ফুলের নকশা আর্ট।
১২ ই আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ ।
২৪জুন ২০২৪ খ্রিস্টাব্দ ।
|
---|
একে তো গরমে অস্থির অবস্থা, তার উপর ফেসবুক খুললেই সাপের আতংকে। এখন বাসায় কেন জানি ভয় লাগে রাতে তো অন্ধকারে পা ফেলতে ভয় লাগে। আমার মনে হয় সাপের চেয়েবেশি ছাড়াচ্ছে মিথ্যা খবর।আসলে সাপ আমাদের উপকার ও করে ফসলী জমির ক্ষতিকর ইদুর খেয়ে ফেলে।সাপ মেরে ফেললে ইদুঁরের সংখ্যা বেড়ে যাবে তখন ফসলের ক্ষতি হবে এতে করে ফসলের পরিমান কমে যাবে।যা এদেশের মানুষের জন্য ক্ষতিকর।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করবো আপনাদের সাথে।
মাঝে মাঝে আঁকা আকি চেষ্টা করি।আজকে আঁকতে বসেছিলাম মেয়েকে সামনে রেখে ও তো পেনগুলো দেখে পাগল হয়ে গিয়েছে, কোনটা রেখে কোনটা ধরবে দিশা পাচ্ছিলো না।বেশ প্যারা নিয়েই আর্ট করলাম।বিভিন্ন কালার পেন দিয়ে বিভিন্ন কালার দিয়ে আর্ট করেছি।এই আর্ট গুলো জামার ফ্রন্ট সাইটে ফ্রেবিক্স দিয়ে আঁকলে দেখতে বেশ ভালো লাগবে।
|
---|
প্রস্তুত প্রণালী |
---|
১ম ধাপ |
---|
প্রথমে একটি ফুল একে নিয়েছি।
২য় ধাপ |
---|
আবার বড় করে ফুল একে নিয়েছি।
৩য় ধাপ
ডাবল করে এঁকে নিয়েছে।
৪র্থ ধাপ |
---|
দুইটা পাতা এঁকে নিয়েছি।
৫ম ধাপ |
---|
এঁকে নিয়েছি ।
৬ষ্ঠ ধাপ |
---|
কয়েকবার পাতা ও ফুল এঁকে নিয়েছি।
৭ম ধাপ |
---|
পাতা এঁকে নিব।
৮ম ধাপ |
---|
![448625876_445677681678534_392748058670414984_n.jpg](
নাম লিখে নিচ্ছি ।
আর্ট শেষ হল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে । আজ আর নয় ,আবার আসবো অন্য কোন দিন অন্য কোন পোস্ট নিয়ে ,সেই অব্দি সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।এই প্রত্যাশা নিয়ে শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
Beautiful pattern :)
ঠিক বলেছেন আপু এখন সব জায়গায় সাপ নিয়ে আলোচনা। সাপ অবশ্যই আমাদের উপকারী প্রাণী ইদুর খেয়ে ফেলে ও কৃষকদের উপকার করে থাকে তাই সাপ মারা ঠিক নয়।আপনি চমৎকার সুন্দর ফুলের নকশা আর্ট করেছেন। ভীষণ সুন্দর ও চমৎকার হয়েছে আপনার ফুলের নকশা টি।ধাপে ধাপে ফুলের নকশা পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আল্লাহর জানে পরিবেশের না জেন কি হয়।আপনাকে ধন্যবাদ
সুন্দর ফুলের নকশা আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছেঋ ভিন্ন ভিন্ন রঙে ফুটিয়ে তুলেছেন যার কারণে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলেই ভিন্ন রঙ দেওয়াতে আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে
আপু আপনি খুব সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল করার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের নকশা মেহেদি দিয়ে হাতে পড়লে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
কালারফুল নকশা আপনার কাছেও ভালো লেগেছে জেনে আমার কাছেও বেশ ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ
অনেক সুন্দর একটা নকশা অংকন করে আপনি আমাকে শেয়ার করেছেন আপু। আপনারা অংকন করার এই নকশা গুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। ব্যক্তিগতভাবে বিভিন্ন জিনিস অঙ্কন করতে আমারও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি তেমন কিছু পারি না।তবে টুকটাক করার চেষ্টা করি।আপনাকে ধন্যবাদ
কথাটা একেবারে ঠিকই বলেছেন আপু। সত্যি সাপের চেয়ে বেশি মিথ্যা ছড়াচ্ছে। ফুলের নকশা টা বেশ দারুণ আর্ট করেছেন আপনি। খুবই চমৎকার লাগছে আর্টটা দেখতে। প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা।
আজকাল তো আমি এই সাপ নিয়ে স্বপ্ন ও দেখি😆😆
ভিন্ন ভিন্ন কালারের সাইন পেন ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের নকশা আর্ট করেছেন। আপনার আর্ট করা ফুলের নকশাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর বিশেষ করে বেশ কয়েকটি রংয়ের সাইন পেন ব্যবহার করার জন্য একটু বেশি ভালো হয়েছে।
আপনার কাছে আর্ট টা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
কালারফুল কলম দিয়ে অনেক সুন্দর করে একটা আর্ট আপনি আজকে করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম ফুলের নকশা আর্ট গুলো অনেক ভালো লাগে দেখতে। এরকম ফুলের নকশা গুলো জামার নিচের অংশে অংকন করে সেলাই করা হলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা কালারফুল ভাবে অঙ্কন করাতে আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই ফুলের নকশাটা অঙ্কন করেছেন আপনি।
আসলেই জামাতে একেঁ রঙ করলে দেখতে বেশ ভালো লাগবে।আপনাকে ধন্যবাদ
এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আর্ট গুলো অঙ্কন করার পর সে যদি সুন্দর করে এবং সুন্দর করে ফটোগ্রাফি না করা হয়, তাহলে দেখতে ভালো লাগে না। তাই আর্টগুলো করার পর সঠিকভাবে ফটোগ্রাফি করা লাগে, তাহলেই দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টিটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।
ফটোগ্রাফি ভালো করে করেছি কিনা জানি না তবে চেষ্ঠা করি ভালো করার জন্য।আপনাকে ধন্যবাদ