কাজের আগে ভাবা উচিত।

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

৮ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ । ২৬মে ২০২৪খ্রিস্টাব্দ ।

এখন ষড়ঋতুর গ্রীষ্মকাল ।

source

আমাদের প্রত্যেক মানুষের উচিত কোন কাজ করার আগে ভেবে কাজ করা,কাজ করার পরে হাজারো আফসোস করলেও ফিরে আসবে না। আসলে ভেবে কাজ না করলে হয়তো তৎক্ষনাৎ সমস্যা হয় না পরে কিন্তু ঠিকই সমস্যা হয়। আমরা মানুষেরা সৃষ্টির সেরা জীব হয়েও এটাই বুঝতে পারি না।আসলে দুনিয়া ক্ষনিকের প্রত্যেকেই কৃতকর্মের জন্য ফল ভোগ করবে।

ভালো কাজ করে গেলে মরে ও বেচে থাকবে সকলেরই হৃদয়ে,আর খারাপ কাজ করলে তাকে কেউ মনে করবে না আর মনে হলে তাকে নিয়ে আগে বাজে মন্তব্য করে যাবে।এই তো কয়েকদিন যাবত ফেসবুক স্কল করলেই দেখা যাচ্ছে একজন টিকটকার নাকি ডুয়েটের লেকচারার হিসেবে নিয়োগ পেয়েছে এতে করে স্টুডেন্ট বেশ ক্ষেপেছে যে একজন টিকটকারের কাছ থেকে আমরা কি শিখবো।আসলে সে একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন এখন নিজের যোগ্যতাতে লেকচারার হয়েছে অথচ অতীতের সকল কর্মকান্ডের জন্য এখন বর্তমান এবং ভবিষ্য দুইটাই খারাপ। এমন অনেক হাজার হাজার কাজ আছে যা আমরা মানুষরা না ভেবেই কাজ করি।


তবে এই কাজ টা আমি অনেক বেশি করি কোন কাজ করার আগে না ভেবে করে ফেলি পরে ভাবি এই কাজটা এভাবে না করে অন্যভাবে করলেও পারতাম।যদিও ব্যপারটা বেশ হাস্যকর তবুও বলি বেশির ভাগ আমার হয় কোন ড্রেস কেনার পর আমার এমনটা হয়।যে এই ড্রেসটা না কিনে যদি অন্যটা কিনতাম কিংবা এই কালারটা না কিনে অন্যকালারটা কিনলে ভালো হতো।অনেক সময় এমন ভাবতে ভাবতে ড্রেস কিনে বানাতে দেরি হয়।


যদিও ব্যাপারটা আপেক্ষিক তবে এমন অনেক ঘটনা থাকে না ভেবে করলে পরবর্তী বেশ ক্ষতি হয়।আমি যখন গ্রাজুয়েশন শেষ করি তখন আমার বাবা আর ভাই বারবার বলেছিলো কোন চাকরির জন্য ট্রাই করতে আর চাকরির পরীক্ষা গুলো দিতে তখন আমি তেমন একটা পাওা দেয়নি। প্রিপারেশন নিবো কিংবা পরীক্ষা দিবো দিবো করে ছেলে হলো তখন দোয়াই দিয়ে আরো পড়াশোনা পিছিয়ে দিলাম অথচ এখন বুঝতে পারছি মেয়েদের একটা চাকরি করা অনেক দরকার।এখন সেই আগের মত পড়ার কোন মনযোগ নেই আর মনযোগ থাকলেও বাচ্চাদের জন্য পারছি না।বাবা এটাও বলেছিলো আমি যখন অর্নাসে ভর্তি প্রাইমারি পরীক্ষা যেন দেই তখন ইন্টার পাশ ও পরীক্ষা দিতে পারতো আর তখন এখনকার তুলনায় সহজ ছিলো আর এখন প্রাইমারির চাকরি পাওয়া ও ভাগ্যের ব্যাপার।আসলে সরকারি চাকরি মানেই এখন সোনার হরিন।

এখন ঠিকই বুঝতে পারছি। এছাড়া আমি প্রথম গ্রেজুয়েশন শেষ করে একটা প্রাইভেট কলেজে লেকচারা হিসেবে জয়েন্ট দিয়েছিলাম।কেন জানি আমার ভালো লাগতো না ক্লাস করাতে ভালো লাগতো না,বাবা হাজার বার বলেছিলো এই চাকরিটা না ছাড়তে আমি ঠিকই ছেড়ে দিয়েছিলাম।চাকরি ছেড়ে দিয়ে সখের বসে গ্রাফিক্স ডিজাইন শিখে ছিলাম।তাও কন্টিনিউ করলাম না।এত দিন আগে শিখে কাজ যদি করতাম তাহলে ভালো একটা অপরচুনিটি ছিলো।ংযাই হোক এই হচ্ছে আমি না ভেবে কাজ করার জন্য। এখন বুঝতে পারলেও কোন কাজ হচ্ছে না।চাইলেও এখন অনেক কাজ করতে পারি না, ইচ্ছে থাকলেও সময় আর সুযোগ হচ্ছে না।।

আসলে জীবনের কিছু হিসেব নিকাশ কখনই শেষ হয় না, একের পর এক চলতেই থাকে।আমরা ভুল থেকে সংশোধন করি আবার সেই ভুল করি।এটাই মানুষের ধর্ম।

যাই হোক আজ এই অব্দি কেমন লেগেছে আমাকে জানাবেন।আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে,সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

ঠিক তাই আপু যেকোনো কাজের আগে ভাবা উচিত।কাজ করে ভাবা ঠিক নয়।ড্রেসের কথা আপনার বাদই দিলাম।আপনার বাবা,ভাই আপনাকে চাকরির জন্য তৈরি হতে বলেছিল।এমন সুযোগ পেয়েও হেলায় হারিয়ে ফেললেন।আমি এমন সুযোগ পেলে লুফে নিতম।আর আগে প্রাইমারী পরীক্ষা সহজ ছিল।এখন সবকিছু ই দিনে দিনে কঠিন হয়ে যাচ্ছে।একটি প্রাইভেট কলেজের লেকচারারের চাকরি তাও করলেন না। কি আর বলবো। আমি বিয়ের পর অনার্স,মাস্টার্স কমপ্লিট করেছি তাও সবকিছু সামলে।চাকরির কথা কেউ কখনও তো বলেই নি।আপনার মতো এতো এতো সুযোগ পেলে আমি হয়তো আরো এগিয়ে যেতে পারতাম।আপনি সুযোগ পেয়েও কাজে লাগান নি আপু।এখন আফসোস ছাড়া আর কিছু ই করার নেই।

 last month 

এখন সরকারি চাকরি মানেই সোনার হরিণ, কথাটা একেবারেই ঠিক। যাইহোক, আমরা আসলে জীবনে এমন কিছু কাজ করি, যেগুলো ভবিষ্যতে আমাদের পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে পড়াশোনা না করা কিংবা চাকরির জন্য প্রস্তুতি না নেওয়া, এগুলো অবশ্যই আমাদের ভুল। আপনি যেমন আপনার কিছু কাজের জন্য পস্তাচ্ছেন, তেমনি আমরা সকলেই আসলে ভুল করে পরবর্তীতে পস্তাই। তবে আমি মনে করি, প্রত্যেকটা কাজ করার আগে অন্তত সেটা নিয়ে ভালো করে ভাবা উচিত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41