কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আমি @rahimakhatun
from Bangladesh

৩ রা আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ ।

১৭ই সেপ্টেম্বর ২০২৩খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর (শরৎকাল) ।

কয়েকটি ছবি একসাথে।

378106101_266758016270531_4751891770396097976_n.jpg

Device- Galaxy A13

আশ্বিন মাসের আজ তিন তারিখ অথচ গরম কমার কোন নাম গন্ধ নেই ,আগে এই দিনে ভালোই বৃষ্টি হতো কিন্তু এখন তেমন বৃষ্টি হয় না ,যা বৃষ্টি হয় তাতে আরো গরম বারিয়ে দিয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের নিয়ে বেশ কষ্ট ,আমার ছেলে গরমে ঠিক মত ঘুমাতে পারছে না ,তাই সারাদিন ঘ্যান ঘ্যান করছে। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে কিছু ফোটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি তেমন ফোটোগ্রাফি করতে পারি না ,তারপর ও সবার দেখি একটু আকটু চেষ্টা করি। আমার এই গ্রপে অনেকে অনেক সুন্দর সুন্দর ফোটোগ্রাফি করে যা দেখতে আমার বেশ ভালো লাগে। তো চলুন কথা না বারিয়ে ফোটোগ্রাফি গুলো দেখি আসি।

377852061_612377461086786_3021425664127372840_n.jpg

ইটা গাঁদা ফুলের ছবি। আমরা সকলেই চিনি এই ফুলটাকে। অনেক রকম কালারের হয়ে থাকে। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Tagetes erecta .শীতকালীন ফুল। আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

377819472_1498176817676893_8201065769791804846_n.jpg

এই ছবিটি পেটুনিয়া ফুলের। দেখতে বেশ সুন্দর। আরো অনেক কালার আসে। একটি গাছে অনেক ফুল ধরে। সাধারণত আইটির বাল্ব লাগাতে হয়। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Petunia. আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

377884501_341645264958406_7618109040757706951_n.jpg

এই ছবিটি চন্দ্রমল্লিকা ফুলের। দেখতে বেশ সুন্দর। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Chrysanthyemum morirfolium . এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। চন্দ্রমল্লিকা শীতকালীন ফুল। আমি এই ছবিটি তোলেছি আমার বাসার পাশের নার্সারি থেকে।

377945150_673285958065182_2563403164754809889_n.jpg

377836341_1639647773189091_366243929046256713_n (1).jpg
এই ফুলগুলোর নাম মোরগ ফুল। বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। এইটি দেখতে মোরগের জুটির মতো।দূর থেকে মনে হয় মোরগ বসে আছে। এই জন্য মনে হয় মোরগ ফুল। সব ধরণের মাটিতে হয়। এইটি আমাদের দেশি জাত। এই গাছ ওষুধি গাছ হিসাবে ব্যবহার হয়।

377910488_1692465244588165_6910407583078097457_n.jpg
এই ফুলগুলোর নাম হচ্ছে ভারবেনা হাইব্রিডা । দেখতে অনেক সুন্দর। এইটির অনেক প্রজাতি রয়েছে। ভারবেনেসি পরিবারের অন্তর্গত। এইটি উচচতায় ২৫ সেন্টিমিটারের বেশি হয় না। এইটি অনেক কালারের হয় থাকে।আমার কাছে ভালো লেগেছে তাই আমি এই গাছ কিনে নিয়ে এসেছি। এগুলাতে অনেক ফুল হয়ে থাকে। এইটি খুব আকষণীয় ফুল।

378104172_847355337008300_4844638074059963770_n.jpg
এই ফুলটা বেশ সুন্দর ,তবে আমি নাম জানি না। মাতুয়াইল নার্সারিতে থেকে এই ছবিটা তুলেছিলাম। ভালো লেগেছিলো।

377836981_238245139213060_3012321374200720655_n.jpg

আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy flowers
link (Source)

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

<

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনার তোলা ফোটোগ্রাফি গুলা দেখতে খুবই সুন্দর লাগছে। সব গুলা ছবি অনেক সুন্দর হয়েছে। সামনে আসছে ফুলের সিজেন। কিন্তু পরিবেশের কোন পরিবর্তন দেখা যাচ্ছে না। সব কিছু কেমন যানি হয়ে যাচ্ছে। এখন বৃষ্টি হয়ে চারিদিকে ঠান্ডা হয়ে যাওয়ার কথা কিন্তু মানুষ প্রচন্ড গরমে হিমশিম খাচ্ছে।

 last year 

হুম শীতের সিজনে বেশ সুন্দর সুন্দর রং বেরঙের ফুল হয় দেখতে বেশ ভালোই লাগে।ধন্যবাদ

 last year 

সু স্বাগতম আপু।

 last year 

আপু ঠিক বলেছেন তা বৃষ্টি হচ্ছে এতে আরো গরম বাড়িয়ে দিয়ে যায়। এই সময়ে দিনে একটু গরম লাগলে রাতের বেলা হালকা শীত অনুভব হতো। কিন্তু এখন সারা বছরই গরম থাকে তার জন্য ঋতু বোঝার কোনো উপায় নেই। যাই হোক আপনি আজ খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। নাম না জানা ফুল দেখতে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

