বিপদ যে কখন আসে বলা যায় না।

in আমার বাংলা ব্লগ9 months ago
৬অগ্রহায়ন , ১৪৩০ বঙ্গাব্দ

২৫ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।


আজ রোজ শনিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



source

প্রতি দিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে একটি জেনারেল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজকে আপনাদের সাথে কালকে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবো।আজ পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে। কথায় আছে ভাঙ্গা পা গর্তে পরে এই হচ্ছে ঘটনা।
বেশ কিছু দিন অসুস্থ হওয়ার যা একটু সুস্থ হলাম তার উপর ঘটলো কালকের মত বিপদ।কাল ছিলো সপ্তাহিক ছুটির দিন তাই সবাই বাসায় ছিলো।আর সবাই বাসায় থাকা মানেই বারতি ঝামেলা।কাল সব কাজ শেষ করে কেবল ফ্রি হয়েছে। এর মধ্যে আমার ছেলে আর আমার বোনের ছেলে মারামারি করছে।আসলে ওরা দুইজন সমবয়সী তাই বাবার বাড়িতে থাকে একসাথে আবার ঝগড়াও করে।
কোন ভাবেই আলাদা করা যায় না।যেই দেখলাম ওরা ঝগড়াঝাঁটি করছে তাই আমি গিয়েছিলাম ঝগড়া থামাতে।যেই গেলাম তখনই আমার বোনের ছেলে ক্রিকের ব্যাট ছুরে মেরেছে ঠিক তখন ব্যাটটা আমার পায়ের আঙ্গুলের উপর পরেছে।সাথে সাথে আমি দাড়ানো থেকে বসে গিয়েছি।কাঠের ব্যাট পায়ের এক আঙুলের উপর পরলে কি একটা অবস্থা হয় তার উপর শীতের দিন।সাথে পা ফুলে গিয়েছে।
আমি দেখি আমি হাঁটতে পারছি না।একটু পর দেখি পায়ের আঙ্গুল ফুলে গিয়েছে।এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে আমি বুঝে উঠার আগেই।রাতে দেখি খারাপ অবস্থা পা নাড়াতেই পাচ্ছিলাম না।ডাক্তারের সাথে কথা বলে ঔষধ খেয়েছি ব্যাথা কমছে না।মনে হচ্ছে পায়ের হাড় ভেঙে গিয়েছে।
ব্যাথায় অস্থির তখনই বাচ্চারা দৌড়াদৌড়ি করে আবার সেই আঙ্গুলের উপর এসে পরেছে।ব্যথায় জায়গায় আবার ব্যথা। কাজ তো করবো দূরের কথা হাঁটতেই পারছি না।এরেই মধ্যে আমার ভাই এর মেয়ে খেলছিলো। আসলে পরীক্ষা শেষ হওয়াতে সব বাচ্চারা একসাথে। ওরা এক সাথে হলে আর কে লাগে
এই ঝগরা এই ভালো।ওরা ওরা খেলছিলো আমি তো বসেই ছিলাম।এর মধ্যে দেখি ও সোফা থেকে পরে গিয়ে টাইলস লেগে ওর থুটনি কেটে একবারে গর্ত হয়ে গিয়েছে। যার জন্য রক্ত পরা বন্ধ হচ্ছে না।সাথে সাথে হাসপাতালে যেয়ে ওটিতে নিয়ে সেলাই করা লাগছে প্রায় নয়টা সেলাই লেগেছে। আসলে মানুষের বিপদ কখন আসে তা বলা যায় না।হাসি খুশি মানুষ আমরা সবাই কেমনে যে কি হলো বুঝতেই পারলাম না।

আজ এই অব্দি আবার আসবো অন্য কোন দিন অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

কখন যে কে কোন অসুস্থতায় হঠাৎ দুর্ভোগে পড়ে সেটা কেউ বলতে পারেন আপু। কিছুদিন আগে ঠিক এমন ভাবে আমার চোখের সামনে আমার আম্মা অসুস্থ হয়ে পড়ল। আমি তো মায়ের অসুস্থতার সহ্য করতে না পেরে আমিও অসুস্থ হয়ে গেলাম। তারপর যাই হোক আল্লাহ মোটামুটি ভালো রেখেছেন। দোয়া করি আপু সবাই যেন সুস্থ থাকে এবং সুন্দরভাবে দিন যাপন করতে পারেন।

 9 months ago (edited)

মানুষের বিপদ আপদ বলে আসে না আপু।কখন যে কি হয়ে যায় সেটা বলা অসম্ভব।আপনার পুরো পোস্ট পড়ে একটু কষ্ট হলো।আপনার পা ব্যাথা ভালো কিন্তু আবার যে আরেকটা বিপদ হবে কে জানে।নয়টা সেলাই দেওয়া মানে কি।অনেক কষ্ট করছে সে।তার সাথে আপনিও অসুস্থ। যাইহোক আপনাদের দুইজনের সুস্বাস্থ্য কামনা করছি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার ছেলে ও বোনের ছেলে মারামারি করছিলো।আসলে বাচ্চাদের কাজেই মারামারি করা। কেউ কাউকে ছারা থাকতেও পারবে না আবার এক জায়গায় হলে মারামারি করবে।ভাগ্যিস আপনার ছেলের পায়ে আঘাতটি লাগে নি।আপনার ভাইএর মেয়ের এমন অঘটন ঘটার জন্য খুব খারাপ লাগছে।ধন্যবাদ আপু পোষ্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

বাচ্চাদের বিষয়টি এইরকমই আপু। সারাদিন দৌড়াদৌড়ি মারামারি করতেই থাকে। সেজন্য তারা এইরকম অনাকাঙ্খিত দূর্ঘটনায় পড়ে থাকে। পাশাপাশি দেখেন ব‍্যাট টা আপনারও পায়ে লেগে কী একটা অবস্থা। আসলেই দুঃখজনক বিষয়টা। সত্যি বিপদ বা খারাপ সময় বলে আসে না কখনো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

বিপদের কথা বলা যায় না আপু। যেকোনো সময় যে কারো সাথেই ঘটতে পারে। সমবয়সীদের মধ্যে এমন একটু মারামারি হয়ে থাকে। তবে তাদের এই মারামারির ফল আপনাকেই ভোগ করতে হলো! এই শীতের দিনে কোথাও আঘাত পেলে প্রচন্ড ব্যথা লাগে এটা আমরা সবাই জানি । একদিকে আপনি কাঠের ব্যাটের আঘাত পেয়েছেন পায়ে অন্যদিকে আবার আবার আপনার বোনের মেয়ে সোফা থেকে টাইলসের উপরে পরে থুটনি কেটে নিয়েছে। একের পর এক বিপদ ঘটেছে তো তাহলে আপনাদের সাথে সেইদিন ।

 9 months ago 

পায়ের আঙ্গুলে কাঠের ব্যাট ছুড়ে মেরেছে তাইতো ব্যথাটা একটু বেশি লেগেছে। হয়তো ঠিক হতে একটু সময় লাগবে আপু। আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সত্যি অনেক খারাপ লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30