নিউমার্কেট এ একদিন।

in আমার বাংলা ব্লগlast year
১৯কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ <p৪ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।

আজ রোজ শনিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



377290782_711410754381117_8496055307467896105_n.jpg

আসলে একটু ব্যস্ততার কারণে একটু ইরেগুলার হয়ে গিয়েছি। কবে যে ব্যস্ততা কাটিয়ে উঠতে পারবো জানা নেই। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। বেশ কিছু দিন আগে গিয়েছিলাম নিউমার্কেট এ। পোস্ট করবো করবো করে করা হয়নি। আসলে ডাক্তার দেখানোর উদ্দোশ্যে বাসা থেকে বের হয়েছিলাম আমি আর আমার বোন।

ডাক্তার তাড়াতাড়ি দেখানোর পর ভাবলাম কিছু কেনাকাটা আছে ,আবার নিউমার্কেট টা ও কাছাকাছি আছে মার্কেট এ একটু ডু মেরে আসবো। যেই ভাবা সেই কাজ আমরা রিকশা নিয়ে চলে গেলাম নিউ মার্কেট এ। মোটামুটি সেই দিন রাস্তায় জ্যাম কম ছিল তাই আমরা তাড়াতাড়ি চলে যেতে পেরেছি। আসলে নিউমার্কেট এ সব রকমের জিনিস পাশাপাশি তাই কেনাকাটা করে আরাম আছে।

369579502_632870409010758_7523497643780180119_n.jpg

আমরা প্রথমে নিউমার্কেট এর ১ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকতেই বাচ্চাদের খেলনার দোকান। অনেক রকমের খেলনা। আসলে এগুলা বাচ্চারা দেখলে তাদের মাথা নষ্ট তো হয় সাথে অভিভাবকের মাথায় নষ্ট হওয়ার উপক্রম। ভাগ্যিস ছেলেকে নিয়ে যায়নি।

368575172_317766067663014_7376078700792869948_n.jpg
এই হচ্ছে মেয়েদের অর্নামেন্স আইটেম। আসলে এগুলা দেখলে যে কোন মেয়েদের কিনতে ইচ্ছা করে। অনেক রকমের চুড়ি ,মেয়েদের চুলের ব্যান্ড ,মেয়েদের ঘড়ি আরো নানান কিছু। দেখতে বেশ ভালোই লাগে।

368030551_341275018444104_3014257412015642801_n.jpg
নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেম। অনেক রকমের জিনিস এইখানে রয়েছে। আসলে এগুলা দেখলেই কিনতে ইচ্ছা করে।

377228748_1030961671282243_4577717040875185015_n.jpg

370252528_328554743122798_9164239032611711888_n.jpg
বিভিন্ন ডিজাইনের জামা। ওয়ান পিছ হিসেবে বিক্রি করা হয়। রেডিমেড জামা পায়জামা পাওয়া যায়।

370208027_2400885070114609_3348345624580366249_n.jpg

বিভিন্ন সাইজের জুতা ,এবং বিভিন্ন ডিজাইনের জুতা ছোট বড় সকলের জুতা পাওয়া যায়। আসলে রেনডম ব্যবহারের জন্য জুতাগুলো বেশ ভালোই।

377146452_1071137580886421_640511028958632101_n.jpg
এই হচ্ছে পাপোশ। নানা ডিজাইনের নানা রঙের পাপোস। বিভিন্ন সাইজের রো রয়েছে। বেশ ভালোই লাগে দেখতে।

আজ এই অব্দি ,আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A13F
LocationDhaka
Photograpy নিউমার্কেট
link (Source)

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ডাক্তার দেখানোর পর নিউমার্কেটে উপস্থিত হয়ে বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই ফটোগ্রাফি গুলো। আপনার এই ফটোগ্রাফি গুলোর জন্য অনেক কিছু দেখার সৌভাগ্য হলো আমার।

 last year 

নিউ মার্কেটে কেনাকাটার অনেক ধৈর্যের একটা বিষয়, আমি খুব সম্ভবত একবার শপিং করতে গিয়েছিলাম। খুব বেশি পরিমাণ সতর্ক থাকতে হয় এখানে শপিং করার ক্ষেত্রে তা না হলে দোকানদার অনায়াসেই আপনাকে ঠকাতে পারে।

 last year 

বেশ ব্যস্ততম সময় পার করেছেন দেখছি। আসলে আপু বাচ্চারা খেলনা দেখলে পাগল হয়ে যায় নেওয়ার জন্য আমরা হয়তো ছোটবেলা এটাই করতাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

ডাক্তার দেখাতে গিয়ে নিউমার্কেটেও ঘুরে এসেছেন দেখে ভালো লাগলো। নিউমার্কেটে গেলে আসলেই একসঙ্গে সব জিনিস পাওয়া যায়, আবার দাম একটু কম থাকে। কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি ভিড় থাকে এজন্য আমার তেমন একটা যাওয়া হয় না। যাইহোক ভালোই ঘোরাফেরা করেছেন মার্কেটে দেখছি। ভালো লাগলো দেখে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68754.67
ETH 2469.20
USDT 1.00
SBD 2.37