যাই হোক আপনি খুব সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ক্যান্ডেল আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ক্যান্ডেল ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হুম আগের থেকে লোডশেডিং এর পরিমান অনেক বেড়ে গিয়েছে। সামনে বেশ খারাপ দিন আসছে মনে হয়।

 2 years ago 

আপু আপনার ক্যান্ডেল তৈরি চমৎকার হয়েছে। সত্যি আপু আগে এভাবে মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতে বসলে, মোমবাতি নিয়ে বেশি লেখা হত।এখন লোডশেডিং হলেই বিভিন্ন ধরনের লাইট রয়েছে। যাইহোক আপু এত সুন্দর ক্যান্ডল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

মোমবাতি নিয়ে বেশ দুষ্টামি করতাম আগে অনেক।আপনি তো তাও লিখতেন।

 2 years ago 

প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগছে। আপনি যে পড়া বাদ দিয়ে দুষ্টামি করতেন সেটা কিছুটা বুঝা যায়। যাই হোক অনেকগুলো ধাপ অবলম্বন করে খুব সুন্দর মোমবাতি তৈরী করেছেন। প্রেজেন্টেশন দারুন হয়েছে। পুঁতি ডাইস ম্যাজিক বল রং এগুলো ব্যবহার করায় আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই অনেক দুষ্ট ছিলাম,তাই বলে পড়ালেখাতে খারাপ ছিলাম না কিন্তু 😉😉

 2 years ago 

ওয়াটার ক্যানডেল। অসাধারণ একটি থিম। আমি অবশ্য এ ধরনের ওয়াটারগুলো আগে দেখেছি। তবে আপনার করা ওয়াটার ক্যান্ডেলটি অসাধারণ। ক্যান্ডেল তৈরীর প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপু।

 2 years ago 

আমি এই প্রথম বানিয়েছি,যদিও তেমন কিছু পারি না।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৩৬ এ ক্যান্ডেল তৈরীর প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ক্যান্ডেল তৈরি করে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ক্যান্ডেল দেখতে অনেক সুন্দর হয়েছে। এছাড়া ডেকোরেশনটিও আপনি অসাধারণ ভাবে করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলে সময় বাড়িয়েছি বিদায় পারলাম ৩৬ শে অংশগ্রহণ করতে তা না হলে পারতাম না।ধন্যবাদ

 2 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি খুব সুন্দর করে ক্যান্ডেল তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দারুন ছিলো। আপনি খুব সুন্দর করে প্রতিটা ধাপ বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে প্রতিটি ধাপ দেখার জন্য

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108415.08
ETH 3847.10
USDT 1.00
SBD 0.61