এখন তো শীতের কোন নাম গন্ধ নেই, আগে শেষ রাতে কাথাঁ গায়ে দেওয়া লাগতো,এখন আর এমন হয় না।ধন্যবাদ আপু

 last year 

আপনার তোলা দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। অনেক সুন্দর করে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন। নাম না জানা ফুল এবং মাতুয়াইল নার্সারি থেকে তোলা ফুলটার ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আশা করছি পরবর্তীতেও আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

আসলে ফুল মানেই সুন্দর, তাই হয়তো চোখ ফেরানো যাচ্ছে না।আপনার কাছে আমার করা ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 last year 

pBMyo3B2Sao2EbuHAFTX1CNWMbam25xJGPs4sKmLS6XL7hf2HivMZtrxV1KAQ9Gz48UiqptkEctyxZv27cvDTieyiDntzDbKCGnccKeYfCrSChadWHaZN3gfAKukUdD3mYdMD6mcG9Q46FRejDxKoHUHEcozQ6DcbQJBPw1bHbTxnuNW.jpeg

ফুলের রেনডম ফটোগ্রাফি আমি ভীষণ পছন্দ করি। কারন হচ্ছে এক পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। উপরের ফুলটি এই প্রথমবারের মতো দেখলাম। অসাধারন একটি ফুল। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আমি নিজেও নতুন দেখেছি,তবে বেশ ভালো লাগলো তাই ফটোগ্রাফি না করে পারলাম না।ধন্যবাদ ভাই আপনাকে

 last year 

প্রথমেই বলতে হয় আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আজকে দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করলেন দেখছি। ফটোগ্রাফি গুলো দেখে আমি তো একেবারে ফুলের মাঝে হারিয়ে গিয়েছিলাম। আসলেই এখন প্রচুর পরিমাণে গরম আবহাওয়া। বৃষ্টি হলেও বৃষ্টির সাথে যেন আরো বেশি গরম লাগছে। আমাদের এদিকে তো শুধুমাত্র কালকে কিছুটা বৃষ্টি হয়েছিল। আর আজকে সকালে। দেখা যাক পরবর্তীতে কি বৃষ্টি থাকে কিনা। ফটোগ্রাফি গুলো দারুন ছিল এটাই বলতে হয়।

 last year 

আমাদের এই দিকেও কাল বৃষ্টি হয়েছিলো কিন্তু তাতে কি কাল রাতে একটু গরম কম লেগেছে কিন্তু আজ আবার যেই সেই। টানা বৃষ্টি না হলে গরম কমবে না।

 last year 

আপু একদম ঠিক বলেছেন, যা বৃষ্টি হয় তাতে গরম কিছুই কমে না।বৃষ্টি হয়ে হয়ে এখন পরিবেশ শীতল হওয়ার কথা। অথচ এখনো গরম।যাই হোক আপু আপনি বাসার পাশের নার্সারি থেকে বেশকিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। চমৎকার লাগছে আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো। আপনি সুন্দর বর্ননা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

গরমে সবাই অতিষ্ঠ আপু,গরম যে কবে কমবে কে জানে।যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

আমার পছন্দের কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। বিশেষ করে শেষের দিকে আপনি যে এই ফুলটি শেয়ার করেছেন সেটি আমি কখনোই দেখেনি৷ তবে এটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে।

 last year 

আমার শেয়ারকৃত ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে আপনে বেশ ভালো লাগলো।আসলেই শেষের ফুলের কালার কম্বিনেশন টা বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে

 last year 

আপু আপনি আজকে বেশ কিছু চমৎকার ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর দেখাচ্ছে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতিকার ফুল সবাই ভালবাসে। ফুলের এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনি শেষের দিকে একটা ফুলের ফটোগ্রাফি করেছেন এই ফুলটি আমার নাম জানা নেই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর ফুল গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হুম ফুল সবাই পছন্দ করে,আপনি কেন সব মানুষই ফুলের সৌন্দর্যে মুগ্ধ 😆😆।আমারও নাম জানা নেই। ধন্যবাদ আপনাকে

 last year 

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি ভাল ছিল। তবে বিশেষ করে নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আসলেই শেষের ফুলটার নাম দেখি কেউ জানে না,তাহলে মনে হচ্ছে গুগল এর দেখতে হবে একটু ইউনিক কালার তো তাই হয়তো কেউ বলতে পারে না।ধন্যবাদ আপু সুন্দর মতামত দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91