অনেক দিন পর ক্রিকেট খেলা দেখা।
আমি @rahimakhatun
from Bangladesh
২০ ই অক্টোবর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ শুক্রবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
মাঝে মাঝে আমিও অংক বই খাতা নিয়ে বসে পরতাম।একটা সময় বেশ ভালো ক্রিকেট প্রেমী ছিলাম।বাংলাদেশের খেলা হলে বসে পরতাম টিভির সামনে।মনে মনে দোয়া করতাম চার ছক্কার জন্য।আগের খেলাও মনে হয় বেশ সুন্দর ছিলো কিন্তু দিন দিন খেলা যেন কেমন হয়ে যাচ্ছে। আগের খেলোয়াড় গুলো এখন আর নেই।
মুশফিক এর ব্যাটিং দেখতে বেশ ভালো লাগতো।ছোট খাট মানুষ হলে ছয় আর চার মারতো বেশ দারুন ভাবে।এখনও মোটামুটি ভালোই খেলে তবে এখন কিছু কিছু নতুন খেলোয়াড়রা কেমন জানি খেলে।আগে ইমরুল কায়েস, শফিউল,আরো অনেকেই ভালো খেলতো।অনেক দিন খেলা দেখি না সেই বসেছিলাম নিউজিল্যান্ড আর বাংলাদেশের খেলা দেখতে।খেলা
দেখে প্রথম প্রথম ভালোই লেগেছিলো কিন্তু পরে আর ভালো লাগেনি।
আজ ক্রিকেট নিয়ে লিখতে যেয়ে ছোটবেলার কথা মনে পরে গেলো।আগে বিটিভি ছিলো।আমাদের ডিশ ছিলো না তাই অন্য চ্যালেন ছিলো না,বিটিভি ও মাঝে মাঝে ঝির ঝির করতো আর কেউ যেয়ে এন্টিনিয়ার নড়াচড়া করতো আর মাঝে ঠিক হতো।কোথায় গেলো এমন শৈশব গুলো,বেশ মিস করি। কত যে দোয়া করতাম সৃষ্টিকর্তার কাছে খেলার জন্য।যদি মাঝে মাঝে কারেন্ট চলে যেতো ত
াহলে মোবাইলে রেডিও তে ধারা ভাষ্যকার শুনতাম।
সাথে বাবা ও অফিস থেকে এসে এমন রেডিও তে শুনতো বাংলাদেশের খেলা হলে।এতদিন পর বাংলাদেশের খেলা দেখতে বসলাম ভাবলাম হয়তো এই ম্যাচটা হয়তো জিতবে কিন্তু কিসের কি এত ব্যবধানে হেরেছে।চারটি ম্যাচের মধ্যে তিনটি তেই হেরেছে আর মনে হয় না সামনে জিতবে যে।এরা ব্যাটিং যেমন খারাপ করছে ঠিক তেমনে বলিং ও।
মাঝে মাঝে মনে হচ্ছে খেলা না দেখে বিজ্ঞাপন গুলো দেখি কারন খেলা দেখার চেয়ে বিজ্ঞাপনই বেশ ভালো লাগে।পরে আর শেষ অব্দি খেলা দেখিনি।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | screenshots |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |