ছেলের জন্মদিনে ছোট আয়োজন।

in আমার বাংলা ব্লগlast year

আসালামু আলাইকুম

আজ
রোজ রবিবার
১৬জুলাই ২০২৩ খৃস্টাব্দ

এখন ষড়ঋতুর বর্ষাকাল ল ।


মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ

কিছু ফটোগ্রাফি একসাথে

361418846_792989029156737_2703306177542795182_n.jpg

made by @rahimakhatun

Device- samsung SM-A217F

প্রতিদিনের মত আমি আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।বেশ কিছু দিন আগে আমার ছেলের জন্মদিন ছিলো।তাই আগ থেকেই বায়না ধরেছিলো তাকে একটা সুন্দর কেক এনে দিতে হবে।তাই ভেবেছিলাম ছোট খাট একটা আয়োজন করিবো,কিন্তু হঠাৎ আমার বাবা অসুস্থ হওয়ার কারনে বেশ মন খারাপ হয়ে গিয়েছিলো।তার উপর আমিও একটু অসুস্থ ছিলাম।

361273447_1201695043800144_3064899166395914606_n.jpg

বাবার আবার অপরেশন ডেট ছিলো আমার জন্মদিনের আগেই, পরে অপারেশন করে বাবাকে বাসায় আনার দুই তিন পর ওর জন্মদিন আসে।তাই ভাবলাম ছোট খাট না করে শুধুমাত্র একটা কেক এনে দেই।সে তো মহা খুশি কেক এনে দিব।আসলে ওর খুব বেশি চাহিদা নেই, টুকটাক কিছু দিলেই বেশ খুশি হয়ে যায়।তাই বিকেল করে ওকে নিয়ে বের হবো এমন সময় আমার বোনের ছেলে এসে হাজির।ওরা দুইজনই সমবয়সী। আমাদেরকে বাহিরে যেতে দেখে সে কি কান্না ওকে কেন নিয়ে যাই না।পরে দুইজনকে নিয়ে বাসার কাছাকাছি পেষ্টি শপে গেলাম।পরে ওদের জন্য কেকের একটা অর্ডার দিলাম।তারপর গেলাম কয়েক প্যাকেট কাচ্চির অর্ডার দিতে।তারা তো বেশ খুশি কেকে দেখে পারে না একেবারে দোকানেই কাটে।যাই হোক কাচ্চির প্যাকেট আর কেক নিয়ে আর ওদের নিয়ে রিক্সা করে করে বাসায় আসলাম।

361411482_1067598730879073_5871296320494449104_n.jpg
মেয়েটি হচ্ছে পাশের ফ্ল্যাটের রুবাইয়া। ওদের খেলার সাথী।

361420225_252432487538986_8057361594146489483_n.jpg

তারপর বোনের ছেলের সাথে কিছুক্ষন দুষ্টামি করে সন্ধ্যায় কেক কাটার আয়োজন করলাম।সেখান থেকে কিছু ছবি তুললাম। সেইগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করবো।

360122117_235819342609606_6991584438443654179_n.jpg
ওদের সেই ভাগ চকলেট কেক ছিল ,আমাদের আবার চকলেট কেক তেমন ভালো লাগে না তাই ভ্যানিলা কেক নিয়ে নিলাম। এদের কেক তা বেশ মজা এবং টাটকা হয় তাই বেশ ভালো লাগে। ক্রিমটা ও বেশ ভালো দেয়। বাচ্চাদের কোন ক্ষতি হয় না।

361415201_602164638570850_7910253830770769214_n.jpg
যেহেতু ভ্যানিলা কেক কম ছিল তাই তেমন সুন্দর আন্তে পারিনি ,তবে যেটা এনেছি ঐটা ওরা বেশ পছন্দ করেছে। পরিশেষে তোর জন্য বাবা অনেক অনেক দোয়া ও ভাই রইলো।আমি দোয়া করি তুই একদিন অনেক বড় হবি।মানুষের মত মানুষ হবি।মানুষকে সম্মান করবি।সৎ পথে চলবি।মানুষকে মানুষের মত মনে করবি।আর একটা কথা মেয়েদেরকে সম্মান করবি।আর অব্যশই প্রত্যক ধর্মকে সম্মান করবি।নিজের ধর্ম খুব ভালোভাবে পালন করবি।

শেষ হয়ে গেলো আমার আজকের ব্লগ। সবাই আমার ছেলের জন্য দোআ করবেন। আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

সবাইকে ধন্যবাদ



banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 last year 

প্রথমে জানাই বাবুর জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এমন জন্মদিন বারবার ফিরে আসুক সেই দোয়া করি। সত্যি আপু বাচ্চারা এমনি কোথাও গেলে সাথে যাবে। যাক বাচ্চারা কেক পেয়েই মহাখুশি। ধন্যবাদ আপনাকে সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার বাবার সুস্থতা কামনা করছি। ছেলে কোনটা আপু? মাঝখানের টা? ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ও যেন বড় হয়, মানুষের মতো মানুষ অর্থাৎ ভালো মানুষ হয়।

 last year 

প্রথমে আপনার বাবার জন্য দোয়া রইল যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাবা ও অনেকদিন যাবত অসুস্থ ছিলেন। জন্মদিন শুভ হোক এই কামনা করি। আসলে জন্মদিন যখন পালন করা হয় তখন তারা অনেক খুশি হয়ে যায়। আর আপনি ভ্যানিলা কেক নিয়েছেন সেই কেক খেতে মোটামুটি অনেক ভালোই লাগে। ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। দোয়া করি যেন পরিবারের সবাই ভালো থাকেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62082.09
ETH 2434.81
USDT 1.00
SBD 2.66